বর্ধমান, 6 মার্চ : বর্ধমানের পাওয়ার হাউজ়ে বিক্ষোভ দেখাল অস্থায়ী কর্মীরা । চারটি জেলার বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের সমন্বয় কমিটির নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় । স্থায়ী কর্মীদের মতো সমান বেতন কাঠামো চালুর পাশাপাশি 60 বছর বয়স পর্যন্ত কাজের নিশ্চয়তা এবং নিরাপত্তার দাবি তুলেছে তারা।
পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূম জেলা থেকে অস্থায়ী কর্মীরা শুক্রবার বর্ধমান পাওয়ার হাউজ়ে জড়ো হয় । সারাদিন ধরে চলে অবস্থান-বিক্ষোভ । পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কম্পানি লিমিটেডের জ়োনাল ম্যানেজার মারফৎ বিদ্যুৎ ভবনে স্মারকলিপি জমা দেয় তারা । বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী অঞ্জন গঙ্গোপাধ্যায় বলেন, অস্থায়ী কর্মীদের বঞ্চিত করা হচ্ছে । তারা দিনরাত এক করে কাজ করে চলেছে । তাই ন্যূনতম বেতন 21 হাজার 600 টাকা করতে হবে । স্থায়ী কর্মীদের মতো অস্থায়ী কর্মীদের নিজস্ব বেতন কাঠামো চালু করতে হবে ।
সোমনাথ চট্টোপাধ্যায় নামে আর এক কর্মী বলেন, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও হুগলি জেলার অস্থায়ী কর্মীরা একসঙ্গে হয়ে আন্দোলনে সামিল হয়েছেন । আগামী দিনে সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।