ETV Bharat / state

J P Nadda in Purbasthali: 'গেরুয়া ঝড় আসছে তেড়ে, ভাগ তৃণমূল বাংলা ছেড়ে !' নাড্ডার নিশানায় শাসক - বর্ধমান

বাংলায় এসে বাংলায় ভাষণ দিলেন বাংলার জামাই জে পি নাড্ডা ৷ রবিবার পূর্বস্থলীর সভামঞ্চ থেকে বাংলায় কী কী বললেন তিনি (J P Nadda in Purbasthali) ?

J P Nadda in Purbasthali
নাড্ডার নিশানায় মমতা
author img

By

Published : Feb 12, 2023, 4:05 PM IST

Updated : Feb 12, 2023, 5:14 PM IST

বাংলায় তোপ বাংলার জামাইয়ের

পূর্বস্থলী, 12 ফেব্রুয়ারি: "গেরুয়া ঝড় আসছে তেড়ে, ভাগ তৃণমূল বাংলা ছেড়ে !" রবিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জনসভা থেকে এভাবেই রাজ্যের শাসকদল এবং সেই দলের সর্বময় নেত্রীকে হুঁশিয়ারি দিলেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকশ নাড্ডা (J P Nadda in Purbasthali) ৷ তাঁর অভিযোগ, বাংলায় 'জঙ্গলরাজ' চলছে ! তাই আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেন নাড্ডা ৷

এদিনের সভায় জনতার ভিড় দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন বিজেপি সভাপতি ৷ তিনি বলেন, "মানুষের এই বিপুল উপস্থিতিই প্রমাণ করছে যে বাংলায় পরিবর্তন আসন্ন ৷ উন্নয়নের স্বার্থে আমরা বরাবরই ডাবল ইঞ্জিন সরকারের কথা বলি ৷ আমরা আগে সেই চেষ্টা করেছিলাম ৷ কিন্তু, আপনারা ডাবল ইঞ্জিনের সরকার গড়ে তোলেননি ৷ ঠিক আছে, কোনও ব্যাপার নয় ৷ আর একবার ধাক্কা দিন ৷ বিজেপির সরকার গড়ুন ৷"

আরও পড়ুন: 'যুদ্ধ থামিয়ে বাংলার সন্তানদের উদ্ধার করেছেন মোদিজি !' দিদিকে বার্তা নাড্ডার

এদিনের সভামঞ্চ থেকে দুর্নীতি ইস্যুতে সরব হন নাড্ডা ৷ তাঁর মুখে আবাস যোজনা থেকে শুরু করে এসএসসি নিয়োগ দুর্নীতি, কয়লা ও গরুপাচার নিয়েও অনেক কথা শোনা যায় ৷ উপস্থিত জনতার উদ্দেশে নাড্ডাকে বলতে শোনা যায়, "যারা এত এত দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাদের কি সরকারে রাখা উচিত ? আপনারা কি তাদের সরকারে রাখবেন ? এই দুর্নীতির জবাব দেবেন না ? যদি দুর্নীতির জবাব দিতে চান, তাহলে বিজেপিকে ভোট দিন ৷"

ভাষণের একেবারে শেষের অংশে বাংলায় কথা বলতে শোনা যায় নাড্ডাকে ৷ তিনি বলেন, "শেষ হবে শেষ হবে, হিংসার খেলা শেষ হবে ৷ শেষ হবে শেষ হবে, কাটমানির খেলা শেষ হবে ৷ শেষ হবে শেষ হবে, তোলাবাজির খেলা শেষ হবে ৷ শেষ হবে শেষ হবে, সিন্ডিকেটের খেলা শেষ হবে ৷ শেষ হবে শেষ হবে, টিএমসির খেলা শেষ হবে ৷ শেষ হবে শেষ হবে, দিদি, আপনার খেলা শেষ হবে ৷"

তবে, এদিনের সভামঞ্চ থেকে বাংলাকে আক্রমণ করতে গিয়ে জে পি নাড্ডাকে মুখ ফসকাতেও দেখা যায় একবার ৷ নাড্ডা তখন খতিয়ান তুলে ধরে বোঝানোর চেষ্টা করছিলেন, মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে বাংলার মেয়েরা কতটা অসুরক্ষিত ৷ আর সেটা করতে গিয়েই বিজেপি জাতীয় সভাপতি বলেন, "পণপ্রথার বলি মহিলাদের মৃত্যুর নিরিখে বাংলা দেশের প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে রয়েছে ৷" আর একথা বলার সময়েই বাংলার বদলে ভুলবশত গুজরাতের নাম উচ্চারণ করতে যান নাড্ডা ! যদিও, পুরো শব্দটি শেষ করার আগেই নিজেকে সামলে নেন তিনি !

বাংলায় তোপ বাংলার জামাইয়ের

পূর্বস্থলী, 12 ফেব্রুয়ারি: "গেরুয়া ঝড় আসছে তেড়ে, ভাগ তৃণমূল বাংলা ছেড়ে !" রবিবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জনসভা থেকে এভাবেই রাজ্যের শাসকদল এবং সেই দলের সর্বময় নেত্রীকে হুঁশিয়ারি দিলেন বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকশ নাড্ডা (J P Nadda in Purbasthali) ৷ তাঁর অভিযোগ, বাংলায় 'জঙ্গলরাজ' চলছে ! তাই আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করেন নাড্ডা ৷

এদিনের সভায় জনতার ভিড় দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন বিজেপি সভাপতি ৷ তিনি বলেন, "মানুষের এই বিপুল উপস্থিতিই প্রমাণ করছে যে বাংলায় পরিবর্তন আসন্ন ৷ উন্নয়নের স্বার্থে আমরা বরাবরই ডাবল ইঞ্জিন সরকারের কথা বলি ৷ আমরা আগে সেই চেষ্টা করেছিলাম ৷ কিন্তু, আপনারা ডাবল ইঞ্জিনের সরকার গড়ে তোলেননি ৷ ঠিক আছে, কোনও ব্যাপার নয় ৷ আর একবার ধাক্কা দিন ৷ বিজেপির সরকার গড়ুন ৷"

আরও পড়ুন: 'যুদ্ধ থামিয়ে বাংলার সন্তানদের উদ্ধার করেছেন মোদিজি !' দিদিকে বার্তা নাড্ডার

এদিনের সভামঞ্চ থেকে দুর্নীতি ইস্যুতে সরব হন নাড্ডা ৷ তাঁর মুখে আবাস যোজনা থেকে শুরু করে এসএসসি নিয়োগ দুর্নীতি, কয়লা ও গরুপাচার নিয়েও অনেক কথা শোনা যায় ৷ উপস্থিত জনতার উদ্দেশে নাড্ডাকে বলতে শোনা যায়, "যারা এত এত দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাদের কি সরকারে রাখা উচিত ? আপনারা কি তাদের সরকারে রাখবেন ? এই দুর্নীতির জবাব দেবেন না ? যদি দুর্নীতির জবাব দিতে চান, তাহলে বিজেপিকে ভোট দিন ৷"

ভাষণের একেবারে শেষের অংশে বাংলায় কথা বলতে শোনা যায় নাড্ডাকে ৷ তিনি বলেন, "শেষ হবে শেষ হবে, হিংসার খেলা শেষ হবে ৷ শেষ হবে শেষ হবে, কাটমানির খেলা শেষ হবে ৷ শেষ হবে শেষ হবে, তোলাবাজির খেলা শেষ হবে ৷ শেষ হবে শেষ হবে, সিন্ডিকেটের খেলা শেষ হবে ৷ শেষ হবে শেষ হবে, টিএমসির খেলা শেষ হবে ৷ শেষ হবে শেষ হবে, দিদি, আপনার খেলা শেষ হবে ৷"

তবে, এদিনের সভামঞ্চ থেকে বাংলাকে আক্রমণ করতে গিয়ে জে পি নাড্ডাকে মুখ ফসকাতেও দেখা যায় একবার ৷ নাড্ডা তখন খতিয়ান তুলে ধরে বোঝানোর চেষ্টা করছিলেন, মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে বাংলার মেয়েরা কতটা অসুরক্ষিত ৷ আর সেটা করতে গিয়েই বিজেপি জাতীয় সভাপতি বলেন, "পণপ্রথার বলি মহিলাদের মৃত্যুর নিরিখে বাংলা দেশের প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে রয়েছে ৷" আর একথা বলার সময়েই বাংলার বদলে ভুলবশত গুজরাতের নাম উচ্চারণ করতে যান নাড্ডা ! যদিও, পুরো শব্দটি শেষ করার আগেই নিজেকে সামলে নেন তিনি !

Last Updated : Feb 12, 2023, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.