ETV Bharat / state

হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু বর্ধমানের যুবতির - পটনায় মৃত্যু বর্ধমানের যুবতির

হুগলির শ্রীরামপুরে একটি শপিং মলে কাজ করতেন ডলি ও তাঁর দিদি মলি । জানা গেছে, একটি যুবকের সঙ্গে দেখা করতে তাঁরা দু'দিনের জন্য বিহারের পটনায় যান । সেখানে একটি হোটেলে ওঠেন । তারপর গত রাতে হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ডলির ।

Representative Image
ফাইল ফোটো
author img

By

Published : Mar 4, 2020, 4:28 PM IST

Updated : Mar 4, 2020, 7:26 PM IST

বর্ধমান, 4 মার্চ : পটনায় হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল যুবতির । নাম ডলি কর্মকার(19) । মৃত ওই যুবতি বর্ধমানের বাসিন্দা বলে খবর । আজ অ্যাম্বুলেন্সে করে তাঁকে বর্ধমানে নিয়ে আসা হয় ।

হুগলির শ্রীরামপুরে একটি শপিং মলে কাজ করতেন ডলি ও তাঁর দিদি মলি । জানা গেছে, একটি যুবকের সঙ্গে দেখা করতে তাঁরা দু'দিনের জন্য বিহারের পটনায় যান । সেখানে একটি হোটেলে ওঠেন । মলি জানান, হোটেলে পৌঁছানোর পর ডলিকে ফোন করে ওই যুবক । তারপর ফোনেই কথা কাটাকাটি শুরু হয় দু'জনের । সেইসময় ফোনে কথা বলতে বলতে হোটেলের ঘর থেকে বেরিয়ে যান ডলি । পরে হোটেলের কর্মীরা এসে মলিকে জানায়, ছাদ থেকে পড়ে গেছেন ডলি । মলি গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ডলি ।

ডলিকে ওই অবস্থায় পটনার একটি নার্সিংহোমে নিয়ে যান মলি । সেখানে ডলিকে মৃত বলে ঘোষণা করা হয় । তারপর ডেথ সার্টিফিকেটে অস্বাভাবিক মৃত্যু লিখে ময়নাতদন্ত না করেই মৃতদেহ ছেড়ে দেওয়া হয় । পরে ওই নার্সিংহোমেরই অ্যাম্বুলেন্সে করে আজ সকালে বর্ধমানে ডলির মৃতদেহ নিয়ে আসা হয় ।

হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু যুবতির

পরিবারের সদস্যদের পুরো বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় । তখন তারা মৃতদেহ নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় । কিন্তু সেখানে পুলিশের অনুমতি ছাড়া ময়নাতদন্ত করতে অস্বীকার করা হয় ।

পরে পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নেয় ।

বর্ধমান, 4 মার্চ : পটনায় হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল যুবতির । নাম ডলি কর্মকার(19) । মৃত ওই যুবতি বর্ধমানের বাসিন্দা বলে খবর । আজ অ্যাম্বুলেন্সে করে তাঁকে বর্ধমানে নিয়ে আসা হয় ।

হুগলির শ্রীরামপুরে একটি শপিং মলে কাজ করতেন ডলি ও তাঁর দিদি মলি । জানা গেছে, একটি যুবকের সঙ্গে দেখা করতে তাঁরা দু'দিনের জন্য বিহারের পটনায় যান । সেখানে একটি হোটেলে ওঠেন । মলি জানান, হোটেলে পৌঁছানোর পর ডলিকে ফোন করে ওই যুবক । তারপর ফোনেই কথা কাটাকাটি শুরু হয় দু'জনের । সেইসময় ফোনে কথা বলতে বলতে হোটেলের ঘর থেকে বেরিয়ে যান ডলি । পরে হোটেলের কর্মীরা এসে মলিকে জানায়, ছাদ থেকে পড়ে গেছেন ডলি । মলি গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ডলি ।

ডলিকে ওই অবস্থায় পটনার একটি নার্সিংহোমে নিয়ে যান মলি । সেখানে ডলিকে মৃত বলে ঘোষণা করা হয় । তারপর ডেথ সার্টিফিকেটে অস্বাভাবিক মৃত্যু লিখে ময়নাতদন্ত না করেই মৃতদেহ ছেড়ে দেওয়া হয় । পরে ওই নার্সিংহোমেরই অ্যাম্বুলেন্সে করে আজ সকালে বর্ধমানে ডলির মৃতদেহ নিয়ে আসা হয় ।

হোটেলের ছাদ থেকে পড়ে মৃত্যু যুবতির

পরিবারের সদস্যদের পুরো বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় । তখন তারা মৃতদেহ নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় । কিন্তু সেখানে পুলিশের অনুমতি ছাড়া ময়নাতদন্ত করতে অস্বীকার করা হয় ।

পরে পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নেয় ।

Last Updated : Mar 4, 2020, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.