পূর্ব বর্ধমান ও কলকাতা, 30 মে: সামনেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ৷ আর তার আগে বড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমানের কাটোয়ায় হানা দিয়ে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফ ও কাটোয়া পুলিশ ৷ সোমবার রাতের ওই বিশেষ অভিযানে 3 জনকে আটক করা হয়েছে ৷ এসটিএফ সূত্রে খবর, কাটোয়ার একটি বাড়িতে হানা দিয়ে 3 টি আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু কার্তুজ উদ্ধার হয়েছে ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন এসটিএফ-এর গোয়েন্দারা ৷
এগরার খাদিকুলে বিস্ফোরণের ঘটনার পর থেকেই সতর্ক রাজ্য এবং কলকাতা পুলিশ ৷ ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজিপি-র তরফে প্রত্যেক জেলা পুলিশ সুপার এবং কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র ও বাজিকারখানাগুলি খুঁজে বের করতে হবে ৷ সেই মতো তদন্তে নেমে পড়েছে পুলিশ প্রশাসন ৷ বিশেষত, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ এবং কলকাতা পুলিশ ৷
আর সেই তদন্তের সূত্রেই সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ পূর্ব বর্ধমানবে কাটোয়ায় একটি বাড়িতে আচমকাই এসটিএফ-এর গোয়েন্দারা স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেন ৷ সঙ্গে ছিল কাটোয়া জিআরপি-র বাহিনী ৷ সেই অভিযানে মোট 3টি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে ৷অভিযানে এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে এসটিএফ ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ৷ ভবানী ভবন সূত্রের খবর, ধৃত তিনজনের মধ্যে একজনের বাড়ি বিহারে এবং বাকি দুজনের বাড়ি মুর্শিদাবাদে ৷
আরও পড়ুন: হাওড়া স্টেশন থেকে রাজ্য এসটিএফ-র হাতে গ্রেফতার সন্দেহভাজন আল কায়দা জঙ্গি
তাঁদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা গিয়েছে আগ্নেয়াস্ত্র তৈরির সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছেন ৷ কিন্তু, বর্তমানে তারা পলাতক ৷ এই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে এসেছে ? সেগুলি কোথায় সরবরাহের কথা ছিল ? তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ জারি রয়েছে ৷
আরও পড়ুন: বিহারে বেআইনি অস্ত্র কারখানায় কলকাতা পুলিশের এসটিএফ, গ্রেফতার 5
উল্লেখ্য, সম্প্রতি বিহার পুলিশের সঙ্গে মুঙ্গেরে যৌথ অভিযান চালান কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা ৷ সেই অভিযানে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্র বানানোর যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা ৷ পুলিশ সূত্রে খবর, মূলত বিহারের মুঙ্গের হয়ে জাতীয় এবং রাজ্য সড়ক দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে প্রচুর আগ্নেয়াস্ত্র ৷ নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এসটিএফ-এর একজন উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘প্রতিনিয়ত ভিনরাজ্যের পুলিশের সঙ্গে আমাদের এই বিষয়ে কথাবার্তা হয় এবং অতীতেও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় সাফল্য পাওয়া গিয়েছে ৷’’