ETV Bharat / state

Elephant enters locality at Burdwan: বাঁকুড়ার জঙ্গল থেকে আউশগ্রামে ঢুকে পড়ল দলছুট হাতি

দলছুট হাতি (Elephant enters locality at Burdwan) ঢুকে পড়ায় আতঙ্ক ছড়াল বর্ধমানের আউশগ্রামে ৷ তাকে তাড়িয়ে প্রতাপপুরের জঙ্গলে পাঠিয়েছেন বনকর্মীরা ৷

Elephant enters locality destroys houses, crops at Burdwan
দলছুট হাতি ঢুকে পড়ায় আতঙ্ক আউশগ্রামে
author img

By

Published : Feb 2, 2022, 4:32 PM IST

আউশগ্রাম, 2 ফেব্রুয়ারি: ফের বাঁকুড়া থেকে বর্ধমানের আউশগ্রামে ঢুকে পড়ল একটি দলছুট হাতি (Elephant enters locality at Burdwan)। হাতিটি গ্রামের বেশকিছু কাঁচা বাড়ির ক্ষতি করেছে বলে জানা গিয়েছে । পরে বন দফতরের কর্মীরা বাজি ফাটিয়ে হাতিটিকে তাড়া করায়, হাতিটি (elephant at Burdwan) আপাতত আউশগ্রামের প্রতাপপুরের জঙ্গলে আশ্রয় নিয়েছে ।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন বাঁকুড়ার জঙ্গল থেকে একটি দলছুট হাতি (Elephant attack) আউশগ্রামের ভালকির জঙ্গলে ঢুকে পড়ে । পরে হাতিটি দামোদর নদ পার করে গলসির শিল্যা, পারাজ পেরিয়ে আউশগ্রামের জামতাড়া গ্রামে ঢুকে পড়ে (Elephant enters locality)। সেখানে হাতিটি বেশকিছু বাড়ি এবং চাষের ক্ষতি (Elephant destroys houses) করেছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: Elephant Attack : বৃষ্টিতে মশাল জ্বেলে কাজে সমস্যা, আউশগ্রামে হাতি তাড়াতে চিন্তায় হুলা পার্টি

খবর পেয়ে বন দফতরের কর্মীরা সেখানে যান । তাঁরা বাজি পটকা ফাটিয়ে হাতিটিকে লোকালয় থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন । পাশাপাশি গ্রামবাসীদের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা যেন হাতির কাছে যাওয়ার চেষ্টা না করেন এবং কোনও ভাবেই ভিড় না করেন । তাহলে হাতিটি রেগে গিয়ে তাণ্ডব করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ।

হাতিটিকে আপাতত স্থানীয় প্রতাপপুরের জঙ্গলে পাঠাতে সক্ষম হয়েছেন বন দফতরের কর্মীরা । সন্ধের অন্ধকার নামলে তাকে বাঁকুড়ার জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হবে ।

আরও পড়ুন : Elephant : মানুষের ভিড় সরিয়ে আউশগ্রামে হাতির দলকে জঙ্গলে ফেরত পাঠানোই চ্যালেঞ্জ বন দফতরের

আউশগ্রাম, 2 ফেব্রুয়ারি: ফের বাঁকুড়া থেকে বর্ধমানের আউশগ্রামে ঢুকে পড়ল একটি দলছুট হাতি (Elephant enters locality at Burdwan)। হাতিটি গ্রামের বেশকিছু কাঁচা বাড়ির ক্ষতি করেছে বলে জানা গিয়েছে । পরে বন দফতরের কর্মীরা বাজি ফাটিয়ে হাতিটিকে তাড়া করায়, হাতিটি (elephant at Burdwan) আপাতত আউশগ্রামের প্রতাপপুরের জঙ্গলে আশ্রয় নিয়েছে ।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন বাঁকুড়ার জঙ্গল থেকে একটি দলছুট হাতি (Elephant attack) আউশগ্রামের ভালকির জঙ্গলে ঢুকে পড়ে । পরে হাতিটি দামোদর নদ পার করে গলসির শিল্যা, পারাজ পেরিয়ে আউশগ্রামের জামতাড়া গ্রামে ঢুকে পড়ে (Elephant enters locality)। সেখানে হাতিটি বেশকিছু বাড়ি এবং চাষের ক্ষতি (Elephant destroys houses) করেছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: Elephant Attack : বৃষ্টিতে মশাল জ্বেলে কাজে সমস্যা, আউশগ্রামে হাতি তাড়াতে চিন্তায় হুলা পার্টি

খবর পেয়ে বন দফতরের কর্মীরা সেখানে যান । তাঁরা বাজি পটকা ফাটিয়ে হাতিটিকে লোকালয় থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন । পাশাপাশি গ্রামবাসীদের কাছে আবেদন করা হয়েছে, তাঁরা যেন হাতির কাছে যাওয়ার চেষ্টা না করেন এবং কোনও ভাবেই ভিড় না করেন । তাহলে হাতিটি রেগে গিয়ে তাণ্ডব করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ।

হাতিটিকে আপাতত স্থানীয় প্রতাপপুরের জঙ্গলে পাঠাতে সক্ষম হয়েছেন বন দফতরের কর্মীরা । সন্ধের অন্ধকার নামলে তাকে বাঁকুড়ার জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হবে ।

আরও পড়ুন : Elephant : মানুষের ভিড় সরিয়ে আউশগ্রামে হাতির দলকে জঙ্গলে ফেরত পাঠানোই চ্যালেঞ্জ বন দফতরের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.