ETV Bharat / state

Durga Puja 2023: পুজোর বাকি দিন কুড়ি, বৃষ্টিতে বন্ধ মণ্ডপের কাজ! মাথায় হাত শিল্পী-কমিটির

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 9:49 PM IST

বিগত কয়েকদিন ধরে রাজ্যে টানা বৃষ্টির চোখরাঙানি ৷ এর কারণে বাঁশের কাঠামোর বাইরে এগোয়নি মণ্ডপের কাজ ৷ থিমের রমরমার বাজারে যা চিন্তায় ফেলেছে শিল্পী থেকে পুজো কমিটিগুলিকে ৷

Durga Puja Mandap
বৃষ্টিতে মণ্ডপ তৈরির কাজে ব্যঘাত

বর্ধমান, 27 সেপ্টেম্বর: দুর্গাপুজো আসতে বাকি আর মাত্র কয়েকটা দিন । বড় বড় পুজো কমিটিগুলো থিম সাজাতে ব্যস্ত । কিন্তু বাধ সেজেছে বৃষ্টি । পুজো মণ্ডপে বাঁশের কাজের বাইরে আর কোন কাজ করা সম্ভব হয়নি । ফলে চিন্তা বাড়ছে পুজো কমিটিগুলির । মণ্ডপ শিল্পীর কারিগর চাঁদু রায় বলেন, "বৃষ্টির জন্য মণ্ডপ তৈরি করতে সমস্যায় পড়তে হচ্ছে । তবে বাইরে থেকে ত্রিপল লাগানো হয়ে গিয়েছে ৷ তাই বৃষ্টি পড়লেও মণ্ডপের ভিতরের টুকটাক কাজ করে নিতে হচ্ছে ।"

অপর শিল্পী সুশীল ব্যাপারীর কথায়, নিম্নচাপ কিংবা বৃষ্টির জেরে মণ্ডপ তৈরি করতে সমস্যায় পড়তে হচ্ছে । গত সপ্তাহে এত টানা বৃষ্টি হচ্ছিল যে কাজ করা যায়নি । ফলে প্রায় চার-পাঁচ দিন কাজ বন্ধ ছিল । এখন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করা চলছে । তবে এখনও পর্যন্ত বাইরের বাঁশের কাঠামো বাঁধা ছাড়া কোন কাজ করা যায়নি । বৃষ্টি না হলে এতদিনে ভিতরের কাঠামোর কাজ শেষের দিকে চলে যেত । তিনি বলেন, "এরপর শুনছি আবার নাকি নিম্নচাপ আসবে । ফলে যত দ্রুত সম্ভব কাজ করার চেষ্টা করছি ।"

আরও পড়ুন: সামনেই পুজো, কাঁচামালের সংকটের মধ্যেও জীবন-জীবিকা বাঁচাতে তৎপর চন্দ্রকোনার মালাকাররা

এবার দুর্গাপুজোতে রাজ্যের অন্যান্য জেলার মতো সেজে উঠবে পূর্ব বর্ধমানও । বিভিন্ন পুজো মণ্ডপ দেখা মিলবে হরেকরকম থিমের । কোথাও দেখা যাবে বোম্বাগড়ে দুর্গা পুজো, কোথাওবা সুন্দরবন । আবার কোথাও মায়ানমারের স্বর্ণমন্দির থেকে বেনারস ঘাট কিংবা সোনার বাংলা । ফলে প্রস্তুতি এখন তুঙ্গে । মণ্ডপের ভিতরে বাইরে কীভাবে সেই থিমকে ফুটিয়ে তোলা যায়, সেই কাজ চলছে সকাল থেকে রাত পর্যন্ত । কিন্তু কখনও নিম্নচাপ আবার কখনও মাঝেমাঝে টানা বৃষ্টির জেরে কাজ যাচ্ছে থমকে । পরিস্থিতি এমনই যে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেও মণ্ডপগুলিতে শুধুমাত্র বাঁশের কাজই হয়েছে ।

গত সপ্তাহে টানা চার-পাঁচদিন বৃষ্টির জেরে অনেক মণ্ডপে কাজ সম্পূর্ণই বন্ধ ছিল । শিল্পীদের মতে যেভাবে দিন এগিয়ে আসছে তাতে মণ্ডপের ভিতরে বাটামের কাজ কিছুটা হলেও হয়ে যাওয়ার কথা ছিল । কিন্তু বৃষ্টির জেরে কাজ করতে অসুবিধা হচ্ছে । তাহলে কি বৃষ্টির জন্য কাজ বন্ধ রাখতে হচ্ছে ? তা নয়, তবে টানা বৃষ্টি হলে পরিস্থিতি অনুযায়ী কোন কোন মণ্ডপে কাজ বন্ধ রাখতে হচ্ছে । আবার কোন মণ্ডপে ভিতরের কাজ করা হচ্ছে । কিন্তু মণ্ডপের কারুকার্য তো আর কখনও এখানে ওখানে থেকে শুরু করা যায় না । একটা নির্দিষ্ট জায়গা থেকে কারুকার্য শুরু করে শেষ করতে হয় । ফলে প্রচণ্ড বৃষ্টির জেরে রাস্তার জল মণ্ডপে ঢুকে পড়লে ভিতরের কাজও করা সম্ভব হয় না ।

আরও পড়ুন: অযোধ্যার জমিদার বাড়ির 'ব্যাঘ্রবাহিনী'র আরাধনা এবার 199 বছরে

বর্ধমান শহরে অন্যতম বিগ বাজেটের পুজো লাল্টু স্মৃতি সংঘের পুজো । এই পুজো কমিটির সম্পাদক তন্ময় সামন্ত বলেন, "চলতি বছরে আমাদের থিম সোনার বাংলা । খড়াই ঘাসের শিল্পকলার এখানে ফুটিয়ে তোলা হবে । সমস্ত কাজই মণ্ডপে বসেই করা হচ্ছে । যেহেতু আমাদের মণ্ডপের ভিতরে ও বাইরে প্রচুর শিল্পকলা ফুটিয়ে তোলা হবে সেই কারণে বৃষ্টির জন্য কাজ ব্যাহত হচ্ছে । তবে এ বছরে পুজো একটু দেরি করে আসায় কিছুটা গুছিয়ে নেওয়া যাচ্ছে । যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন ভিতরের কাজ করা হচ্ছে । ভিতরে বসে তো আর সমস্ত কাজ করা সম্ভব নয়, তাই বৃষ্টি নিয়ে আমরাও চিন্তায় আছি ।"

বর্ধমান, 27 সেপ্টেম্বর: দুর্গাপুজো আসতে বাকি আর মাত্র কয়েকটা দিন । বড় বড় পুজো কমিটিগুলো থিম সাজাতে ব্যস্ত । কিন্তু বাধ সেজেছে বৃষ্টি । পুজো মণ্ডপে বাঁশের কাজের বাইরে আর কোন কাজ করা সম্ভব হয়নি । ফলে চিন্তা বাড়ছে পুজো কমিটিগুলির । মণ্ডপ শিল্পীর কারিগর চাঁদু রায় বলেন, "বৃষ্টির জন্য মণ্ডপ তৈরি করতে সমস্যায় পড়তে হচ্ছে । তবে বাইরে থেকে ত্রিপল লাগানো হয়ে গিয়েছে ৷ তাই বৃষ্টি পড়লেও মণ্ডপের ভিতরের টুকটাক কাজ করে নিতে হচ্ছে ।"

অপর শিল্পী সুশীল ব্যাপারীর কথায়, নিম্নচাপ কিংবা বৃষ্টির জেরে মণ্ডপ তৈরি করতে সমস্যায় পড়তে হচ্ছে । গত সপ্তাহে এত টানা বৃষ্টি হচ্ছিল যে কাজ করা যায়নি । ফলে প্রায় চার-পাঁচ দিন কাজ বন্ধ ছিল । এখন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করা চলছে । তবে এখনও পর্যন্ত বাইরের বাঁশের কাঠামো বাঁধা ছাড়া কোন কাজ করা যায়নি । বৃষ্টি না হলে এতদিনে ভিতরের কাঠামোর কাজ শেষের দিকে চলে যেত । তিনি বলেন, "এরপর শুনছি আবার নাকি নিম্নচাপ আসবে । ফলে যত দ্রুত সম্ভব কাজ করার চেষ্টা করছি ।"

আরও পড়ুন: সামনেই পুজো, কাঁচামালের সংকটের মধ্যেও জীবন-জীবিকা বাঁচাতে তৎপর চন্দ্রকোনার মালাকাররা

এবার দুর্গাপুজোতে রাজ্যের অন্যান্য জেলার মতো সেজে উঠবে পূর্ব বর্ধমানও । বিভিন্ন পুজো মণ্ডপ দেখা মিলবে হরেকরকম থিমের । কোথাও দেখা যাবে বোম্বাগড়ে দুর্গা পুজো, কোথাওবা সুন্দরবন । আবার কোথাও মায়ানমারের স্বর্ণমন্দির থেকে বেনারস ঘাট কিংবা সোনার বাংলা । ফলে প্রস্তুতি এখন তুঙ্গে । মণ্ডপের ভিতরে বাইরে কীভাবে সেই থিমকে ফুটিয়ে তোলা যায়, সেই কাজ চলছে সকাল থেকে রাত পর্যন্ত । কিন্তু কখনও নিম্নচাপ আবার কখনও মাঝেমাঝে টানা বৃষ্টির জেরে কাজ যাচ্ছে থমকে । পরিস্থিতি এমনই যে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেও মণ্ডপগুলিতে শুধুমাত্র বাঁশের কাজই হয়েছে ।

গত সপ্তাহে টানা চার-পাঁচদিন বৃষ্টির জেরে অনেক মণ্ডপে কাজ সম্পূর্ণই বন্ধ ছিল । শিল্পীদের মতে যেভাবে দিন এগিয়ে আসছে তাতে মণ্ডপের ভিতরে বাটামের কাজ কিছুটা হলেও হয়ে যাওয়ার কথা ছিল । কিন্তু বৃষ্টির জেরে কাজ করতে অসুবিধা হচ্ছে । তাহলে কি বৃষ্টির জন্য কাজ বন্ধ রাখতে হচ্ছে ? তা নয়, তবে টানা বৃষ্টি হলে পরিস্থিতি অনুযায়ী কোন কোন মণ্ডপে কাজ বন্ধ রাখতে হচ্ছে । আবার কোন মণ্ডপে ভিতরের কাজ করা হচ্ছে । কিন্তু মণ্ডপের কারুকার্য তো আর কখনও এখানে ওখানে থেকে শুরু করা যায় না । একটা নির্দিষ্ট জায়গা থেকে কারুকার্য শুরু করে শেষ করতে হয় । ফলে প্রচণ্ড বৃষ্টির জেরে রাস্তার জল মণ্ডপে ঢুকে পড়লে ভিতরের কাজও করা সম্ভব হয় না ।

আরও পড়ুন: অযোধ্যার জমিদার বাড়ির 'ব্যাঘ্রবাহিনী'র আরাধনা এবার 199 বছরে

বর্ধমান শহরে অন্যতম বিগ বাজেটের পুজো লাল্টু স্মৃতি সংঘের পুজো । এই পুজো কমিটির সম্পাদক তন্ময় সামন্ত বলেন, "চলতি বছরে আমাদের থিম সোনার বাংলা । খড়াই ঘাসের শিল্পকলার এখানে ফুটিয়ে তোলা হবে । সমস্ত কাজই মণ্ডপে বসেই করা হচ্ছে । যেহেতু আমাদের মণ্ডপের ভিতরে ও বাইরে প্রচুর শিল্পকলা ফুটিয়ে তোলা হবে সেই কারণে বৃষ্টির জন্য কাজ ব্যাহত হচ্ছে । তবে এ বছরে পুজো একটু দেরি করে আসায় কিছুটা গুছিয়ে নেওয়া যাচ্ছে । যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন ভিতরের কাজ করা হচ্ছে । ভিতরে বসে তো আর সমস্ত কাজ করা সম্ভব নয়, তাই বৃষ্টি নিয়ে আমরাও চিন্তায় আছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.