পূর্ব বর্ধমান, 2 এপ্রিল: লকডাউনে ভিনরাজ্যে গিয়ে আটকে পড়েছে বাংলার হাজার হাজার শ্রমিক । তার মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান জেলার 11 হাজার শ্রমিক । একইভাবে পূর্ব বর্ধমানে আটকে অন্য রাজ্যের কয়েক হাজার শ্রমিক । সংখ্যাটা কম নয় । এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলায় আটকে ভিনরাজ্য থেকে আসা প্রায় 8 হাজার 94 জন । জেলা প্রশাসনের তরফে আটকে থাকা এ রাজ্যের শ্রমিকদের পাশাপাশি ভিন রাজ্যের আটকে পড়া শ্রমিকদেরও সহযোগিতা করা হচ্ছে ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে রাজ্য সরকারের তরফে যোগাযোগ করা হয়েছে । প্রশাসনের তরফে তাদের থাকা-খাওয়া নিয়ে সহযোগিতা করা হচ্ছে । ইতিমধ্যেই শ্রমিকদের নামের তালিকা তৈরি করে পাঠানো হয়েছে । এদিকে ভিন রাজ্য থেকে আসা পূর্ব বর্ধমান জেলায় আটকে রয়েছে প্রায় 8 হাজার 94 জন শ্রমিক। তাদেরও জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই মহারাষ্ট্র, পুনে, এর্নাকুলাম, কেরালা, ভেলোর সহ বিভিন্ন জায়গায় আটকে থাকা শ্রমিকদের নামের তালিকা পাঠানো হয়েছে । তাদের প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে । ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের মধ্যে 51 জনকে কালনার কৃষি ভবনের পাশে কোয়ারান্টাইন সেন্টারে পাঠানো হয়েছে । জানা গেছে, এই শ্রমিকেরা আলুর ক্ষেতে কাজ করার জন্য এখানে এসেছিলেন । 14 দিন তাদের কোয়ারান্টাইন সেন্টারে রাখা হবে ।
এই নিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, "ভিনরাজ্যে যাংরা আটকে আছেন তাঁদের নামের তালিকা সেইসব রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই পাঠানো হয়েছে । এমনকী ব্যক্তিগতভাবে সেইসব শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ।"