ETV Bharat / state

Panchayat Elections 2023: আউশগ্রামে সিপিএম-তৃণমূল সংঘর্ষ ! সিপিএম কর্মীর মৃত্যু - CPM worker died

পঞ্চায়েত নির্বাচনের দিন সকালে পূর্ব বর্ধমানের আউশগ্রামের এক সিপিএম কর্মীর মৃত্যু ৷ শুক্রবার শাসক ও বাম দলের মধ্যে ঝামেলা বাধে ৷ তা মারধর পর্যন্ত পৌঁছয় ৷ এতে গুরুতর আহত হন সিপিএম কর্মী রাজিবুল হক ৷ তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শেষরক্ষা হল না ৷

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচন
author img

By

Published : Jul 8, 2023, 12:38 PM IST

আউশগ্রাম (পূর্ব বর্ধমান), 8 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের দিন সকাল থেকে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা ৷ জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের আউশগ্রামে তৃণমূল ও সিপিএম সংঘর্ষে এক সিপিএম কর্মী আহত হন ৷ পরে তাঁর মৃত্যু হয়েছে ৷ মৃতের নাম রাজিবুল হক (32) ৷ গতকাল পূর্ববর্ধমানের আউশগ্রামের অমরপুর পঞ্চায়েতের বিষ্ণুপুরে ভোটকর্মীদের সামনেই দুই গোষ্ঠীর বচসা শুরু হয় ৷ এরপর তা মারামারিতে পৌঁছয় ৷

এই ঘটনায় দু'পক্ষের চারজন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে তৃণমূল কংগ্রেসের এবাদত শেখ ও সিপিএমের রাজিবুল শেখকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ অবস্থার অবনতি হলে পরে রাজিবুলকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ সেখানে শনিবার সকালে রাজিবুলের মৃত্যু হয় ৷ অভিযোগ, বিষ্ণুপুর প্রাথমিক স্কুলে তিনটি বুথ আছে ৷ সেখানে ভোটকর্মীরা পৌঁছে যাওয়ার আগেই সিপিএম-তৃণমূল কর্মীরা বুথে পৌঁছে যায় ৷ সেখানে দুই পক্ষের মধ্যে ঝামেলা বেধে যায় ৷ শুরু হয় হাতাহাতি ৷ লাঠি, বাঁশ দিয়ে মারধরও করা হয়েছে ৷ এই সংঘর্ষের ঘটনায় বাম ও তৃণমূলের মোট চারজন আহত হয়েছন বলে জানা গিয়েছে ৷

রাজিবুলকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ আজ সকালে রাজিবুলের মৃত্যু হয়েছে ৷ সিপিএম নেতা অপূর্ব চট্টোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণে সিপিএম কর্মী রাজিবুল হক আহত হন ৷ শুক্রবার আউশগ্রাম 2 ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক স্কুলে 7 নং বুথে এই ঘটনা ঘটে ৷ তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়।

আরও পড়ুন: ফের রক্তাক্ত পঞ্চায়েত ভোট! মানিকচকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু

আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শাসক ও বিরোধী দুই পক্ষের কর্মী-সমর্থকদের মৃত্যুর খবর আসছে ৷ ইতিমধ্যে মালদার মানিকচকে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ৷ কোচবিহারের তুফানগঞ্জে এক তৃণমূল সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ৷ ভোটের দিন সকালে উত্তপ্ত ভাঙড়ও ৷ মুর্শিদাবাদে 3 জন, কোচবিহারে 2 জন, মালদায় 1 জন এবং পূর্ব বর্ধমানে 1 জনের মৃত্যু হয়েছে ৷

আউশগ্রাম (পূর্ব বর্ধমান), 8 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের দিন সকাল থেকে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা ৷ জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের আউশগ্রামে তৃণমূল ও সিপিএম সংঘর্ষে এক সিপিএম কর্মী আহত হন ৷ পরে তাঁর মৃত্যু হয়েছে ৷ মৃতের নাম রাজিবুল হক (32) ৷ গতকাল পূর্ববর্ধমানের আউশগ্রামের অমরপুর পঞ্চায়েতের বিষ্ণুপুরে ভোটকর্মীদের সামনেই দুই গোষ্ঠীর বচসা শুরু হয় ৷ এরপর তা মারামারিতে পৌঁছয় ৷

এই ঘটনায় দু'পক্ষের চারজন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে তৃণমূল কংগ্রেসের এবাদত শেখ ও সিপিএমের রাজিবুল শেখকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ অবস্থার অবনতি হলে পরে রাজিবুলকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ সেখানে শনিবার সকালে রাজিবুলের মৃত্যু হয় ৷ অভিযোগ, বিষ্ণুপুর প্রাথমিক স্কুলে তিনটি বুথ আছে ৷ সেখানে ভোটকর্মীরা পৌঁছে যাওয়ার আগেই সিপিএম-তৃণমূল কর্মীরা বুথে পৌঁছে যায় ৷ সেখানে দুই পক্ষের মধ্যে ঝামেলা বেধে যায় ৷ শুরু হয় হাতাহাতি ৷ লাঠি, বাঁশ দিয়ে মারধরও করা হয়েছে ৷ এই সংঘর্ষের ঘটনায় বাম ও তৃণমূলের মোট চারজন আহত হয়েছন বলে জানা গিয়েছে ৷

রাজিবুলকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজ ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ আজ সকালে রাজিবুলের মৃত্যু হয়েছে ৷ সিপিএম নেতা অপূর্ব চট্টোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের আক্রমণে সিপিএম কর্মী রাজিবুল হক আহত হন ৷ শুক্রবার আউশগ্রাম 2 ব্লকের বিষ্ণুপুর প্রাথমিক স্কুলে 7 নং বুথে এই ঘটনা ঘটে ৷ তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়।

আরও পড়ুন: ফের রক্তাক্ত পঞ্চায়েত ভোট! মানিকচকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু

আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শাসক ও বিরোধী দুই পক্ষের কর্মী-সমর্থকদের মৃত্যুর খবর আসছে ৷ ইতিমধ্যে মালদার মানিকচকে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ৷ কোচবিহারের তুফানগঞ্জে এক তৃণমূল সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ৷ ভোটের দিন সকালে উত্তপ্ত ভাঙড়ও ৷ মুর্শিদাবাদে 3 জন, কোচবিহারে 2 জন, মালদায় 1 জন এবং পূর্ব বর্ধমানে 1 জনের মৃত্যু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.