ভাতার, 27 জানুয়ারি : দলীয় কর্মসূচি অনুযায়ী বাড়ি বাড়ি অর্থ সংগ্রহ করছিলেন সিপিএমের নেতা-কর্মীরা ৷ সেসময়েই তাঁদের লাঠি, বাঁশ, টাঙি দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে ভাতারের বিঘড়া গ্রামে (CPIM workers are attacked while trying to raise funds in Bhatar) ।
সিপিএমের দলীয় নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, বুধবার ভাতারের বিঘড়া গ্রামে বিভিন্ন বাড়ি থেকে সিপিএমের নেতা-কর্মীরা অর্থ সংগ্রহ করছিলেন । সেই সময় আশেপাশের গ্রাম থেকে 30-35 জন দুষ্কৃতী তাঁদের উপরে হামলা চালায় । খেত মজুর কমিটির সম্পাদক রাস হাজরাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় । তাঁর মাথা ফেটে যায় । তাঁকে বাঁচাতে গেলে অন্যান্য কর্মীদেরও মারধর করা হয় ।
সিপিএম নেতা বামাচরণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘15 জানুয়ারি থেকে এক সপ্তাহ ধরে সিপিএমের অর্থ সংগ্রহ ও প্রচারের কাজ শুরু হয়েছে । বুধবার ভাতারের সাহেবগঞ্জ এলাকার বিঘড়া গ্রামে সেই প্রচারের কাজ চলছিল । হঠাৎ করে কাশীপুর, নুরপুর-সহ বেশ কিছু গ্রাম থেকে দুষ্কৃতীরা তাঁদের উপরে হামলা চালায় । মাটিতে ফেলে লাঠি দিয়ে মারধর করা হয় । ক্ষেত মজুর কমিটির সম্পাদক রাস হাজরার মাথায় 12টি সেলাই পড়েছে । তাঁকে বাঁচাতে গেলে অন্যান্য কর্মীদেরও মারধর করা হয় ।’’
আরও পড়ুন : এবার জাগোবাংলায় নিশানায় সিপিএম, জাদুঘরে ঠাঁই হবে বলে কটাক্ষ তৃণমূলের মুখপত্রে
বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘সিপিএমকে এখন খুঁজে পাওয়া যায় না । তাই প্রচারের আলোতে আসার জন্য তাঁরা তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যে বদনাম করছে । এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই ।’’