ETV Bharat / state

Uday Sankar Sarkar : প্রয়াত সিপিআইএম নেতা উদয়শঙ্কর সরকার

চলে গেলেন বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা সিপিআইএম নেতা উদয়শঙ্কর সরকার ৷ গতকাল রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

Uday Sankar Sarkar
Uday Sankar Sarkar
author img

By

Published : Oct 29, 2021, 10:46 AM IST

বর্ধমান, 29 অক্টোবর : প্র‍য়াত বর্ধমানের প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি তথা সিপিআইএম নেতা উদয় সরকার । বৃহস্পতিবার গভীর রাতে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ শারীরিক অসুস্থতার কারণে গত 26 অক্টোবর তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।

জেলা সিপিআইএম সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলের পর থেকেই তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে । তিনি কোমায় চলে যান বলে জানা যায় । এরপর এই গভীর রাতে তাঁর প্রয়াণের খবর আসে । সিপিআইএমের এই বর্ষীয়ান নেতা বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি থাকার পাশাপাশি দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যও ছিলেন । ছিলেন কৃষকসভার নেতা । তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মত পূর্ব বর্ধমান জেলা সিপিআইএমের ।

বর্ধমান, 29 অক্টোবর : প্র‍য়াত বর্ধমানের প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি তথা সিপিআইএম নেতা উদয় সরকার । বৃহস্পতিবার গভীর রাতে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ শারীরিক অসুস্থতার কারণে গত 26 অক্টোবর তাঁকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।

জেলা সিপিআইএম সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলের পর থেকেই তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে । তিনি কোমায় চলে যান বলে জানা যায় । এরপর এই গভীর রাতে তাঁর প্রয়াণের খবর আসে । সিপিআইএমের এই বর্ষীয়ান নেতা বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি থাকার পাশাপাশি দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যও ছিলেন । ছিলেন কৃষকসভার নেতা । তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মত পূর্ব বর্ধমান জেলা সিপিআইএমের ।

আরও পড়ুন : Ratna Bhattacharya: রাজনীতি ভুলে অশোক-পত্নী রত্না ভট্টাচার্যের শেষযাত্রায় সামিল সব দল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.