ETV Bharat / state

প্রথম ডোজের ভ্যাকসিন নেই, হাসপাতালে এসে ভোগান্তি

প্রচণ্ড গরমে ভোরবেলা থেকে লাইন দিয়েও ভ্যাকসিন না মেলায় ক্ষুব্ধ সাধারণ মানুষ ৷

হাসপাতালের নোটিস
হাসপাতালের নোটিস
author img

By

Published : Apr 24, 2021, 3:05 PM IST

Updated : Apr 24, 2021, 3:14 PM IST

কাটোয়া, 24 এপ্রিল : হাসপাতালে নেই কোভিশিল্ড ভ্যাকসিন ৷ তাই ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে এসে হতাশ হয়ে ফিরলেন কয়েকশো মানুষ ৷ পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালের ঘটনা ৷

ভোর হতে না হতেই আজ কাটোয়ার বিভিন্ন এলাকা থেকে ভ্যাকসিন নিতে উপস্থিত হন স্থানীয় মানুষজন ৷ কিন্তু টোকেন নেওয়ার কাউন্টার খুলতেই তাঁদের জানানো হয়, পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন না থাকায় কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হবে না । শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেওয়া হবে । সেই কথা লিখে নোটিশও সাঁটিয়ে দেওয়া হয় । দূর দূরান্ত থেকে আসা মানুষরা চরম দুর্ভোগে পড়েন ৷ একে গরম, করোনার আতঙ্ক ৷ তার উপর অনেকেই রোজা রেখে ভ্যাকসিন নিতে গিয়েছিলেন ৷ ক্ষুব্ধ মানুষগুলি বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষ আগে থেকে জানালে এমন দুর্ভোগে পড়তে হত না ।

হাসপাতালের নোটিস
হাসপাতালের নোটিস

আরও পড়ুন : মৃত্যু 25 জনের, 200 জীবন বিপন্ন ; দিল্লির হাসপাতালে অক্সিজেনের হাহাকার

কাটোয়ার বাসিন্দা আঙ্গুরা বিবি বলেন, "আমাদের রোজা চলছে । সেই অবস্থায় টোটো ভাড়া করে এসে সকাল সকাল ভ্যাকসিন নেওয়ার জন্য হাসপাতালে লাইন দিয়েছিলাম । এখন বলছে ভ্যাকসিন নেই । তাই ফিরে যেতে হচ্ছে ।" কাটোয়া হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, কোভিশিল্ডের প্রথম ডোজ না থাকায় এদিন প্রথম ডোজ দেওয়া যায়নি । শুধুমাত্র কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ।

কাটোয়া, 24 এপ্রিল : হাসপাতালে নেই কোভিশিল্ড ভ্যাকসিন ৷ তাই ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে এসে হতাশ হয়ে ফিরলেন কয়েকশো মানুষ ৷ পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালের ঘটনা ৷

ভোর হতে না হতেই আজ কাটোয়ার বিভিন্ন এলাকা থেকে ভ্যাকসিন নিতে উপস্থিত হন স্থানীয় মানুষজন ৷ কিন্তু টোকেন নেওয়ার কাউন্টার খুলতেই তাঁদের জানানো হয়, পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন না থাকায় কোভিশিল্ডের প্রথম ডোজ দেওয়া হবে না । শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেওয়া হবে । সেই কথা লিখে নোটিশও সাঁটিয়ে দেওয়া হয় । দূর দূরান্ত থেকে আসা মানুষরা চরম দুর্ভোগে পড়েন ৷ একে গরম, করোনার আতঙ্ক ৷ তার উপর অনেকেই রোজা রেখে ভ্যাকসিন নিতে গিয়েছিলেন ৷ ক্ষুব্ধ মানুষগুলি বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষ আগে থেকে জানালে এমন দুর্ভোগে পড়তে হত না ।

হাসপাতালের নোটিস
হাসপাতালের নোটিস

আরও পড়ুন : মৃত্যু 25 জনের, 200 জীবন বিপন্ন ; দিল্লির হাসপাতালে অক্সিজেনের হাহাকার

কাটোয়ার বাসিন্দা আঙ্গুরা বিবি বলেন, "আমাদের রোজা চলছে । সেই অবস্থায় টোটো ভাড়া করে এসে সকাল সকাল ভ্যাকসিন নেওয়ার জন্য হাসপাতালে লাইন দিয়েছিলাম । এখন বলছে ভ্যাকসিন নেই । তাই ফিরে যেতে হচ্ছে ।" কাটোয়া হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, কোভিশিল্ডের প্রথম ডোজ না থাকায় এদিন প্রথম ডোজ দেওয়া যায়নি । শুধুমাত্র কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ।

Last Updated : Apr 24, 2021, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.