ETV Bharat / state

খণ্ডঘোষে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

author img

By

Published : Feb 21, 2021, 6:55 AM IST

খণ্ডঘোষের গোপালবেড়া গ্রামে যুবক-যুবতির ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার । গ্রামবাসীদের অনুমান, দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ।

খণ্ডঘোষে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার
খণ্ডঘোষে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

খণ্ডঘোষ, 20 ফেব্রুয়ারি : গাছে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য । আজ সকালে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকা থেকে যুবক-যুবতির দেহ উদ্ধার হয় । মৃতদের নাম দীপঙ্কর রায়(24) ও নিরুপা রায়(20) । গ্রামবাসীদের অনুমান যুবক-যুবতির মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল ।

আরও পড়ুন : জঙ্গলে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালবেড়া গ্রামের বাসিন্দা দীপঙ্কর ও নিরুপার বাবা দু'জন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন । সেই সূত্রে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে । কিন্তু দুই পরিবারের মধ্যে কেউই এই বিষয়টি জানতেন না ।

গতরাত থেকে দু'জন নিখোঁজ ছিলেন । শনিবার সকালে নিজেদের বাড়ি থেকে কিছুটা দূরে ধানখেতের পাশে একটি গাছে দু'জনের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা । খবর দেওয়া হয় খণ্ডঘোষ থানায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য দেহ বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয় ।

খণ্ডঘোষ, 20 ফেব্রুয়ারি : গাছে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য । আজ সকালে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকা থেকে যুবক-যুবতির দেহ উদ্ধার হয় । মৃতদের নাম দীপঙ্কর রায়(24) ও নিরুপা রায়(20) । গ্রামবাসীদের অনুমান যুবক-যুবতির মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল ।

আরও পড়ুন : জঙ্গলে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালবেড়া গ্রামের বাসিন্দা দীপঙ্কর ও নিরুপার বাবা দু'জন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন । সেই সূত্রে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে । কিন্তু দুই পরিবারের মধ্যে কেউই এই বিষয়টি জানতেন না ।

গতরাত থেকে দু'জন নিখোঁজ ছিলেন । শনিবার সকালে নিজেদের বাড়ি থেকে কিছুটা দূরে ধানখেতের পাশে একটি গাছে দু'জনের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা । খবর দেওয়া হয় খণ্ডঘোষ থানায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য দেহ বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.