ETV Bharat / state

মন্তেশ্বরে কোরোনায় আক্রান্ত শ্রমিক দম্পতি - মন্তেশ্বরের শ্রমিক দম্পতি কোরোনায় আক্রান্ত

ওই শ্রমিক দম্পতি শনিবার মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরেছিলেন । সেদিনই তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় । আজ বিকেলে তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসতেই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ৷

couple-tests-positive-for-covid-19-in-manteswar
মন্তেশ্বরে কোরোনায় আক্রান্ত শ্রমিক দম্পতি
author img

By

Published : May 20, 2020, 12:05 AM IST

মন্তেশ্বর, 19 মে : কোরোনায় আক্রান্ত হলেন মন্তেশ্বরের লহনা গ্রামের এক শ্রমিক দম্পতি । এরপর পুলিশ-প্রশাসনের তরফে এলাকায় ব্যারিকেড দেওয়া শুরু হয়েছে ।

ওই শ্রমিক দম্পতি শনিবার মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরেছিলেন । সেদিনই তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় । আজ বিকেলে তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসতেই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ৷ জেলা স্বাস্থ্য বিভাগের তরফে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি জানানো হয় । এরপর স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা এলাকায় গিয়ে খোঁজ নিতে শুরু করেন ৷ জানতে চাওয়া হয়, ওই দম্পতি গ্রামে কাদের সংস্পর্শে এসেছিলেন ।

এছাড়া ভাতারের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বড় পোষলা গ্রামের আরও এক যুবক কোরোনায় আক্রান্ত হয়েছেন । তিনিও হরিয়ানা ও দিল্লি হয়ে বাড়ি ফিরেছেন । ফলে ওই গ্রামে মোট দু'জন কোরোনায় আক্রান্ত হলেন । পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, মন্তেশ্বরের পোষলার দু'জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । তারা সকলেই পরিযায়ী শ্রমিক । তারা বর্ধমানের কৃষিভবনে ছিলেন ।

মন্তেশ্বর, 19 মে : কোরোনায় আক্রান্ত হলেন মন্তেশ্বরের লহনা গ্রামের এক শ্রমিক দম্পতি । এরপর পুলিশ-প্রশাসনের তরফে এলাকায় ব্যারিকেড দেওয়া শুরু হয়েছে ।

ওই শ্রমিক দম্পতি শনিবার মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরেছিলেন । সেদিনই তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় । আজ বিকেলে তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসতেই এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ৷ জেলা স্বাস্থ্য বিভাগের তরফে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিককে বিষয়টি জানানো হয় । এরপর স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা এলাকায় গিয়ে খোঁজ নিতে শুরু করেন ৷ জানতে চাওয়া হয়, ওই দম্পতি গ্রামে কাদের সংস্পর্শে এসেছিলেন ।

এছাড়া ভাতারের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বড় পোষলা গ্রামের আরও এক যুবক কোরোনায় আক্রান্ত হয়েছেন । তিনিও হরিয়ানা ও দিল্লি হয়ে বাড়ি ফিরেছেন । ফলে ওই গ্রামে মোট দু'জন কোরোনায় আক্রান্ত হলেন । পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, মন্তেশ্বরের পোষলার দু'জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । তারা সকলেই পরিযায়ী শ্রমিক । তারা বর্ধমানের কৃষিভবনে ছিলেন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.