ETV Bharat / state

বর্ধমানে দম্পতিকে পুড়িয়ে মারার অভিযোগ

এক দম্পতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। আজ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিভা কংসবণিক
author img

By

Published : Apr 2, 2019, 9:34 PM IST

বর্ধমান, ২ এপ্রিল : এক দম্পতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। তাঁদের নাম বিভা কংসবণিক ও বিশ্বজিৎ কংসবণিক। আজ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিশ্বজিতের বাবা, মা, দাদা ও বৌদির বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

২০১৪ সালে বিভা ও বিশ্বজিতের বিয়ে হয়। বিভার মামা দিলীপ রাজমল্ল অভিযোগ করেন, বিয়ের পর থেকেই বিভার শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও জা তাঁর উপর অত্যাচার করত। তাঁকে বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত। টাকা না আনলে তাঁকে অনাহারে রেখে মারধর করা হত। গতরাতে বিভা ও বিশ্বজিৎ যখন ঘরে ঘুমোচ্ছিল সেই সময় তাঁদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁদের দু'জনকে বর্ধমান মেডিকেলে ভরতি করা হয়েছিল। সেখানে তাঁদের মৃত্যু হয়।

বিভা কংসবণিকের ভাই বলেন, "বিশ্বজিতের দাদারা তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। আমার জামাইবাবু (বিশ্বজিৎ) এই ঘটনার প্রতিবাদ করে। এই নিয়ে পরিবারে অশান্তি চলছিল। গতকাল রাতে দিদি ও জামাইবাবু যখন ঘুমোচ্ছিল তখন তাঁদের ঘরে জামাইবাবুর দাদারা আগুন ধরিয়ে দেয়। দু'জনেই আগুনে পুড়ে মারা যান।

বর্ধমান, ২ এপ্রিল : এক দম্পতিকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। তাঁদের নাম বিভা কংসবণিক ও বিশ্বজিৎ কংসবণিক। আজ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁদের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বিশ্বজিতের বাবা, মা, দাদা ও বৌদির বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

২০১৪ সালে বিভা ও বিশ্বজিতের বিয়ে হয়। বিভার মামা দিলীপ রাজমল্ল অভিযোগ করেন, বিয়ের পর থেকেই বিভার শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও জা তাঁর উপর অত্যাচার করত। তাঁকে বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত। টাকা না আনলে তাঁকে অনাহারে রেখে মারধর করা হত। গতরাতে বিভা ও বিশ্বজিৎ যখন ঘরে ঘুমোচ্ছিল সেই সময় তাঁদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁদের দু'জনকে বর্ধমান মেডিকেলে ভরতি করা হয়েছিল। সেখানে তাঁদের মৃত্যু হয়।

বিভা কংসবণিকের ভাই বলেন, "বিশ্বজিতের দাদারা তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। আমার জামাইবাবু (বিশ্বজিৎ) এই ঘটনার প্রতিবাদ করে। এই নিয়ে পরিবারে অশান্তি চলছিল। গতকাল রাতে দিদি ও জামাইবাবু যখন ঘুমোচ্ছিল তখন তাঁদের ঘরে জামাইবাবুর দাদারা আগুন ধরিয়ে দেয়। দু'জনেই আগুনে পুড়ে মারা যান।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.