ETV Bharat / state

বর্ধমানে কমছে করোনা সংক্রমণ, বাড়ছে সুস্থতার হার - পূর্ব বর্ধমানে ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ

রাজ্য তথা দেশজুড়ে চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ৷ এই দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য জুড়ে জারি হয়েছে কড়া বিধি নিষেধ ৷ বর্ধমান শহরেও সাধারণ মানুষ যাতে সেই বিধি নিষেধ সঠিকভাবে পালন করে তার জন্য সজাগ আছে প্রশাসন ৷

বর্ধমানে কমছে করোনা সংক্রমণ
বর্ধমানে কমছে করোনা সংক্রমণ
author img

By

Published : Jun 2, 2021, 8:09 AM IST

বর্ধমান, 2 জুন : পূর্ব বর্ধমানে ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ ৷ গতকালের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী শেষ 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 166 জন ৷ মৃত্যু হয়েছে 2 জনের ৷

রাজ্য তথা দেশজুড়ে চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ৷ এই দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য জুড়ে জারি হয়েছে কড়া বিধি নিষেধ ৷ বর্ধমান শহরেও সাধারণ মানুষ যাতে সেই বিধি নিষেধ সঠিকভাবে পালন করে তার জন্য সজাগ আছে প্রশাসন ৷ চলছে পুলিশি টহল ৷ বিনা প্রয়োজনে বাড়ি থেকে যাঁরা বের হচ্ছেন, তাঁদের কাছে কারণ জানতে চাওয়া হচ্ছে ৷ উপযুক্ত কারণ দেখাতে না পারলে আটকও করা হচ্ছে তাঁদের ৷

সংক্রমণ না কমায় চিন্তায় ছিল জেলা প্রশাসন ৷ মে মাসের মাঝামাঝি সময়ে জেলায় গড়ে সাতশো থেকে আটশো জন আক্রান্ত হচ্ছিলেন । ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল কোরোনা সংক্রমণের গ্রাফ । তবে এবার কিছুটা হলেও কমতে শুরু করেছে সংক্রমণ । গত 24 ঘণ্টায় জেলায় কোরোনা আক্রান্ত হলেন 166 জন । জেলা স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা 34 হাজার 860 জন । এদের মধ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা 2 হাজার 385 জন ।

আরও পড়ুন : সংক্রমণ নামল 9 হাজারে, সুস্থতার হার 93.20 শতাংশ

আক্রান্ত 166 জনের মধ্যে আউশগ্রাম 1 ব্লকে 1 জন, আউশগ্রাম 2 ব্লকে 2 জন, ভাতার ব্লকে 11 জন, বর্ধমান পৌরসভা এলাকায় 39 জন, বর্ধমান 1 ব্লকে 2 জন, বর্ধমান 2 ব্লকে 5 জন, গলসি 1 ব্লকে 7 জন, গলসি 2 ব্লকে 3 জন, জামালপুর ব্লকে 5 জন, কালনা 1 ব্লকে 13 জন, কালনা 2 ব্লকে 7 জন, কাটোয়া 1 ব্লকে 5 জন, কেতুগ্রাম 1 ব্লকে 2 জন, কেতুগ্রাম 2 ব্লকে 7 জন, খন্ডঘোষ ব্লকে 1 জন, মন্তেশ্বর ব্লকে 1জন, মেমারি 1 ব্লকে 11 জন, মেমারি 2 ব্লকে 8 জন, মঙ্গলকোট ব্লকে 2 জন, পূর্বস্থলী 1 ব্লকে 1 জন,পূর্বস্থলী 2 ব্লকে 4 জন, রায়না 1 ব্লকে 2 জন, রায়না 2 ব্লকে 5 জন, দাইহাট পৌরসভা এলাকায় 3 জন, গুসকরা পৌরসভা এলাকায় 1 জন, কালনা পৌরসভা এলাকায় 5 জন, কাটোয়া পৌরসভা এলাকায় 3 জন, মেমারি পৌরসভা এলাকায় 2 জন ও অন্য জেলা থেকে বর্ধমানে এসে 8 জন আক্রান্ত হয়েছেন ৷

বর্ধমান, 2 জুন : পূর্ব বর্ধমানে ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ ৷ গতকালের স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী শেষ 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 166 জন ৷ মৃত্যু হয়েছে 2 জনের ৷

রাজ্য তথা দেশজুড়ে চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ৷ এই দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য জুড়ে জারি হয়েছে কড়া বিধি নিষেধ ৷ বর্ধমান শহরেও সাধারণ মানুষ যাতে সেই বিধি নিষেধ সঠিকভাবে পালন করে তার জন্য সজাগ আছে প্রশাসন ৷ চলছে পুলিশি টহল ৷ বিনা প্রয়োজনে বাড়ি থেকে যাঁরা বের হচ্ছেন, তাঁদের কাছে কারণ জানতে চাওয়া হচ্ছে ৷ উপযুক্ত কারণ দেখাতে না পারলে আটকও করা হচ্ছে তাঁদের ৷

সংক্রমণ না কমায় চিন্তায় ছিল জেলা প্রশাসন ৷ মে মাসের মাঝামাঝি সময়ে জেলায় গড়ে সাতশো থেকে আটশো জন আক্রান্ত হচ্ছিলেন । ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল কোরোনা সংক্রমণের গ্রাফ । তবে এবার কিছুটা হলেও কমতে শুরু করেছে সংক্রমণ । গত 24 ঘণ্টায় জেলায় কোরোনা আক্রান্ত হলেন 166 জন । জেলা স্বাস্থ্য দফতরের হিসেব অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা 34 হাজার 860 জন । এদের মধ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা 2 হাজার 385 জন ।

আরও পড়ুন : সংক্রমণ নামল 9 হাজারে, সুস্থতার হার 93.20 শতাংশ

আক্রান্ত 166 জনের মধ্যে আউশগ্রাম 1 ব্লকে 1 জন, আউশগ্রাম 2 ব্লকে 2 জন, ভাতার ব্লকে 11 জন, বর্ধমান পৌরসভা এলাকায় 39 জন, বর্ধমান 1 ব্লকে 2 জন, বর্ধমান 2 ব্লকে 5 জন, গলসি 1 ব্লকে 7 জন, গলসি 2 ব্লকে 3 জন, জামালপুর ব্লকে 5 জন, কালনা 1 ব্লকে 13 জন, কালনা 2 ব্লকে 7 জন, কাটোয়া 1 ব্লকে 5 জন, কেতুগ্রাম 1 ব্লকে 2 জন, কেতুগ্রাম 2 ব্লকে 7 জন, খন্ডঘোষ ব্লকে 1 জন, মন্তেশ্বর ব্লকে 1জন, মেমারি 1 ব্লকে 11 জন, মেমারি 2 ব্লকে 8 জন, মঙ্গলকোট ব্লকে 2 জন, পূর্বস্থলী 1 ব্লকে 1 জন,পূর্বস্থলী 2 ব্লকে 4 জন, রায়না 1 ব্লকে 2 জন, রায়না 2 ব্লকে 5 জন, দাইহাট পৌরসভা এলাকায় 3 জন, গুসকরা পৌরসভা এলাকায় 1 জন, কালনা পৌরসভা এলাকায় 5 জন, কাটোয়া পৌরসভা এলাকায় 3 জন, মেমারি পৌরসভা এলাকায় 2 জন ও অন্য জেলা থেকে বর্ধমানে এসে 8 জন আক্রান্ত হয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.