ETV Bharat / state

কোরোনা আক্রান্ত পূর্বস্থলীতে, এলাকা হল কনটেইনমেন্ট জ়োন

author img

By

Published : May 26, 2020, 7:11 PM IST

গত 19 মে থেকে নদিয়া শান্তিপুর হয়ে জাহান্নগড়ের বাড়ির কাছে একটি স্কুলে কোয়ারানটিন ছিলেন ওই ব্যক্তি ৷ গতকাল বিকেলে তাঁর কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে । গতকাল রাতেই তাঁকে দুর্গাপুর কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে ।

corona positive in purbasthali burdwan
কোরোনা আক্রান্ত পূর্বস্থলীতে , এলাকাকে ঘোষণা করা হল কনটেনমেন্ট জ়োন

পূর্বস্থলী, 26 মে : এবার কোরোনা আক্রান্ত পূর্বস্থলীতে ৷ কোরোনা আক্রান্ত কালনা মহকুমার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের জাহান্নগড় গ্রামে ৷ গতকাল বিকেলে মহারাষ্ট্র থেকে ফেরা এক পরিযায়ী শ্রমিকের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে ৷

গত 19 মে থেকে নদীয়া শান্তিপুর হয়ে জাহান্নগড়ের বাড়ির কাছে একটি স্কুলে কোয়ারানটিন ছিলেন ওই ব্যক্তি ৷ গতকাল বিকেলে তাঁর কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে । গতকাল রাতেই তাঁকে দুর্গাপুর কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে । পাশাপাশি, ওই ব্যক্তির সংস্পর্শে আসা বাকিদের কালনা হাসপাতালে লালারস টেস্টের জন্য পাঠানো হয়েছে ।

জাহান্নগড়ের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কোরোনা ধরা পড়ার কারণে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ ৷ পাশাপাশি বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের একের পর এক পজ়িটিভ রিপোর্ট আশায় আতঙ্কিত মানুষ । আজ পুলিশ ও প্রশাসনের উদ্যোগে বাঁশ দিয়ে গোটা এলাকাকে ঘিরে দেওয়া হয়েছে ৷ ওই এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷

পূর্বস্থলী, 26 মে : এবার কোরোনা আক্রান্ত পূর্বস্থলীতে ৷ কোরোনা আক্রান্ত কালনা মহকুমার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের জাহান্নগড় গ্রামে ৷ গতকাল বিকেলে মহারাষ্ট্র থেকে ফেরা এক পরিযায়ী শ্রমিকের কোরোনা পজ়িটিভ ধরা পড়ে ৷

গত 19 মে থেকে নদীয়া শান্তিপুর হয়ে জাহান্নগড়ের বাড়ির কাছে একটি স্কুলে কোয়ারানটিন ছিলেন ওই ব্যক্তি ৷ গতকাল বিকেলে তাঁর কোরোনা পজ়িটিভ রিপোর্ট আসে । গতকাল রাতেই তাঁকে দুর্গাপুর কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে । পাশাপাশি, ওই ব্যক্তির সংস্পর্শে আসা বাকিদের কালনা হাসপাতালে লালারস টেস্টের জন্য পাঠানো হয়েছে ।

জাহান্নগড়ের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কোরোনা ধরা পড়ার কারণে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ ৷ পাশাপাশি বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের একের পর এক পজ়িটিভ রিপোর্ট আশায় আতঙ্কিত মানুষ । আজ পুলিশ ও প্রশাসনের উদ্যোগে বাঁশ দিয়ে গোটা এলাকাকে ঘিরে দেওয়া হয়েছে ৷ ওই এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.