ETV Bharat / state

কোরোনার জেরে বন্ধ তত্ত্ব আদান-প্রদান, মন খারাপ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

থাবা বসিয়েছে কোরোনা ৷ এবারে তাই মন খারাপ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ৷

author img

By

Published : Feb 16, 2021, 9:31 PM IST

বর্ধমান বিশ্ববিদ্যালয়
বর্ধমান বিশ্ববিদ্যালয়

বর্ধমান, 16 ফেব্রুয়ারি : কোরোনার কারণে এবার ফিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজো ৷ নিয়ম মেনে শুধুমাত্র পুজোর আয়োজন করা হয় ৷ কোরোনার কারণে এবার বন্ধ হয়ে যায় তত্ত্ব আদানপ্রদানও ৷

আরও পড়ুন : কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোয় চটুল গানের নাচ, 'খেলা হবে' স্লোগান

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে সরস্বতী পুজো মানেই শুভেচ্ছা বিনিময়ের দিন ৷ কড়া নিষেধাজ্ঞার কারণে সারা বছর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা একে অন্যের হস্টেলে প্রবেশ করতে পারে না । কিন্তু আজকের দিনে তাদের প্রবেশে অনুমতি দেওয়া হয় ৷ এমনকী দুই হস্টেলের মধ্যে তত্ত্ব আদানপ্রদানও করা হয় ৷ যার প্রস্তুতি শুরু হয়ে যায় মাস তিনেক আগে থেকে ৷ দিনরাত জেগে তত্ত্ব সাজানোয় মেতে থাকে পড়ুয়ারা ৷ পুজোর পরের দিন তত্ত্বের ডালি হাতে ঢাকের তালে তালে ছাত্রছাত্রীরা একে অন্যের হস্টেলে হাজির হয় । হস্টেলে প্রবেশের আগে চলে বরণ পর্ব ৷ সারাদিন খাওয়া-দাওয়া খুনসুটির সঙ্গে চলে হুল্লোড় । তারপর শুরু হয় আগামী বছরের জন্য দিনগোনা ।

ভিডিয়োতে শুনুন পড়ুয়াদের বক্তব্য

কিন্তু, এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন ৷ কোরোনার কারণে বন্ধ বিশ্ববিদ্যালয় ৷ বন্ধ রয়েছে হস্টেলও ৷ বাতিল সরস্বতী পুজোর সমস্ত অনুষ্ঠান । বন্ধ রাখা হয়েছে দীর্ঘদিন ধরে হয়ে আসা তত্ত্ব আদানপ্রদান অনুষ্ঠান । শুধুমাত্র কোনওরকমে পুজো করার জন্য কয়েকজন ছাত্রছাত্রী নিজেদের হস্টেলে ফিরেছে ।

বর্ধমান, 16 ফেব্রুয়ারি : কোরোনার কারণে এবার ফিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজো ৷ নিয়ম মেনে শুধুমাত্র পুজোর আয়োজন করা হয় ৷ কোরোনার কারণে এবার বন্ধ হয়ে যায় তত্ত্ব আদানপ্রদানও ৷

আরও পড়ুন : কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোয় চটুল গানের নাচ, 'খেলা হবে' স্লোগান

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে সরস্বতী পুজো মানেই শুভেচ্ছা বিনিময়ের দিন ৷ কড়া নিষেধাজ্ঞার কারণে সারা বছর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীরা একে অন্যের হস্টেলে প্রবেশ করতে পারে না । কিন্তু আজকের দিনে তাদের প্রবেশে অনুমতি দেওয়া হয় ৷ এমনকী দুই হস্টেলের মধ্যে তত্ত্ব আদানপ্রদানও করা হয় ৷ যার প্রস্তুতি শুরু হয়ে যায় মাস তিনেক আগে থেকে ৷ দিনরাত জেগে তত্ত্ব সাজানোয় মেতে থাকে পড়ুয়ারা ৷ পুজোর পরের দিন তত্ত্বের ডালি হাতে ঢাকের তালে তালে ছাত্রছাত্রীরা একে অন্যের হস্টেলে হাজির হয় । হস্টেলে প্রবেশের আগে চলে বরণ পর্ব ৷ সারাদিন খাওয়া-দাওয়া খুনসুটির সঙ্গে চলে হুল্লোড় । তারপর শুরু হয় আগামী বছরের জন্য দিনগোনা ।

ভিডিয়োতে শুনুন পড়ুয়াদের বক্তব্য

কিন্তু, এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন ৷ কোরোনার কারণে বন্ধ বিশ্ববিদ্যালয় ৷ বন্ধ রয়েছে হস্টেলও ৷ বাতিল সরস্বতী পুজোর সমস্ত অনুষ্ঠান । বন্ধ রাখা হয়েছে দীর্ঘদিন ধরে হয়ে আসা তত্ত্ব আদানপ্রদান অনুষ্ঠান । শুধুমাত্র কোনওরকমে পুজো করার জন্য কয়েকজন ছাত্রছাত্রী নিজেদের হস্টেলে ফিরেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.