ETV Bharat / state

চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার কনস্টেবল - চাকরির নামে প্রতারণার অভিযোগ

চাকরির নামে প্রতারণার অভিযোগে পুলিশের কনস্টেবল সহ দু'জনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ । ধৃতদের নাম গোপাল সিং ও হরেন্দ্র পাণ্ডে । অভিযুক্তদের আজ বর্ধমান আদালতে তোলা হয় । তাদের পাঁচদিনের পুলিশি হেপাজত দেন বিচারক ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 29, 2019, 10:54 PM IST

বর্ধমান, 29 অগাস্ট : সিভিক ভলান্টিয়ারের চাকরি করে দেবেন ৷ এই প্রতিশ্রুতি দিয়ে অমর হাজরা নামে এক ব্যক্তির কাছ থেকে তিন দফায় মোট 50 হাজার টাকা তুলেছিলেন এক পুলিশকর্মী ৷ কিন্তু আর চাকরি হয়নি, উলটে একের পর এক মিত্যে প্রতিশ্রুতি দেওয়া হয় ৷ ঘটনায় পুলিশের কনস্টেবল সহ দু'জনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ । ধৃতদের নাম গোপাল সিং ও হরেন্দ্র পাণ্ডে ।

অমর হাজরা নামে ওই ব্যক্তির কাছ থেকে তিন দফায় মোট 50 হাজার টাকা নিয়েছিল কনস্টেবল হরেন্দ্রনাথ পাণ্ডে ৷ ব্যক্তির অভিযোগ, প্রথমে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তিন মাস ট্র্যাফিক গার্ডের কাজ করিয়ে নেন হরেন্দ্রনাথ ৷ কিন্তু তার পরিবর্তে এক টাকাও বেতন দেওয়া হয়নি ৷ এরপর আবার ভুল বোঝানো হয় যে, তাঁকে ট্রেনিং করানো হবে ৷ বলা হয়, এই মর্মে পূর্ব বর্ধমান পুলিশ সুপারের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে ৷ ধীরে ধীরে সন্দেহ বাড়তে থাকে অমরের ৷ বুঝতে পারেন প্রতারিত হচ্ছেন ৷ গতকাল বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন তিনি ৷

তদন্তে নেমে বর্ধমানের কেশবগঞ্জ ফাঁড়ি থেকে হরেন্দ্র পান্ডেকে গ্রেপ্তার করে পুলিশ ৷ সেই সঙ্গে গোপাল সিং নামে আরও একজনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ৷ কিছু জাল নথিপত্রও উদ্ধার করা হয়েছে ৷ অভিযুক্তদের আজ বর্ধমান আদালতে তোলা হয় । তাদের পাঁচদিনের পুলিশি হেপাজত দেন বিচারক ৷

বর্ধমান, 29 অগাস্ট : সিভিক ভলান্টিয়ারের চাকরি করে দেবেন ৷ এই প্রতিশ্রুতি দিয়ে অমর হাজরা নামে এক ব্যক্তির কাছ থেকে তিন দফায় মোট 50 হাজার টাকা তুলেছিলেন এক পুলিশকর্মী ৷ কিন্তু আর চাকরি হয়নি, উলটে একের পর এক মিত্যে প্রতিশ্রুতি দেওয়া হয় ৷ ঘটনায় পুলিশের কনস্টেবল সহ দু'জনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ । ধৃতদের নাম গোপাল সিং ও হরেন্দ্র পাণ্ডে ।

অমর হাজরা নামে ওই ব্যক্তির কাছ থেকে তিন দফায় মোট 50 হাজার টাকা নিয়েছিল কনস্টেবল হরেন্দ্রনাথ পাণ্ডে ৷ ব্যক্তির অভিযোগ, প্রথমে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তিন মাস ট্র্যাফিক গার্ডের কাজ করিয়ে নেন হরেন্দ্রনাথ ৷ কিন্তু তার পরিবর্তে এক টাকাও বেতন দেওয়া হয়নি ৷ এরপর আবার ভুল বোঝানো হয় যে, তাঁকে ট্রেনিং করানো হবে ৷ বলা হয়, এই মর্মে পূর্ব বর্ধমান পুলিশ সুপারের কাছে একটি চিঠিও পাঠানো হয়েছে ৷ ধীরে ধীরে সন্দেহ বাড়তে থাকে অমরের ৷ বুঝতে পারেন প্রতারিত হচ্ছেন ৷ গতকাল বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন তিনি ৷

তদন্তে নেমে বর্ধমানের কেশবগঞ্জ ফাঁড়ি থেকে হরেন্দ্র পান্ডেকে গ্রেপ্তার করে পুলিশ ৷ সেই সঙ্গে গোপাল সিং নামে আরও একজনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ৷ কিছু জাল নথিপত্রও উদ্ধার করা হয়েছে ৷ অভিযুক্তদের আজ বর্ধমান আদালতে তোলা হয় । তাদের পাঁচদিনের পুলিশি হেপাজত দেন বিচারক ৷

Intro:চাকরির নামে টাকা নিয়ে ট্রাফিক গার্ডের কাজ করালো পুলিশ,গ্রেফতার কনস্টেবল

পুলক যশ, বর্ধমান

চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক পুলিশের কনস্টেবল সহ দুইজনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন গোপাল সিংহ ও হরেন্দ্র পান্ডে।
পুলিশ সূত্রে জানা গেছে গতকাল 28 আগস্ট অমর হাজরা নামে এক ব্যক্তি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন৷ তিনি লিখিত ভাবে জানান হরেন্দ্র নাথ পান্ডে নামে ওই পুলিশের কনস্টেবল চাকরি দেওয়ার নাম করে তিন দফায় তার কাছ থেকে মোট 50 হাজার টাকা নেয়। তাকে সিভিক ভলান্টিয়ার পোস্টে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন হরেন্দ্র নাথ পান্ডে। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তাকে তিন মাসের জন্য ট্রাফিক গার্ড হিসেবে কাজ করিয়ে নেয়। কিন্তু বিনিময়ে এক টাকাও দেয় নি। এমনকি তাকে ভুল বোঝানোর ট্রেনিং করানো হবে এই মর্মে পূর্ব বর্ধমান পুলিশ সুপারের কাছে একটি লেটারও পাঠায়। পরে যখন ওই ব্যক্তি বুঝতে পারেন তাকে তার কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করা হচ্ছে তিনি তখন বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে বর্ধমানের কেশবগঞ্জ ফাঁড়ি থেকে হরেন্দ্র পান্ডে কে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে গোপাল সিং কে তার পুলিশ লাইনের মালঞ্চের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে পুলিশ কিছু জাল নথিপত্র উদ্ধার করেছে। বর্ধমান থানার পুলিশের পক্ষ থেকে পাঁচদিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে।Body:চাকরি Conclusion:দেওয়ার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.