বর্ধমান, 7 সেপ্টেম্বর: 'ভারত জোড়ো' যাত্রার বর্ষপূর্তি উপলক্ষে বর্ধমানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার ৷ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য ৷ এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, "26 দলের 'ইন্ডিয়া' জোটকে ভয় পেয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাই তিনি দেশের নাম ইন্ডিয়া বাদ দিয়ে শুধু ভারত রাখতে চাইছেন ।"
তিনি আরও বলেন, "দেশের বিভিন্ন প্রান্তে 26টি অ-বিজেপি দল নিয়ে গঠিত বিরোধী জোট ঐক্যবদ্ধ হয়ে 'ইন্ডিয়া' তৈরি করেছে । যারা আগামিদিনে নতুন ভারতবর্ষকে পথ দেখাবে। সেই জোট রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে । তিনি এতটাই ভয় পেয়েছেন যে দেশের নাম 'ইন্ডিয়া' বদলে ফেলতে চেয়েছেন। এটা হাস্যকর।"
এদিন তিনি জানান, গত বছর 7 সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল কংগ্রসের 'ভারত জোড়ো যাত্রা'। তার এক বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে । সেই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের ছোট ছোট পদযাত্রার আয়োজন করা হয়েছে ৷ তার মাধ্যমে দেশবাসীর কাছে বার্তা পৌঁছে দেওয়াই উদ্দেশ্য, ঘৃণা নয় ভালোবাসাই ভারতের পথ । সেই ভালোবাসা নিয়েই 26টি দল নিয়ে 'ইন্ডিয়া' গঠিত হয়েছে । আগামী দিনে এই 26টি দল নতুন ভারতবর্ষ তৈরি করবে বলেও জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। যা বিভাজনের রাজনীতি শেষ করে দেবে ।
আরও পড়ুন: 'এই লড়াইয়ে পাশে দাঁড়ান', রাহুলের 'শাস্তি'র পর বার্তা প্রদীপের
প্রদীপ ভট্টাচার্য আরও উল্লেখ করে বলেন, "ভয় পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সামনেই পোস্ট অফিস আছে । সেখানে কোন খাম দেখলেই দেখা যাবে On Govt. Of India service. লেখা ৷ কেউ যখন কেন্দ্রের কোনও চাকরি পায় তখন অন গর্ভমেন্ট অফ ইন্ডিয়ার নোটিফিকেশন থাকে । আমরা ইংরাজিতে ইন্ডিয়া বলি আর বাংলায় বলি ভারত। তফাৎ তো কিছুই নেই। যেহেতু 26টি দল জোটবদ্ধ হয়ে ইন্ডিয়া তৈরি করেছে তাই ভয় পেয়ে সংকুচিত হয়ে গিয়েছে ৷ মনে করেছে এই নাম মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে তাই ভারতের কথা বলছেন ।"