মন্তেশ্বর, 17 জুন : "মন্তেশ্বরে 187 টি গ্রামের 13টি পঞ্চায়েত আছে । এই পঞ্চায়েতে যে টাকা আসছে তা লুট হয়ে যাচ্ছে । গড়ে প্রায় 5 কোটি টাকা লুট হচ্ছে । এই লুটের সঙ্গে শুধুমাত্র রাজনৈতিক দলের নেতারা জড়িত নন । এরসঙ্গে মন্তেশ্বরের BDO-ও জড়িত আছেন । BDO কে আমি লুটের বিষয়ে চিঠি লিখে সব জানিয়েছিলাম । কিন্তু উনি সেই চিঠিকে গুরুত্ব না দিয়ে চোরেদের সমর্থন করে গেছেন ।" মন্তেশ্বরে BDO-র বিরুদ্ধে এমনই তোলাবাজির অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক ।
তিনি বলেন, "100 দিনের কাজের ক্ষেত্রেও পঞ্চায়েত প্রধানরা টাকা লুট করেন । 100 দিনের কাজকে 125 থেকে 135 দিনের কাজ বলে উল্লেখ করছেন । পাশাপাশি তেঁতুলিয়া সন্নিহিত এলাকায় রমরমিয়ে চলছে আফিমের চাষ । এই ঘটনার সঙ্গে প্রশাসন এবং পুলিশ ভালোভাবে ওয়াকিবহল । তাই আফিম চাষ করে কেউ কখনও ধরা পড়েন না । এদের সঙ্গে স্থানীয় দুষ্কৃতী ও রাজনৈতিক মাথারাও জড়িত । এই আফিম বিক্রি এখন কয়েক লাখ টাকা ছাড়িয়ে গেছে । এবং আফিমের পাশাপাশি স্ট্রিট হিরোইনের ব্যবসাও রমরমিয়ে চলছে । এর ফলে মন্তেশ্বরের প্রতিটি এলাকার মানুষ নেশায় আশক্ত হয়ে পড়ছেন । এই ঘটনায় পুলিশের কোনওরকম হেলদোল নেই ।"
দেবপ্রিয়বাবু বলেন, "কেউ BJP-র সমর্থক বা অন্য কোন কর্মী হলেই তাঁকে নানাভাবে অপদস্ত করা হচ্ছে । BDO, পুলিশ নানাভাবে সাধারণ মানুষকে হেনস্থা করে চলেছেন । আমরা মনে করছি এখন সময় এসেছে এর প্রতিবাদ করার ।"