ETV Bharat / state

মন্তেশ্বরের BDO-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ খাদ্যমন্ত্রীর দাদার

"পঞ্চায়েতে যে টাকা আসছে তা লুট হয়ে যাচ্ছে । এই লুটের সঙ্গে শুধুমাত্র রাজনৈতিক দলের নেতারা জড়িত নন । এর সঙ্গে মন্তেশ্বরের BDO-ও জড়িত আছে ।" মন্তেশ্বরে BDO-র বিরুদ্ধে এমনই তোলাবাজির অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক ।

খাদ্যমন্ত্রীর দাদা
author img

By

Published : Jun 17, 2019, 9:16 AM IST

Updated : Jun 17, 2019, 9:52 AM IST

মন্তেশ্বর, 17 জুন : "মন্তেশ্বরে 187 টি গ্রামের 13টি পঞ্চায়েত আছে । এই পঞ্চায়েতে যে টাকা আসছে তা লুট হয়ে যাচ্ছে । গড়ে প্রায় 5 কোটি টাকা লুট হচ্ছে । এই লুটের সঙ্গে শুধুমাত্র রাজনৈতিক দলের নেতারা জড়িত নন । এরসঙ্গে মন্তেশ্বরের BDO-ও জড়িত আছেন । BDO কে আমি লুটের বিষয়ে চিঠি লিখে সব জানিয়েছিলাম । কিন্তু উনি সেই চিঠিকে গুরুত্ব না দিয়ে চোরেদের সমর্থন করে গেছেন ।" মন্তেশ্বরে BDO-র বিরুদ্ধে এমনই তোলাবাজির অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি বলেন, "100 দিনের কাজের ক্ষেত্রেও পঞ্চায়েত প্রধানরা টাকা লুট করেন । 100 দিনের কাজকে 125 থেকে 135 দিনের কাজ বলে উল্লেখ করছেন । পাশাপাশি তেঁতুলিয়া সন্নিহিত এলাকায় রমরমিয়ে চলছে আফিমের চাষ । এই ঘটনার সঙ্গে প্রশাসন এবং পুলিশ ভালোভাবে ওয়াকিবহল । তাই আফিম চাষ করে কেউ কখনও ধরা পড়েন না । এদের সঙ্গে স্থানীয় দুষ্কৃতী ও রাজনৈতিক মাথারাও জড়িত । এই আফিম বিক্রি এখন কয়েক লাখ টাকা ছাড়িয়ে গেছে । এবং আফিমের পাশাপাশি স্ট্রিট হিরোইনের ব্যবসাও রমরমিয়ে চলছে । এর ফলে মন্তেশ্বরের প্রতিটি এলাকার মানুষ নেশায় আশক্ত হয়ে পড়ছেন । এই ঘটনায় পুলিশের কোনওরকম হেলদোল নেই ।"

দেবপ্রিয়বাবু বলেন, "কেউ BJP-র সমর্থক বা অন্য কোন কর্মী হলেই তাঁকে নানাভাবে অপদস্ত করা হচ্ছে । BDO, পুলিশ নানাভাবে সাধারণ মানুষকে হেনস্থা করে চলেছেন । আমরা মনে করছি এখন সময় এসেছে এর প্রতিবাদ করার ।"

মন্তেশ্বর, 17 জুন : "মন্তেশ্বরে 187 টি গ্রামের 13টি পঞ্চায়েত আছে । এই পঞ্চায়েতে যে টাকা আসছে তা লুট হয়ে যাচ্ছে । গড়ে প্রায় 5 কোটি টাকা লুট হচ্ছে । এই লুটের সঙ্গে শুধুমাত্র রাজনৈতিক দলের নেতারা জড়িত নন । এরসঙ্গে মন্তেশ্বরের BDO-ও জড়িত আছেন । BDO কে আমি লুটের বিষয়ে চিঠি লিখে সব জানিয়েছিলাম । কিন্তু উনি সেই চিঠিকে গুরুত্ব না দিয়ে চোরেদের সমর্থন করে গেছেন ।" মন্তেশ্বরে BDO-র বিরুদ্ধে এমনই তোলাবাজির অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি বলেন, "100 দিনের কাজের ক্ষেত্রেও পঞ্চায়েত প্রধানরা টাকা লুট করেন । 100 দিনের কাজকে 125 থেকে 135 দিনের কাজ বলে উল্লেখ করছেন । পাশাপাশি তেঁতুলিয়া সন্নিহিত এলাকায় রমরমিয়ে চলছে আফিমের চাষ । এই ঘটনার সঙ্গে প্রশাসন এবং পুলিশ ভালোভাবে ওয়াকিবহল । তাই আফিম চাষ করে কেউ কখনও ধরা পড়েন না । এদের সঙ্গে স্থানীয় দুষ্কৃতী ও রাজনৈতিক মাথারাও জড়িত । এই আফিম বিক্রি এখন কয়েক লাখ টাকা ছাড়িয়ে গেছে । এবং আফিমের পাশাপাশি স্ট্রিট হিরোইনের ব্যবসাও রমরমিয়ে চলছে । এর ফলে মন্তেশ্বরের প্রতিটি এলাকার মানুষ নেশায় আশক্ত হয়ে পড়ছেন । এই ঘটনায় পুলিশের কোনওরকম হেলদোল নেই ।"

দেবপ্রিয়বাবু বলেন, "কেউ BJP-র সমর্থক বা অন্য কোন কর্মী হলেই তাঁকে নানাভাবে অপদস্ত করা হচ্ছে । BDO, পুলিশ নানাভাবে সাধারণ মানুষকে হেনস্থা করে চলেছেন । আমরা মনে করছি এখন সময় এসেছে এর প্রতিবাদ করার ।"

Intro:পুলিশ ও বিডিওর মদতে চলছে তোলাবাজি, বিস্ফোরক খাদ্যমন্ত্রীর দাদা


সন্তোষ দাস, মন্তেশ্বর

পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে সরব হলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক। তিনি বলেন মন্তেশ্বরের বিডিও ও মন্তেশ্বর থানার পুলিশ রীতিমতো তোলাবাজি করছেন। কেউ বিজেপির সমর্থক বা কর্মী হলেই তাকে নানাভাবে অপদস্ত করা হচ্ছে। মন্তেশ্বর এলাকায় আজ ক্রিমিনালরাই সম্মানীয় ব্যক্তি বলে প্রতিপন্ন হচ্ছেন। প্রশাসনকে একহাত নিয়ে বলেন, ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে সাধারণ মানুষের কাছে মোটা টাকা আদায় করা হচ্ছে।তেঁতুলিয়া এলাকায় রমরমিয়ে চলছে আফিমের চাষ। ১০০ দিনের কাজকে ১২৫ থেকে ১৩৫ দিনের কাজ বলে উল্লেখ করা হচ্ছে।অথচ বিডিও চোরেদের চিঠিকে সমর্থন করছে। পঞ্চায়েতের টাকা লুঠে অন্যতম হাত আছে বিডিওর। মন্তেশ্বর বাসীকে গর্জে ওঠার আহ্বান করেন তিনি।Body:পুলিশ ও বিডিওর মদতে Conclusion:চলছে তোলাবাজি
Last Updated : Jun 17, 2019, 9:52 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.