হাসনাবাদ , 30 এপ্রিল : কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে ৷ হাসনাবাদের নাদানঘাট থানার শাহজাদপুর এলাকার ঘটনা ৷ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নাদানঘাট থানার পুলিশ ৷
হাসনাবাদ থানার বট গাছিয়ার বাসিন্দা ওই অভিযুক্ত পেশায় গাড়িচালক ৷ ওই কিশোরীর মায়ের সঙ্গে তার পাঁচ বছর আগে বিয়ে হয় ৷ অভিযোগ , ওই কিশোরীকে আগেও যৌন হেনস্থা করেছে সে ৷ লকডাউনের আগে তারা ওই কিশোরীর মাসির বাড়ি শাহজাদপুরে বেড়াতে আসে ৷ কিন্তু লকডাউনের কারণে ওখানেই আটকে যায় ৷ গতকাল মাসির বাড়িতে ফের কিশোরীকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ ৷ পরে ওই কিশোরী বিষয়টি সকলকে জানালে গ্রামবাসীদের সাহায্যে তার মা ও পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় ৷
আজ ওই অভিযুক্তকে কালনা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন । পাশাপাশি , আজ কালনা মহকুমা হাসপাতালে ওই কিশোরীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে ৷