ETV Bharat / state

ভাতারে এক ড্রাম বোমা উদ্ধার - ভাতারে বোমা

ভাতারের এডুয়ার গ্রাম থেকে এক ড্রাম বোমা উদ্ধার করল পুলিশ ৷ এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-BJP চাপানউতোর ৷

bombs recovered at Bhatar
ভাতারে বোমা উদ্ধার
author img

By

Published : Jun 5, 2020, 8:41 PM IST

ভাতার, 5 জুন: ভাতারের এড়ুয়ার গ্রামে উদ্ধার হল এক ড্রাম বোমা । পরে বোম স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। তৃণমূলের অভিযোগ, BJP-ই চক্রান্ত করে বোমা মজুত করেছে। যদিও BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এড়ুয়ার গ্রামে বোমা তৈরি হচ্ছে । এই অভিযোগ পুলিশের কাছে বেশ কিছুদিন আগেই জমা পড়েছিল । অভিযোগ পেয়ে গ্রামে একদফা তল্লাশি চালায় পুলিশ ৷ তিনদিন আগে তিনজনকে গ্রেপ্তারও করা হয় । তাদের নাম লক্ষ্মণ হেমব্রম, রাজা হাঁসদা ও সুশীল মাঝি। লক্ষ্মণ হেমব্রমকে জেরা করে পুলিশ জানতে পারে, এড়ুয়ার গ্রামে বোমা মজুত করা হয়েছে । শুক্রবার সেইমতো ওই গ্রামে তল্লাশি চালিয়ে ধামাসের পাড় এলাকা থেকে এক ড্রাম বোমা উদ্ধার করা হয় ।

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা মানগোবিন্দ অধিকারী বলেন, "আমাকে খুন করার জন্যই BJP গ্রামে বোমা মজুত করে চক্রান্ত করছিল।" যদিও BJP-র পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাদের বক্তব্য, ভাতারে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েছে ৷ তারা নিজেরাই বোমা মজুত করে অশান্তি করার পরিকল্পনা করেছিল ।

ভাতার, 5 জুন: ভাতারের এড়ুয়ার গ্রামে উদ্ধার হল এক ড্রাম বোমা । পরে বোম স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। তৃণমূলের অভিযোগ, BJP-ই চক্রান্ত করে বোমা মজুত করেছে। যদিও BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এড়ুয়ার গ্রামে বোমা তৈরি হচ্ছে । এই অভিযোগ পুলিশের কাছে বেশ কিছুদিন আগেই জমা পড়েছিল । অভিযোগ পেয়ে গ্রামে একদফা তল্লাশি চালায় পুলিশ ৷ তিনদিন আগে তিনজনকে গ্রেপ্তারও করা হয় । তাদের নাম লক্ষ্মণ হেমব্রম, রাজা হাঁসদা ও সুশীল মাঝি। লক্ষ্মণ হেমব্রমকে জেরা করে পুলিশ জানতে পারে, এড়ুয়ার গ্রামে বোমা মজুত করা হয়েছে । শুক্রবার সেইমতো ওই গ্রামে তল্লাশি চালিয়ে ধামাসের পাড় এলাকা থেকে এক ড্রাম বোমা উদ্ধার করা হয় ।

এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা মানগোবিন্দ অধিকারী বলেন, "আমাকে খুন করার জন্যই BJP গ্রামে বোমা মজুত করে চক্রান্ত করছিল।" যদিও BJP-র পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাদের বক্তব্য, ভাতারে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েছে ৷ তারা নিজেরাই বোমা মজুত করে অশান্তি করার পরিকল্পনা করেছিল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.