ETV Bharat / state

মেমারিতে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

গতকাল চারটে বোমা উদ্ধার করা হয় মেমারির বোহার গ্রামের একটি জমি থেকে ৷ এদিকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে । বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে ।

মেমারিতে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মেমারিতে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য
author img

By

Published : May 16, 2021, 6:38 AM IST

মেমারি, 16 মে : বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের মেমারি 2 ব্লকের বোহার গ্রামে । শনিবার বিকেলে বোহারের বড় টিকাইপুর এলাকায় একটা মাঠের মধ্যে চারটে বোমা পড়ে থাকতে দেখে এক কিশোরী । সে স্থানীয়দের জানালে মেমারি থানায় খবর দেওয়া হয় । এরপর পুলিশ গিয়ে জায়গাটি ঘিরে রাখে এবং বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় । আজ বোমাগুলো নিষ্ক্রিয় করা হবে বলে পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন : শহর থেকে মফঃস্বল, সব ভিড় মিশল মদের দোকানে


এদিকে বোমা উদ্ধারের পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালটা দাবি করা হয়েছে বোমাগুলি যে জমিতে পাওয়া গেছে সেই জমির মালিক বিজেপি নেতা প্রশান্ত মাণ্ডি । বিজেপির দুষ্কৃতীরাই এলাকায় গণ্ডগোল করার উদ্দেশ্যে বোমা মজুত করেছিল । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ ৷

মেমারি, 16 মে : বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের মেমারি 2 ব্লকের বোহার গ্রামে । শনিবার বিকেলে বোহারের বড় টিকাইপুর এলাকায় একটা মাঠের মধ্যে চারটে বোমা পড়ে থাকতে দেখে এক কিশোরী । সে স্থানীয়দের জানালে মেমারি থানায় খবর দেওয়া হয় । এরপর পুলিশ গিয়ে জায়গাটি ঘিরে রাখে এবং বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় । আজ বোমাগুলো নিষ্ক্রিয় করা হবে বলে পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন : শহর থেকে মফঃস্বল, সব ভিড় মিশল মদের দোকানে


এদিকে বোমা উদ্ধারের পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা । স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালটা দাবি করা হয়েছে বোমাগুলি যে জমিতে পাওয়া গেছে সেই জমির মালিক বিজেপি নেতা প্রশান্ত মাণ্ডি । বিজেপির দুষ্কৃতীরাই এলাকায় গণ্ডগোল করার উদ্দেশ্যে বোমা মজুত করেছিল । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.