বর্ধমান, 2 মে : রাজ্যজুড়ে বিজেপির জেলা সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে । বর্ধমান জেলার জন্য পিন্টু শ্যামকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে (BJP Workers Protest) । এরপরেই জেলা জুড়ে শুরু হয়েছে বিজেপি কর্মীদের বিক্ষোভ । তাঁদের অভিযোগ, একজন চরিত্রহীন ও লম্পটকে জেলা সহ-সভাপতি করা হয়েছে । এমন ব্যক্তির সঙ্গে কোনওভাবে তাঁরা কাজ করবেন না বলেও হুশিয়ার দেন কর্মী-সমর্থকরা । পাশাপাশি প্রতিবাদে বিক্ষোভেও সরব হয়েছে তাঁরা ।
আরও পড়ুন : Cooch Behar TMC : 'আমাকে ল্যাং মেরেছে', নাম না করে পার্থ-কে আক্রমণ রবীন্দ্রনাথের
যুব সদস্য রাজু দাস বলেন, "আমরা যুব কার্যকর্তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি । আমরা দল ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি । দল যাকে ইচ্ছা যুব সভাপতি নির্বাচিত করতেই পারে । যে পিন্টু শ্যামকে জেলা সহ-সভাপতি করা হয়েছে তাঁর বাড়ি বর্ধমানে নয়, খণ্ডঘোষে। সেখানে তাঁর বিরুদ্ধে বালি পাচার থেকে নারীঘটিত বিভিন্ন অভিযোগ রয়েছে । শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টারও অভিযোগ আছে । কোনওরকমে সে পালিয়ে বাঁচছে । বিধানসভা ভোটে দলের ভরাডুবির পর কার্যকর্তারা অনেকেই ঘরছাড়া ৷ দল তাঁদের ফেরানোর কোনও ভূমিকা নেয়নি । আমরা পিন্টুকে কোনওভাবেই মানব না ৷"
বিজেপির জেলা সভাপতি অভিজিৎবাবু বলেন, "জেলা সহ-সভাপতি নির্বাচন আমাদের হাতে নেই । দলের সদস্যদের তা মেনে নেওয়া উচিত । ক্ষোভ থাকতেই পারে । কিন্তু দলের সিদ্ধান্ত সকলেরই মেনে নেওয়া উচিত ।"