ETV Bharat / state

বর্ধমানে BJP কর্মীদের মারধর, অভিযুক্ত তৃণমূল

বর্ধমান-দুর্গাপুরের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে ফেস্টুন ও ব্যানার লাগানোয় BJP-র বুথ সভাপতি সহ বেশ কয়েকজন কর্মীকে বন্দুকের বাঁট ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে । পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ঘটনা ।

আহত BJP কর্মী
author img

By

Published : Apr 22, 2019, 11:10 AM IST

মন্তেশ্বর, 22 এপ্রিল : BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে ফেস্টুন ও ব্যানার লাগানোয় কয়েকজন কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে । বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয় । অভিযোগ, এরপর BJP বুথ সভাপতি সহ বেশকয়েকজন BJP কর্মীদের ফের মারধর করে তৃণমূল কর্মীরা । তৃণমূল কর্মীরা তাদের বাড়িতে গিয়েও হামলা করে বলে অভিযোগ । পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ঘটনা ।

শনিবার দলীয় প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে মন্তেশ্বরে ফেস্টুন ও ব্যানার লাগাচ্ছিলেন BJP কর্মীরা । সেইসময় তৃণমূল কর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ । বিষয়টি তারা গতকাল নির্বাচন কমিশনকে জানান । অভিযোগ, এরপর ফের তৃণমূল কর্মীরা তাঁদের বাড়িতে গিয়ে হামলা চালায় । তাঁদের বন্দুকের বাঁট ও লাঠি দিয়ে মারধর করে । মারধরের পর তাঁদের বাড়ি থেকে না বেরোতেও হুমকি দেয় তারা । পরে BJP-র রাজ্য নেতা অনিন্দ্য গোপাল মিত্র ও সাক্ষীগোপাল ঘোষ তাদের বাড়ি থেকে জখম অবস্থায় উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে ভরতি করেন।

অনিন্দ্য গোপাল মিত্র বলেন, "শনিবার আমাদের কর্মীদের মারধর করে তৃণমূল কর্মীরা । বিষয়টি আমরা নির্বাচন কমিশন ও পুলিশকে জানাই । গতকাল সকালে নির্বাচন কমিশনের প্রতিনিধি মন্তেশ্বরের তুল্য ভাণ্ডারপুরে গিয়ে আমাদের কর্মীদের সঙ্গে কথা বলেন । এরপরে বিকালে আমাদের বুথ সভাপতি অপূর্ব দাসকে মারধর করেন তৃণমূলের কর্মীরা । তারা আমাদের কর্মী একবাল কাসেম শেখ ও তার মা কোহিনূর শেখের বাড়িতে গিয়ে মারধর করে ।"

মন্তেশ্বর, 22 এপ্রিল : BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে ফেস্টুন ও ব্যানার লাগানোয় কয়েকজন কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে । বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয় । অভিযোগ, এরপর BJP বুথ সভাপতি সহ বেশকয়েকজন BJP কর্মীদের ফের মারধর করে তৃণমূল কর্মীরা । তৃণমূল কর্মীরা তাদের বাড়িতে গিয়েও হামলা করে বলে অভিযোগ । পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের ঘটনা ।

শনিবার দলীয় প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে মন্তেশ্বরে ফেস্টুন ও ব্যানার লাগাচ্ছিলেন BJP কর্মীরা । সেইসময় তৃণমূল কর্মীরা তাদের মারধর করে বলে অভিযোগ । বিষয়টি তারা গতকাল নির্বাচন কমিশনকে জানান । অভিযোগ, এরপর ফের তৃণমূল কর্মীরা তাঁদের বাড়িতে গিয়ে হামলা চালায় । তাঁদের বন্দুকের বাঁট ও লাঠি দিয়ে মারধর করে । মারধরের পর তাঁদের বাড়ি থেকে না বেরোতেও হুমকি দেয় তারা । পরে BJP-র রাজ্য নেতা অনিন্দ্য গোপাল মিত্র ও সাক্ষীগোপাল ঘোষ তাদের বাড়ি থেকে জখম অবস্থায় উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে ভরতি করেন।

অনিন্দ্য গোপাল মিত্র বলেন, "শনিবার আমাদের কর্মীদের মারধর করে তৃণমূল কর্মীরা । বিষয়টি আমরা নির্বাচন কমিশন ও পুলিশকে জানাই । গতকাল সকালে নির্বাচন কমিশনের প্রতিনিধি মন্তেশ্বরের তুল্য ভাণ্ডারপুরে গিয়ে আমাদের কর্মীদের সঙ্গে কথা বলেন । এরপরে বিকালে আমাদের বুথ সভাপতি অপূর্ব দাসকে মারধর করেন তৃণমূলের কর্মীরা । তারা আমাদের কর্মী একবাল কাসেম শেখ ও তার মা কোহিনূর শেখের বাড়িতে গিয়ে মারধর করে ।"

Intro:ভাঙল রেলের প্যান্ট্রোগ্রাফ, ব্যাহত ট্রেন চলাচল

পুলক যশ, বর্ধমান

বর্ধমান হাওড়া লাইনের কর্ড লাইন শাখায় রেলের পেন্ট্রোগ্রাফ ভেঙে যাওয়ায় ব্যাহত হল কর্ড লাইন শাখায় ট্রেন চলাচল। আজ সকালের দিকে শক্তিগড়ের কাছে ঘটনাটি ঘটে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ কর্ড লাইন ট্রেন চলাচল ব্যাহত হয়। যদিও রেল সূত্রে জানা গেছে একটা লাইন বন্ধ করে অন্য লাইন দিয়ে সমস্ত থেকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। কোন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।
রেল সূত্রে জানা গেছে শনিবার সকালের দিকে বর্ধমান হাওড়া কর্ড লাইন শাখায় শক্তিগড় আছে রেলের পেন্টোগ্রাফ ভেঙে যায়। এর জেরে ওই লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রীরা চরম সমস্যায় পড়ে যায়। পরে রেলের কর্মীরা সেখানে গিয়ে দ্রুত মেরামতের ব্যবস্থা করে।
বর্ধমান স্টেশনের স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী সকালের দিকে কর্ড লাইন শাখায় পেন্ট্রোগ্রাফ ভেঙে যাওয়াতে একটি ট্রেন আটকে যায়। তবে অন্য লাইন খালি থাকায় অন্যান্য ট্রেন কে সেই লাইন দিয়ে পার করিয়ে দেওয়া হয়েছে। ট্রেন চলাচলে কোনো সমস্যা দেখা যায়নি।Body:ভাঙল রেলের প্যান্ট্রোগ্রাফConclusion:বন্ধ ট্রেন চলাচল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.