ETV Bharat / state

'জয় শ্রীরাম' বলায় BJP কর্মীকে মারধর, পালটা তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর - MLA

জয় শ্রীরাম বলায় BJP কর্মীকে তৃণমূলের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । কার্যালয় ভাঙচুরের পালটা অভিযোগ তৃণমূলের ।

তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর
author img

By

Published : Jun 18, 2019, 11:36 AM IST

শক্তিগড়, 18 জুন : জয় শ্রীরাম বলায় BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । অন্যদিকে, BJP আশ্রিত দুষ্কৃতীরা তাদের কার্যালয় ভাঙচুর করেছে বলে তৃণমূল পালটা অভিযোগ করে । ঘটনাটি পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরের । খবর পেয়ে ঘটনাস্থানে আসে শক্তিগড় থানার পুলিশ ।

BJP যুবনেতা শ্যামল রায় বলেন, "আজ হাট বসেছিল । সেখানে দু'জন BJP কর্মী নিজেদের মধ্যে জয় শ্রীরাম ধ্বনি দেয়। এর পরই তাদের এক জনকে তৃণমূল তুলে নিয়ে যায় । মারধর করে ।'' পাশাপাশি, তৃণমূলের কার্যালয়ে হামলা হয়নি বলেও দাবি করেছে BJP ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক নিশীথ মালিক বলেন, "এটা সম্পূর্ণ মিথ্যে কথা । যদি প্রমাণ করতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব । গতকাল হাটগোবিন্দপুরের দলীয় কার্যালয়ে তৃণমূলের বৈঠক ছিল । সেই বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পর BJP আশ্রিত দুষ্কৃতীরা হঠাৎ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে । তবে জয় শ্রীরাম বলা নিয়ে কোনও ঘটনা ঘটেনি । আমাদের তিনজন অঞ্চল সভাপতি ও দু'জন কর্মীকে মরাধর করেছে ।"

শক্তিগড়, 18 জুন : জয় শ্রীরাম বলায় BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । অন্যদিকে, BJP আশ্রিত দুষ্কৃতীরা তাদের কার্যালয় ভাঙচুর করেছে বলে তৃণমূল পালটা অভিযোগ করে । ঘটনাটি পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরের । খবর পেয়ে ঘটনাস্থানে আসে শক্তিগড় থানার পুলিশ ।

BJP যুবনেতা শ্যামল রায় বলেন, "আজ হাট বসেছিল । সেখানে দু'জন BJP কর্মী নিজেদের মধ্যে জয় শ্রীরাম ধ্বনি দেয়। এর পরই তাদের এক জনকে তৃণমূল তুলে নিয়ে যায় । মারধর করে ।'' পাশাপাশি, তৃণমূলের কার্যালয়ে হামলা হয়নি বলেও দাবি করেছে BJP ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক নিশীথ মালিক বলেন, "এটা সম্পূর্ণ মিথ্যে কথা । যদি প্রমাণ করতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব । গতকাল হাটগোবিন্দপুরের দলীয় কার্যালয়ে তৃণমূলের বৈঠক ছিল । সেই বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পর BJP আশ্রিত দুষ্কৃতীরা হঠাৎ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে । তবে জয় শ্রীরাম বলা নিয়ে কোনও ঘটনা ঘটেনি । আমাদের তিনজন অঞ্চল সভাপতি ও দু'জন কর্মীকে মরাধর করেছে ।"

Intro:জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে বিজেপি কর্মীকে মারধর, তৃণমূলের অফিস ভাঙচুর

সন্তোষ দাস, বর্ধমান


জয় শ্রীরাম বলে সম্বোধন করায় এক বিজেপি কর্মীকে তৃণমূলের দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এর পরেই প্রতিবাদ জানিয়ে বিজেপি কর্মী এবং গ্রামবাসীরা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমান জেলার হাট গোবিন্দপুরে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে বিজেপি কর্মী তথা স্থানীয় গ্রামবাসীকে মারধর করার প্রতিবাদে গ্রামবাসীরা প্রতিরোধ করতে সেখানে গেলে গন্ডগোলের সৃষ্টি হয়। এর সঙ্গে বিজেপির কোন যোগ নেই। খবর পেয়ে শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

বিজেপি যুব নেতা শ্যামল রায় বলেন আজ গোবিন্দপুরে হাট বার ছিল। সেখানে দুই বিজেপি কর্মী নিজেদের মধ্যে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে সম্বোধন করায় তৃণমূলের এক দুষ্কৃতী তাদের মধ্যে একজনকে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে আটকে রেখে বেধড়ক মারধর করে। সেই খবর গ্রামে পৌঁছাতেই গ্রামবাসীরা ওই অফিসে গিয়ে ঘটনার প্রতিবাদ করতে গেলে গন্ডগোল বেঁধে যায়। কোন বিজেপি কর্মী ওই অফিসে গিয়ে কোনো হামলা করেনি।


বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নিশীথ মালিক বলেন সোমবার বেলায় হাটগোবিন্দপুরের দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের বৈঠক ছিল। সেই বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পর বিজেপি দুষ্কৃতীরা হঠাৎ করে সেই অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে।তবে জয় শ্রীরাম কে কেন্দ্র করে কোন ঘটনা ঘটেনি।Body:জয় শ্রীরাম বলাকে কেন্দ্র Conclusion:করে গন্ডগোল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.