ETV Bharat / state

বিজেপি ক্ষমতায় এলে সুবিচার পাবে বাংলার কৃষকরা, দাবি নাড্ডার - BJP President

বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিন তিনি সভা করেন কাটোয়ায়। সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কৃষকদের উপর বঞ্চনার অভিযোগ তোলেন। বিজেপির হয়ে কিষান সুরক্ষা কর্মসূচিরও সূচনা করেন।

BJP will give justice to bengal's farmer after they came to power : nadda
বিজেপি ক্ষমতায় এলে সুবিচার পাবে বাংলার কৃষকরা, দাবি নাড্ডার
author img

By

Published : Jan 9, 2021, 2:41 PM IST

কাটোয়া, 9 জানুয়ারি : বাংলার কৃষকদের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বঞ্চনা করছে। শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় দলের সভা থেকে এই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। একই সঙ্গে তিনি এদিন কৃষকদের জন্য একটি কর্মসূচিরও আয়োজন করেন।

এদিন কাটোয়ায় পৌঁছে আগে স্থানীয় রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তার পর সেখান থেকে তিনি যান কাটোয়ার সভায়। ওই সভায় নাড্ডা সূচনা করেন বিজেপির কিষান সুরক্ষা কর্মসূচির। আর তার পর বক্তৃতা দিতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন।

আর এই সমালোচনা করতে গিয়ে তিনি ফের তুলে আনেন প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধির কথা। ওই প্রকল্প বাংলায় চালু করতে না দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে করছে বিজেপি। সম্প্রতি প্রকল্প বাংলায় চালু করার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কিন্তু এটা তিনি অনেক দেরিতে করলেন বলে নাড্ডার দাবি। তাঁর কথায়, "এখন আর মমতার প্রায়শ্চিত করে লাভ নেই। কারণ, বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির সরকার আনতে বদ্ধ পরিকর।"

এদিকে এদিন যে কিষান সুরক্ষা কর্মসূচির সূচনা তিনি করেছেন, তাতে বাড়ি বাড়ি গিয়ে চাল সংগ্রহ করে বিজেপি। নাড্ডাও এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এরপর তিনি চলে যাবেন বর্ধমানে দলের ব়্যালিতে অংশগ্রহণ করার জন্য। নাড্ডা এদিনের সভা থেকে জানান যে আগামী 24 জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। বাংলায় বিজেপির সরকার এলে কৃষকের জন্য লড়বে। কৃষককে সুবিচার পাইয়ে দেবে।

আরও পড়ুন: লাইভ আপডেট : কেন্দ্র ও রাজ্যে একই সরকার চাই : নাড্ডা

একই সঙ্গে মোদি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁর দাবি, এই দুর্নীতির জন্যই এবার বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে।

কাটোয়া, 9 জানুয়ারি : বাংলার কৃষকদের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বঞ্চনা করছে। শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় দলের সভা থেকে এই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। একই সঙ্গে তিনি এদিন কৃষকদের জন্য একটি কর্মসূচিরও আয়োজন করেন।

এদিন কাটোয়ায় পৌঁছে আগে স্থানীয় রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তার পর সেখান থেকে তিনি যান কাটোয়ার সভায়। ওই সভায় নাড্ডা সূচনা করেন বিজেপির কিষান সুরক্ষা কর্মসূচির। আর তার পর বক্তৃতা দিতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন।

আর এই সমালোচনা করতে গিয়ে তিনি ফের তুলে আনেন প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধির কথা। ওই প্রকল্প বাংলায় চালু করতে না দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে করছে বিজেপি। সম্প্রতি প্রকল্প বাংলায় চালু করার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কিন্তু এটা তিনি অনেক দেরিতে করলেন বলে নাড্ডার দাবি। তাঁর কথায়, "এখন আর মমতার প্রায়শ্চিত করে লাভ নেই। কারণ, বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির সরকার আনতে বদ্ধ পরিকর।"

এদিকে এদিন যে কিষান সুরক্ষা কর্মসূচির সূচনা তিনি করেছেন, তাতে বাড়ি বাড়ি গিয়ে চাল সংগ্রহ করে বিজেপি। নাড্ডাও এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এরপর তিনি চলে যাবেন বর্ধমানে দলের ব়্যালিতে অংশগ্রহণ করার জন্য। নাড্ডা এদিনের সভা থেকে জানান যে আগামী 24 জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। বাংলায় বিজেপির সরকার এলে কৃষকের জন্য লড়বে। কৃষককে সুবিচার পাইয়ে দেবে।

আরও পড়ুন: লাইভ আপডেট : কেন্দ্র ও রাজ্যে একই সরকার চাই : নাড্ডা

একই সঙ্গে মোদি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁর দাবি, এই দুর্নীতির জন্যই এবার বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.