ETV Bharat / state

আমফানে ক্ষতিগ্রস্তদের টাকা যাচ্ছে পঞ্চায়েত প্রধানের স্ত্রীর অ্যাকাউন্টে, অভিযোগ সায়ন্তনের

রবিবার বর্ধমান শহরে এসেছিলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ সেখানে তিনি অভিযোগ করেন ঘূর্ণিঝড়় আমফানে ক্ষতিগ্রস্তরা টাকা পাচ্ছেন না ৷ পরিবর্তে সেই টাকা যাচ্ছে পঞ্চায়েত প্রাধানের স্ত্রীর অ্যাকাউন্টে ৷

author img

By

Published : Jun 15, 2020, 3:27 AM IST

image
সায়ন্তন বসু

বর্ধমান, 15 জুন : ঘূর্ণঝড় আমফানের ক্ষতিগ্রস্তরা টাকা পাচ্ছেন না ৷ বদলে সেই টাকা চলে যাচ্ছে পঞ্চায়েত প্রধানের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে । বর্ধমান এসে এমনই অভিযোগ করলেন BJP নেতা সায়ন্তন বসু ।

রবিবার সায়ন্তন বসু বলেন , ‘‘এটা পশ্চিমবঙ্গের সব জায়গায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে ৷ যত বন্যা-ঝড় হবে, তত তৃণমূল নেতাদের বাড়ির তলা বৃদ্ধি হবে । বর্ধমান সহ রাজ্যের অন্যান্য জেলাতেও ছবিটা একইরকম৷ বাঙুরে মৃতদেহ পড়ে আছে দেখালে পুলিশ হেনস্থা করবে, গড়িয়াতে অসম্মানজনকভাবে মৃতদেহ পোড়ানো হচ্ছে দেখালে, স্বাস্থ্য দপ্তর হামলা করবে ৷ এমনকী তৃণমূল নেতা চুরি করেছে বললে সমাজবিরোধীরা হামলা করবে ।’’

তিনি আরও বলেন, ‘‘পশ্চিমবঙ্গে কিছু হলেই হামলা হবে । মিডিয়া কিছু খবর করলে তাদের থানায় ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হচ্ছে ৷ বর্তমান সরকার বা তৃণমূলের বিরুদ্ধে কিছু বললেই হামলা করা হচ্ছে । এখন এখানে কারুর কিছু করার নেই ।’’ এমনকী রাজ্যে কোনও কাজ হচ্ছে না বলেও অভিযোগ করেন সায়ন্তন । কোরোনার বিরুদ্ধে লড়াই করার জন্য BJP-র সাংসদরা যে টাকা দিয়েছেন তা ঠিকঠাক খরচ করা হয়নি বলেও অভিযোগ করেন সায়ন্তন বসু । তাই দলের তরফে সাংসদদের বলা হয়েছে জেলাশাসকদের চিঠি লিখে সমস্ত টাকার পূর্ণাঙ্গ হিসাব নিতে, বলে জানান এই BJP নেতা ৷

তিনি অভিযোগ করেন, আয়লা হয়ে যাওয়ার পরে কংক্রিটের বাঁধ মেরামতের জন্য সাড়ে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছিল কেন্দ্র ৷ কিন্তু তার পরেও বাঁধ তৈরি হয়নি । তাই আমফানে এতগুলো গ্রাম প্লাবিত হয়ে গেল তার দায় কে নেবে, বলে প্রশ্ন তোলেন সায়ন্তন বসু ৷ তিনি বলেন, ‘‘আজ যেখানে BJP দলীয় কার্যালয় তৈরি করছে সেখানেই তৃণমূল হামলা চালাচ্ছে । এইভাবে BJP কে আটকানো যাবে না । তৃণমূলের বর্তমানে তিনটি কাজ । BJP কার্যকর্তাদের মারধর করা, কর্মীদের নামে মিথ্যা কেস দেওয়া ও নেতাদের হুমকি দেওয়া । এইভাবে কিন্তু আগামীভোটে তৃণমূল কোনও ভাবেই জিততে পারবে না ।’’

বর্ধমান, 15 জুন : ঘূর্ণঝড় আমফানের ক্ষতিগ্রস্তরা টাকা পাচ্ছেন না ৷ বদলে সেই টাকা চলে যাচ্ছে পঞ্চায়েত প্রধানের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে । বর্ধমান এসে এমনই অভিযোগ করলেন BJP নেতা সায়ন্তন বসু ।

রবিবার সায়ন্তন বসু বলেন , ‘‘এটা পশ্চিমবঙ্গের সব জায়গায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে ৷ যত বন্যা-ঝড় হবে, তত তৃণমূল নেতাদের বাড়ির তলা বৃদ্ধি হবে । বর্ধমান সহ রাজ্যের অন্যান্য জেলাতেও ছবিটা একইরকম৷ বাঙুরে মৃতদেহ পড়ে আছে দেখালে পুলিশ হেনস্থা করবে, গড়িয়াতে অসম্মানজনকভাবে মৃতদেহ পোড়ানো হচ্ছে দেখালে, স্বাস্থ্য দপ্তর হামলা করবে ৷ এমনকী তৃণমূল নেতা চুরি করেছে বললে সমাজবিরোধীরা হামলা করবে ।’’

তিনি আরও বলেন, ‘‘পশ্চিমবঙ্গে কিছু হলেই হামলা হবে । মিডিয়া কিছু খবর করলে তাদের থানায় ঘণ্টার পর ঘণ্টা জেরা করা হচ্ছে ৷ বর্তমান সরকার বা তৃণমূলের বিরুদ্ধে কিছু বললেই হামলা করা হচ্ছে । এখন এখানে কারুর কিছু করার নেই ।’’ এমনকী রাজ্যে কোনও কাজ হচ্ছে না বলেও অভিযোগ করেন সায়ন্তন । কোরোনার বিরুদ্ধে লড়াই করার জন্য BJP-র সাংসদরা যে টাকা দিয়েছেন তা ঠিকঠাক খরচ করা হয়নি বলেও অভিযোগ করেন সায়ন্তন বসু । তাই দলের তরফে সাংসদদের বলা হয়েছে জেলাশাসকদের চিঠি লিখে সমস্ত টাকার পূর্ণাঙ্গ হিসাব নিতে, বলে জানান এই BJP নেতা ৷

তিনি অভিযোগ করেন, আয়লা হয়ে যাওয়ার পরে কংক্রিটের বাঁধ মেরামতের জন্য সাড়ে পাঁচ হাজার কোটি টাকা দিয়েছিল কেন্দ্র ৷ কিন্তু তার পরেও বাঁধ তৈরি হয়নি । তাই আমফানে এতগুলো গ্রাম প্লাবিত হয়ে গেল তার দায় কে নেবে, বলে প্রশ্ন তোলেন সায়ন্তন বসু ৷ তিনি বলেন, ‘‘আজ যেখানে BJP দলীয় কার্যালয় তৈরি করছে সেখানেই তৃণমূল হামলা চালাচ্ছে । এইভাবে BJP কে আটকানো যাবে না । তৃণমূলের বর্তমানে তিনটি কাজ । BJP কার্যকর্তাদের মারধর করা, কর্মীদের নামে মিথ্যা কেস দেওয়া ও নেতাদের হুমকি দেওয়া । এইভাবে কিন্তু আগামীভোটে তৃণমূল কোনও ভাবেই জিততে পারবে না ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.