ETV Bharat / state

তৃণমূল-বিজেপি মারামারি ,উত্তেজনা মেমারির গ্রামে - তৃণমূল

তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলাকে ঘিরে উত্তেজনা ছড়াল মেমারির কুচুট গ্রাম পঞ্চায়েতের নোহাটি গ্রামে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ ।

তৃণমূল-বিজেপি মারামারি ,উত্তেজনা মেমারির গ্রামে
তৃণমূল-বিজেপি মারামারি ,উত্তেজনা মেমারির গ্রামে
author img

By

Published : Apr 4, 2021, 9:25 AM IST

মেমারি, 4 এপ্রিল : তৃণমূল ও বিজেপির ঝামেলায় উত্তেজনা ছড়াল মেমারির কুচুট গ্রাম পঞ্চায়েতের নোহাটি গ্রামে । শনিবার এই ঘটনার জেরে গ্রামের বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে দুই দলের কর্মীদের বিরুদ্ধেই । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় মেমারি থানার পুলিশ । নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ নোহাটি গ্রামে বিজেপির প্রচার মিছিলকে ঘিরে ঘটনার সূত্রপাত । বিজেপির প্রচার মিছিল থেকে কর্মীরা গ্রামের বেশ কিছু বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের । বাড়িতে ঢুকে বাসনপত্র, টিভি, আলমারি, মোটর সাইকেল ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন এক তৃণমূল কর্মী । তাঁর অভিযোগ, বাড়ির মহিলা ও পুরুষদের মারধর করা হয় । আতঙ্কে গ্রামবাসীরা ঘরের দরজা বন্ধ করে দিলেও বাড়ির দরজা লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় ।

অন্যদিকে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পালটা অভিযোগ করেছে বিজেপি । তাদের দাবি, বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে লুঠপাট করে তৃণমূল কর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ গেলেও তাদের সামনেই মারধর চলে বলে অভিযোগ ।

তৃণমূল-বিজেপি মারামারি ,উত্তেজনা মেমারির গ্রামে

আরও পড়ুন : ভোট মিটতেই রান্না ঘরে খুন্তি হাতে কংগ্রেস প্রার্থী রাধারাণী

স্থানীয় তৃণমূল কর্মী সুখী মুর্মু বলেন, "ছেলেকে ডাক্তার দেখাতে বর্ধমানে গিয়েছিলাম । দুপুরে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই বিজেপির বেশ কিছু ছেলে লাঠি, রড নিয়ে আমাদের বাড়িতে ঢুকে সবাইকে মারধর করতে থাকে । আমাকেও মারে ।"

এদিকে বিজেপি কর্মী সেরিনা বেগম বলেন, "এদিন দুপুর নাগাদ হঠাৎ বেশ কিছু যুবক ঘরের মধ্যে ঢুকে পড়ে । ঘরে ঢুকে তারা আমাদের ঘরের জিনিসপত্র ভাঙচুর করে ও লুঠ করে নিয়ে পালিয়ে যায় । আমাকেও মারধর করে ।"

বিজেপির অভিযোগ, এদিন তাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা হামলা চালায় । যদিও মেমারি থানায় বিষয়টি নিয়ে শনিবার সন্ধে পর্যন্ত কেউ কোনও অভিযোগ দায়ের করেনি । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

মেমারি, 4 এপ্রিল : তৃণমূল ও বিজেপির ঝামেলায় উত্তেজনা ছড়াল মেমারির কুচুট গ্রাম পঞ্চায়েতের নোহাটি গ্রামে । শনিবার এই ঘটনার জেরে গ্রামের বেশ কিছু বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে দুই দলের কর্মীদের বিরুদ্ধেই । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় মেমারি থানার পুলিশ । নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ নোহাটি গ্রামে বিজেপির প্রচার মিছিলকে ঘিরে ঘটনার সূত্রপাত । বিজেপির প্রচার মিছিল থেকে কর্মীরা গ্রামের বেশ কিছু বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের । বাড়িতে ঢুকে বাসনপত্র, টিভি, আলমারি, মোটর সাইকেল ভাঙচুর করা হয় বলে জানিয়েছেন এক তৃণমূল কর্মী । তাঁর অভিযোগ, বাড়ির মহিলা ও পুরুষদের মারধর করা হয় । আতঙ্কে গ্রামবাসীরা ঘরের দরজা বন্ধ করে দিলেও বাড়ির দরজা লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় ।

অন্যদিকে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে পালটা অভিযোগ করেছে বিজেপি । তাদের দাবি, বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে লুঠপাট করে তৃণমূল কর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ গেলেও তাদের সামনেই মারধর চলে বলে অভিযোগ ।

তৃণমূল-বিজেপি মারামারি ,উত্তেজনা মেমারির গ্রামে

আরও পড়ুন : ভোট মিটতেই রান্না ঘরে খুন্তি হাতে কংগ্রেস প্রার্থী রাধারাণী

স্থানীয় তৃণমূল কর্মী সুখী মুর্মু বলেন, "ছেলেকে ডাক্তার দেখাতে বর্ধমানে গিয়েছিলাম । দুপুরে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই বিজেপির বেশ কিছু ছেলে লাঠি, রড নিয়ে আমাদের বাড়িতে ঢুকে সবাইকে মারধর করতে থাকে । আমাকেও মারে ।"

এদিকে বিজেপি কর্মী সেরিনা বেগম বলেন, "এদিন দুপুর নাগাদ হঠাৎ বেশ কিছু যুবক ঘরের মধ্যে ঢুকে পড়ে । ঘরে ঢুকে তারা আমাদের ঘরের জিনিসপত্র ভাঙচুর করে ও লুঠ করে নিয়ে পালিয়ে যায় । আমাকেও মারধর করে ।"

বিজেপির অভিযোগ, এদিন তাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা হামলা চালায় । যদিও মেমারি থানায় বিষয়টি নিয়ে শনিবার সন্ধে পর্যন্ত কেউ কোনও অভিযোগ দায়ের করেনি । এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.