বর্ধমান, 11 এপ্রিল: শনিবার চতুর্থ দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে শীতলকুচিতে নিহত হয়েছেন চারজন । রাজনৈতিক সংঘর্ষে গুলি খেয়ে প্রাণ গিয়েছে আরও এক তরুণের ৷ একই দিনে একটি জেলায় প্রাণ গেল পাঁচজন মানুষের ৷ জখম হয়েছেন আরও তিনজন ৷ সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার বর্ধমানে মোমবাতি হাতে নিয়ে রোড শো করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
রবিবার শীতলকুচিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর ৷ কিন্তু নির্বাচন কমিশন বিধি নিষেধ আরোপ করায় তৃণমূল নেত্রী সেখানে যেতে পারেননি । চারদিন পরে সেখানে তিনি যাবেন বলে জানিয়েছেন । তবে প্রতিবাদ জানিয়ে এদিন তিনি বর্ধমানের রোড শো তে অংশ নেন । হুইল চেয়ারে বসে মোমবাতি হাতে তিনি নীরব প্রতিবাদ জানান । এমনিতেও এদিন রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শীতলকুচির প্রতিবাদে পালন করা হচ্ছে কালাদিবস ৷
বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সমর্থনে রবিবার বিকেল নাগাদ রোড করেন মমতা বন্দ্যোপাধ্যায় । রোড শোয়ে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ বর্ধমান শহরের পুলিশ লাইন থেকে শুরু করে বর্ধমান স্টেশন পর্যন্ত 5 কিলোমিটার রাস্তায় তৃণমূল নেত্রীকে দেখার জন্য রাস্তার দু'পাশে, বাড়ির ছাদে ভিড় করেন সাধারণ মানুষ ।
গত বৃহস্পতিবার বর্ধমানে রোড শো করতে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও । বিজয়রাম থেকে বাজে প্রতাপপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা রোড শো করেন নাড্ডা । এদিন তারই পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিকমহল ।