ETV Bharat / state

শহরের নার্সিংহোমগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব বিধায়ক খোকন দাস - বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস

যাঁরা করোনায় আক্রান্ত হননি তাঁদের পজিটিভ চিহ্নিত করে মোটা অঙ্কের বিল বানাচ্ছে বর্ধমান শহরের বেশ কিছু নার্সিংহোম ৷ গত কিছুদিন ধরেই এই অভিযোগ উঠেছে ৷ তা বন্ধ করতেই সোমবার বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে লিখিতভাবে একটা অভিযোগ জানালেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস ৷

বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস
বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস
author img

By

Published : May 10, 2021, 11:10 PM IST

বর্ধমান, 10 মে : নার্সিংহোমে ভর্তি হলেই করোনার রোগী হিসাবে চিহ্নিত করে মোটা অঙ্কের বিল বানানো হচ্ছে ৷ বেশ কিছুদিন ধরেই বর্ধমানের বেশকিছু নার্সিংহোমের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে । সোমবার বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস এমনই কিছু নার্সিংহোমে বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জমা দিলেন । পাশাপাশি কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে নার্সিংহোমগুলিকে সতর্ক করে দিয়ে বলেছেন অবিলম্বে তাদের এই লোক ঠকানো কাজ বন্ধ করতে হবে ।

গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ ৷ সেই সুযোগেই বর্ধমান শহরের নার্সিংহোমগুলি রোগীদের চিকিৎসার নামে সর্বস্বান্ত করে ছাড়ছে বলে অভিযোগ উঠছে। যেকোন রোগ নিয়ে নার্সিংহোমগুলিতে চিকিৎসা করাতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের করোনার রোগী হিসাবে চিহ্নিত করে মোটা টাকার বিল ধরিয়ে দেওয়া হচ্ছে । সেই বিল মেটাতে নাজেহাল হতে হচ্ছে রোগী ও তাঁর পরিজনদের ৷ এবিষয়ে বেশ কিছুদিন ধরে একাধিক অভিযোগ পাওয়ার পর সোমবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে লিখিতভাবে অভিযোগ জমা দিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস ।

এদিন খোকন দাস বলেন, বর্ধমান শহরের ও শহর লাগোয়া নার্সিংহোমগুলি যেভাবে মানুষের সঙ্গে অমানবিক ব্যবহার করছে তা মেনে নেওয়া যায় না । যাঁরা করোনা আক্রান্ত নন, তাঁদের মিথ্যে মিথ্যে করোনায় আক্রান্ত বলে চিহ্নিত করা হচ্ছে ৷ তারপর চিকিৎসা না করেই প্রচুর টাকার বিল বানাচ্ছে এই নার্সিংহোমগুলি । নার্সিংহোমগুলিতে যাঁরা ভর্তি হচ্ছেন তাঁদের বেশির ভাগই মারা যাচ্ছেন । চিকিৎসা করতে পারলে করবে না হলে রোগী ছেড়ে দিতে হবে । এমনও অভিযোগ উঠছে, যাঁরা করোনায় আক্রান্ত হননি কিন্তু মারা গেছেন, তাঁদেরও করোনা পজিটিভ বলে চিহ্নিত করা হয়েছে । প্রতিদিন দু'জন-চারজন করে আমাকে ফোন করছেন ৷ অভিযোগ জানাচ্ছেন ৷ তা নিয়েই বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে লিখিতভাবে একটা অভিযোগ করে গেলাম । সমস্ত নার্সিংহোমগুলিকে সতর্ক করে দিতে চাই, এই দুর্দিনে তারা মানুষকে যেভাবে বোকা বানাচ্ছে তা বন্ধ করতে হবে । যেভাবে মুখ্যমন্ত্রী বাংলায় করোনার মোকাবিলা করছেন, সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে বর্ধমানবাসীর পাশে দাঁড়িয়ে তাঁদের সুবিধা-অসুবিধার কথা দেখা ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় বলেন, "কিছু কিছু নার্সিংহোমে বিরুদ্ধে অভিযোগ উঠছে সেটা নিয়ে আলোচনা হয়েছে । আমরা যথাযথ ব্যবস্থা নেব । এছাড়া যাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন তাঁদের সরকারি জায়গায় চিকিৎসা করানোর পরামর্শ দেব । কারণ আমাদের সরকারিভাবে অনেক ভালো ব্যবস্থা আছে ।"

আরও পড়ুন: 134 ! রেকর্ড দৈনিক মৃত্যু রাজ্যে, 56 শতাংশ শুধু দুই জেলায়

বর্ধমান, 10 মে : নার্সিংহোমে ভর্তি হলেই করোনার রোগী হিসাবে চিহ্নিত করে মোটা অঙ্কের বিল বানানো হচ্ছে ৷ বেশ কিছুদিন ধরেই বর্ধমানের বেশকিছু নার্সিংহোমের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে । সোমবার বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস এমনই কিছু নার্সিংহোমে বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জমা দিলেন । পাশাপাশি কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে নার্সিংহোমগুলিকে সতর্ক করে দিয়ে বলেছেন অবিলম্বে তাদের এই লোক ঠকানো কাজ বন্ধ করতে হবে ।

গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ ৷ সেই সুযোগেই বর্ধমান শহরের নার্সিংহোমগুলি রোগীদের চিকিৎসার নামে সর্বস্বান্ত করে ছাড়ছে বলে অভিযোগ উঠছে। যেকোন রোগ নিয়ে নার্সিংহোমগুলিতে চিকিৎসা করাতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের করোনার রোগী হিসাবে চিহ্নিত করে মোটা টাকার বিল ধরিয়ে দেওয়া হচ্ছে । সেই বিল মেটাতে নাজেহাল হতে হচ্ছে রোগী ও তাঁর পরিজনদের ৷ এবিষয়ে বেশ কিছুদিন ধরে একাধিক অভিযোগ পাওয়ার পর সোমবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে লিখিতভাবে অভিযোগ জমা দিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস ।

এদিন খোকন দাস বলেন, বর্ধমান শহরের ও শহর লাগোয়া নার্সিংহোমগুলি যেভাবে মানুষের সঙ্গে অমানবিক ব্যবহার করছে তা মেনে নেওয়া যায় না । যাঁরা করোনা আক্রান্ত নন, তাঁদের মিথ্যে মিথ্যে করোনায় আক্রান্ত বলে চিহ্নিত করা হচ্ছে ৷ তারপর চিকিৎসা না করেই প্রচুর টাকার বিল বানাচ্ছে এই নার্সিংহোমগুলি । নার্সিংহোমগুলিতে যাঁরা ভর্তি হচ্ছেন তাঁদের বেশির ভাগই মারা যাচ্ছেন । চিকিৎসা করতে পারলে করবে না হলে রোগী ছেড়ে দিতে হবে । এমনও অভিযোগ উঠছে, যাঁরা করোনায় আক্রান্ত হননি কিন্তু মারা গেছেন, তাঁদেরও করোনা পজিটিভ বলে চিহ্নিত করা হয়েছে । প্রতিদিন দু'জন-চারজন করে আমাকে ফোন করছেন ৷ অভিযোগ জানাচ্ছেন ৷ তা নিয়েই বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে লিখিতভাবে একটা অভিযোগ করে গেলাম । সমস্ত নার্সিংহোমগুলিকে সতর্ক করে দিতে চাই, এই দুর্দিনে তারা মানুষকে যেভাবে বোকা বানাচ্ছে তা বন্ধ করতে হবে । যেভাবে মুখ্যমন্ত্রী বাংলায় করোনার মোকাবিলা করছেন, সেই হিসাবে আমার একটা দায়িত্ব আছে বর্ধমানবাসীর পাশে দাঁড়িয়ে তাঁদের সুবিধা-অসুবিধার কথা দেখা ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় বলেন, "কিছু কিছু নার্সিংহোমে বিরুদ্ধে অভিযোগ উঠছে সেটা নিয়ে আলোচনা হয়েছে । আমরা যথাযথ ব্যবস্থা নেব । এছাড়া যাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন তাঁদের সরকারি জায়গায় চিকিৎসা করানোর পরামর্শ দেব । কারণ আমাদের সরকারিভাবে অনেক ভালো ব্যবস্থা আছে ।"

আরও পড়ুন: 134 ! রেকর্ড দৈনিক মৃত্যু রাজ্যে, 56 শতাংশ শুধু দুই জেলায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.