ETV Bharat / state

CBI Summoned TMC leader : অনুব্রত-ঘনিষ্ঠ আউশগ্রামের তৃণমূল নেতাকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার - Ausgram TMC leader Arup Middya summoned by CBI

তৃণমূলের ডাকসাইটে নেতাকে মেল এবং হোয়াটস অ্যাপে সমন পাঠান সিবিআই'য়ের ডেপুটি সুপারিন্টেনডেন্ট কেপি শর্মা (Ausgram TMC leader Arup Middya summoned by CBI)। সোমবার দুর্গাপুরের এনআইটি গেস্ট হাউসে হাজির হওয়ার জন্য অরূপ মিদ্যাকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

CBI Summoned TMC leader
অনুব্রত ঘনিষ্ঠ আউশগ্রামের তৃণমূল নেতাকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার
author img

By

Published : May 29, 2022, 10:59 PM IST

আউশগ্রাম, 29 মে : অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আউশগ্রামের তৃণমূল নেতা আহমদ শামস তাবরিজ ওরফে অরূপ মিদ্যাকে সমন পাঠাল সিবিআই ৷ এদিন তৃণমূলের ডাকসাইটে এই নেতাকে মেল এবং হোয়াটস অ্যাপে সমন পাঠান সিবিআই'য়ের ডেপুটি সুপারিন্টেনডেন্ট কেপি শর্মা (Ausgram TMC leader Arup Middya summoned by CBI)। আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ও ভাল্কি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিকে সোমবার দুর্গাপুরের এনআইটি গেস্ট হাউসে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

রবিবার সিবিআই'য়ের ডেপুটি সুপারিন্টেনডেন্টের পাঠানো নোটিশের সত্যতা স্বীকার করে আউশগ্রামের তৃণমূল নেতা বলেন, সিবিআই'য়ের নোটিশ আমার হাতে এসেছে ৷ আমাকে ফোনও করা হয়েছে। তিনি জানান, শনিবারই সিবিআই'য়ের এক আধিকারিক টেলিফোন করে তাঁর ই-মেল আইডি সংগ্রহ করেন ৷ যদিও কোন মামলায় তাঁকে ডাকা হয়েছে সে বিষয়ে নিশ্চিত নন অরূপ মিদ্যা ৷ তিনি বলেন, "তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নির্দেশে আউশগ্রামে দলের হয়ে কাজ করি। সেই কারণেই হয়তো বিজেপি সরকার কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে আমাকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে ৷ আমি আইনজীবীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করব। আইনজীবীর পরামর্শ অনুযায়ীই কাজ করব।

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসায় অনুব্রত ঘনিষ্ঠ নেতা সুদীপ্ত ঘোষকে জেরা সিবিআইয়ের

তিনি কোনও অন্যায়ের সঙ্গে জড়িত নই। তাই তাঁর ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেও দাবি করেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা ৷ তবে 2021 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে আউশগ্রামেও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে ৷ অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে ৷ নির্বাচন পরবর্তী হিংসা মামলার তদন্তভার সিবিআই'য়ের হাতে রয়েছে | সেই মামলায় সিবিআই বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের ডেকে পাঠাচ্ছে। অরূপ মিদ্যাকেও সমন সেই কারণেই ৷ ধারণা রাজনৈতিক মহলের ৷

আউশগ্রাম, 29 মে : অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আউশগ্রামের তৃণমূল নেতা আহমদ শামস তাবরিজ ওরফে অরূপ মিদ্যাকে সমন পাঠাল সিবিআই ৷ এদিন তৃণমূলের ডাকসাইটে এই নেতাকে মেল এবং হোয়াটস অ্যাপে সমন পাঠান সিবিআই'য়ের ডেপুটি সুপারিন্টেনডেন্ট কেপি শর্মা (Ausgram TMC leader Arup Middya summoned by CBI)। আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ও ভাল্কি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিকে সোমবার দুর্গাপুরের এনআইটি গেস্ট হাউসে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

রবিবার সিবিআই'য়ের ডেপুটি সুপারিন্টেনডেন্টের পাঠানো নোটিশের সত্যতা স্বীকার করে আউশগ্রামের তৃণমূল নেতা বলেন, সিবিআই'য়ের নোটিশ আমার হাতে এসেছে ৷ আমাকে ফোনও করা হয়েছে। তিনি জানান, শনিবারই সিবিআই'য়ের এক আধিকারিক টেলিফোন করে তাঁর ই-মেল আইডি সংগ্রহ করেন ৷ যদিও কোন মামলায় তাঁকে ডাকা হয়েছে সে বিষয়ে নিশ্চিত নন অরূপ মিদ্যা ৷ তিনি বলেন, "তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নির্দেশে আউশগ্রামে দলের হয়ে কাজ করি। সেই কারণেই হয়তো বিজেপি সরকার কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে আমাকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে ৷ আমি আইনজীবীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করব। আইনজীবীর পরামর্শ অনুযায়ীই কাজ করব।

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসায় অনুব্রত ঘনিষ্ঠ নেতা সুদীপ্ত ঘোষকে জেরা সিবিআইয়ের

তিনি কোনও অন্যায়ের সঙ্গে জড়িত নই। তাই তাঁর ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেও দাবি করেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা ৷ তবে 2021 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে আউশগ্রামেও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে ৷ অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে ৷ নির্বাচন পরবর্তী হিংসা মামলার তদন্তভার সিবিআই'য়ের হাতে রয়েছে | সেই মামলায় সিবিআই বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের ডেকে পাঠাচ্ছে। অরূপ মিদ্যাকেও সমন সেই কারণেই ৷ ধারণা রাজনৈতিক মহলের ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.