আউশগ্রাম, 29 মে : অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ আউশগ্রামের তৃণমূল নেতা আহমদ শামস তাবরিজ ওরফে অরূপ মিদ্যাকে সমন পাঠাল সিবিআই ৷ এদিন তৃণমূলের ডাকসাইটে এই নেতাকে মেল এবং হোয়াটস অ্যাপে সমন পাঠান সিবিআই'য়ের ডেপুটি সুপারিন্টেনডেন্ট কেপি শর্মা (Ausgram TMC leader Arup Middya summoned by CBI)। আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ও ভাল্কি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতিকে সোমবার দুর্গাপুরের এনআইটি গেস্ট হাউসে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷
রবিবার সিবিআই'য়ের ডেপুটি সুপারিন্টেনডেন্টের পাঠানো নোটিশের সত্যতা স্বীকার করে আউশগ্রামের তৃণমূল নেতা বলেন, সিবিআই'য়ের নোটিশ আমার হাতে এসেছে ৷ আমাকে ফোনও করা হয়েছে। তিনি জানান, শনিবারই সিবিআই'য়ের এক আধিকারিক টেলিফোন করে তাঁর ই-মেল আইডি সংগ্রহ করেন ৷ যদিও কোন মামলায় তাঁকে ডাকা হয়েছে সে বিষয়ে নিশ্চিত নন অরূপ মিদ্যা ৷ তিনি বলেন, "তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নির্দেশে আউশগ্রামে দলের হয়ে কাজ করি। সেই কারণেই হয়তো বিজেপি সরকার কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে আমাকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে ৷ আমি আইনজীবীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করব। আইনজীবীর পরামর্শ অনুযায়ীই কাজ করব।
আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসায় অনুব্রত ঘনিষ্ঠ নেতা সুদীপ্ত ঘোষকে জেরা সিবিআইয়ের
তিনি কোনও অন্যায়ের সঙ্গে জড়িত নই। তাই তাঁর ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেও দাবি করেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতা ৷ তবে 2021 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে আউশগ্রামেও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে ৷ অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে ৷ নির্বাচন পরবর্তী হিংসা মামলার তদন্তভার সিবিআই'য়ের হাতে রয়েছে | সেই মামলায় সিবিআই বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের ডেকে পাঠাচ্ছে। অরূপ মিদ্যাকেও সমন সেই কারণেই ৷ ধারণা রাজনৈতিক মহলের ৷