গুসকরা, ২৪ মার্চ : BJP-র বৈঠক চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি গুসকরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার। BJP-র গুসকরা শহর কমিটির সভাপতি মনোরঞ্জন মণ্ডলের অভিযোগ, গুসকরা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বুর্ধেন্দু রায়ের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন বুর্ধেন্দু রায়।
শুক্রবার রাতে BJP-র একটি বৈঠক ছিল। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সুবল শীলের বাড়িতে এই বৈঠকটি হচ্ছিল। রাত সাড়ে আটটার সময় বৈঠক শুরু হয়। বৈঠক শেষের সময় সুবলবাবুর বাড়ির সামনে তৃণমূল কংগ্রেস ও BJP কর্মীদের মধ্যে ঝামেলা হয়।
BJP কর্মী মনোরঞ্জন মণ্ডল বলেন, "বৈঠকের শেষের দিকে আমি বাড়ি চলে যাই। রাত দশটা নাগাদ প্রাক্তন চেয়ারম্যান বুর্ধেন্দু রায় তাঁর ভাই বিনয় রায় সহ ৯-১০ জন মিলে লাঠি ও রড নিয়ে সুবলের বাড়িতে চড়াও হয়। আমাদের কর্মীদের ব্যপক মারধর করে। সুবলের স্ত্রীর চুলের মুঠি ধরে মারধর করে। BJP-র ৩-৪ জন কর্মী আহত হয়েছেন।"
বুর্ধেন্দু রায় পাল্টা অভিযোগ করেন, "দেওয়াল লিখনের সময় BJP-র কর্মীরা আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা কাউকে মারধর করিনি।"
আহত দুই BJP কর্মী দীপক ঢালি ও সুবল শীলকে গুসকরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বুর্ধেন্দু রায় ও আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।