ETV Bharat / state

গুসকরায় BJP-র বৈঠক চলাকালীন হামলার অভিযোগ - TMC

গুসকরায় BJP-র বৈঠক চলাকালীন হামলা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

আহত BJP কর্মী সুবল শীল
author img

By

Published : Mar 24, 2019, 11:36 AM IST

গুসকরা, ২৪ মার্চ : BJP-র বৈঠক চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি গুসকরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার। BJP-র গুসকরা শহর কমিটির সভাপতি মনোরঞ্জন মণ্ডলের অভিযোগ, গুসকরা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বুর্ধেন্দু রায়ের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন বুর্ধেন্দু রায়।

শুনুন সুবল শীলের বক্তব্য

শুক্রবার রাতে BJP-র একটি বৈঠক ছিল। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সুবল শীলের বাড়িতে এই বৈঠকটি হচ্ছিল। রাত সাড়ে আটটার সময় বৈঠক শুরু হয়। বৈঠক শেষের সময় সুবলবাবুর বাড়ির সামনে তৃণমূল কংগ্রেস ও BJP কর্মীদের মধ্যে ঝামেলা হয়।

BJP কর্মী মনোরঞ্জন মণ্ডল বলেন, "বৈঠকের শেষের দিকে আমি বাড়ি চলে যাই। রাত দশটা নাগাদ প্রাক্তন চেয়ারম্যান বুর্ধেন্দু রায় তাঁর ভাই বিনয় রায় সহ ৯-১০ জন মিলে লাঠি ও রড নিয়ে সুবলের বাড়িতে চড়াও হয়। আমাদের কর্মীদের ব্যপক মারধর করে। সুবলের স্ত্রীর চুলের মুঠি ধরে মারধর করে। BJP-র ৩-৪ জন কর্মী আহত হয়েছেন।"

বুর্ধেন্দু রায় পাল্টা অভিযোগ করেন, "দেওয়াল লিখনের সময় BJP-র কর্মীরা আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা কাউকে মারধর করিনি।"

আহত দুই BJP কর্মী দীপক ঢালি ও সুবল শীলকে গুসকরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বুর্ধেন্দু রায় ও আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

গুসকরা, ২৪ মার্চ : BJP-র বৈঠক চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি গুসকরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার। BJP-র গুসকরা শহর কমিটির সভাপতি মনোরঞ্জন মণ্ডলের অভিযোগ, গুসকরা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বুর্ধেন্দু রায়ের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন বুর্ধেন্দু রায়।

শুনুন সুবল শীলের বক্তব্য

শুক্রবার রাতে BJP-র একটি বৈঠক ছিল। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা সুবল শীলের বাড়িতে এই বৈঠকটি হচ্ছিল। রাত সাড়ে আটটার সময় বৈঠক শুরু হয়। বৈঠক শেষের সময় সুবলবাবুর বাড়ির সামনে তৃণমূল কংগ্রেস ও BJP কর্মীদের মধ্যে ঝামেলা হয়।

BJP কর্মী মনোরঞ্জন মণ্ডল বলেন, "বৈঠকের শেষের দিকে আমি বাড়ি চলে যাই। রাত দশটা নাগাদ প্রাক্তন চেয়ারম্যান বুর্ধেন্দু রায় তাঁর ভাই বিনয় রায় সহ ৯-১০ জন মিলে লাঠি ও রড নিয়ে সুবলের বাড়িতে চড়াও হয়। আমাদের কর্মীদের ব্যপক মারধর করে। সুবলের স্ত্রীর চুলের মুঠি ধরে মারধর করে। BJP-র ৩-৪ জন কর্মী আহত হয়েছেন।"

বুর্ধেন্দু রায় পাল্টা অভিযোগ করেন, "দেওয়াল লিখনের সময় BJP-র কর্মীরা আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা কাউকে মারধর করিনি।"

আহত দুই BJP কর্মী দীপক ঢালি ও সুবল শীলকে গুসকরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বুর্ধেন্দু রায় ও আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Intro:মন্ত্রীরা দিচ্ছেন প্রতিশ্রুতি, অবহেলিত বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে, ক্ষোভ গ্রামবাসীদের
পুলক যশ, সুবলদহ
রাজ্যে পালাবদলের পর থেকে একাধিকবার রাজ্য সরকারের মন্ত্রীরা এসেছেন রায়নার বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটেতে। বারবার দিয়ে গেছেন সংস্কারের প্রতিশ্রুতি। রাজ্য সরকার ৪২ লক্ষ টাকাও সংস্কারের জন্য অনুমোদনও করেছেন। খাতায় কলমে কাজ শুরু হয়ে গেছে। কিন্তু গ্রামবাসীরা কাজের কোন নমুনাই দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ তুলছেন। তাদের অভিযোগ উন্নয়নের নামে টাকা নয়ছয় হচ্ছে। অবিলম্বে মহান বিপ্লবীর জন্মভিটে সংরক্ষনের দাবি জানিয়েছেন তারা। এদিন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস অবশ্য আশ্বাস দিয়েছেন রাজ্য সরকার এই মহান বিপ্লবী জন্মভিটে সংরক্ষণের জন্য ইতিমধ্যেই ৪২ লক্ষ টাকা মঞ্জুর করেছে দ্রুত কাজ শুরু করা হবে ।
Body:পূর্ব বর্ধমানের রায়না থানার সুবলদহ গ্রাম। এই গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন মহান বিপ্লবী রাসবিহারী বসু। অথচ সংরক্ষণের অভাবে আজ তার জন্মভিটে ধ্বংসপ্রাপ্ত ।ইতিমধ্যেই কেন্দ্রের বিদ্যুৎ মন্ত্রী পীযুষ গোয়েল বছর দুয়েক আগে সুবলদহ গ্রামে বিপ্লবী রাসবিহারী বসুর জন্মভিটে ঘুরে গিয়েছিলেন ।তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্র সরকার এই জন্মভিটেকে সংরক্ষণ করবে। কিন্তু তারপর থেকে দু বছর কেটে গেলেও আর কোন বিজেপি নেতা বা মন্ত্রীর দেখা মেলেনি। শুধু তাই নয় রাজ্য সরকারের মন্ত্রীরাও বারবার করে এই রাসবিহারী বসুর জন্ম ভিটেতে ঘুরে গেছেন, গ্রামবাসীদের তারা আশ্বস্ত করেছেন নতুন করে এই গ্রামকে সাজিয়ে তোলা হবে, গ্রামের রাস্তা-ঘাট পানীয় জল সব কিছুরই ব্যবস্থা করা হবে। কিন্তু রাজ্যের মন্ত্রীদের কথা আজও প্রতিশ্রুতি হয়েই রয়ে গেছে। কাজের কাজ কিছুই হয়নি। আজ ফের বিপ্লবী জন্মভিটেতে যান রাজ্য ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি ফের গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়ে আসেন। এরপরেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযোগ করেন নেতা মন্ত্রীরা বার বার করে আসেন আর প্রতিশ্রুতি দিয়ে চলে যান। কাজের কাজ কিছুই হয় না। Conclusion:ইতিমধ্যেই গ্রামে ব্যানার টাঙ্গিয়ে রাজ্য সরকার কোন খাতে কত টাকা ব্যয় করবে তার বিবরণ দেওয়া হয়েছে। গ্রামবাসীদের মতে তাদেরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সরকার কাজ করছে। তারা খবর পেয়েছেন বিপ্লবী জন্মভিটের উন্নয়নের নামে ইতিমধ্যে প্রচুর টাকা খরচ করা হয়ে গেছে। অথচ গ্রামে কোন কাজই হয়নি। তাহলে সেই টাকা গেল কোথায় সেই প্রশ্ন তোলেন তারা ?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.