ETV Bharat / state

লকডাউনের জের, সমস্যায় আউশগ্রামের ক্ষুদ্র শিল্পীরা - পূর্ব বর্ধমান

লকডাউনের জেরে জিনিস তৈরি করতে পারছেন না । আবার তৈরি জিনিস বিক্রিও করতে পারছেন না । ফলে সমস্যায় পড়েছেন আউশগ্রামের কয়েকজন বাসিন্দা ।

Bardhaman
শিল্পী
author img

By

Published : Apr 13, 2020, 11:43 PM IST

আউশগ্রাম , 13 এপ্রিল : লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন আউশগ্রামের ক্ষুদ্র শিল্পীরা । সেখানকার অমরপুর এলাকার প্রায় 40টি পরিবার বাঁশের তৈরি সামগ্রী তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে । লকডাউনের জেরে তারা গ্রাম থেকে বের হতে পারছে না । তাই সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা ।

অমরপুর গ্রামের ওই বাসিন্দারা আশপাশের গ্রাম থেকে বাঁশ কিনে আনেন ৷ পরে সেই বাঁশ কেটে পরিষ্কার করে ঝুড়ি, মোড়া তৈরি করেন । কেউ কেউ মহাজনদের মাধ্যমে তা বিক্রি করেন । আবার কেউ বিভিন্ন গ্রামে ঘুরে সেই জিনিস বিক্রি করেন । তাঁরা ক্ষেত মজুরের কাজও করেন । কিন্তু এবার লকডাউনের কারণে সব বন্ধ থাকায় তাঁদের ব্যবসাও বন্ধ হয়ে গিয়েছে ৷

তারক বাদ্যকর নামে একজন বলেন , "আমাদের তৈরি জিনিস বাইরে বিক্রি করতে যেতে পারছি না ৷ কী করে সংসার চালাব বুঝে উঠতে পারছি না । এদিকে হাতে অর্থ না থাকার জন্য কাঁচামাল কিনে আনতে পারছি না । ফলে নতুন করে জিনিস তৈরি হচ্ছে না ।"

বৃদ্ধ শিল্পী কাজল বাদ্যকর বলেন , "আমরা দিন আনি দিন খাই । সরকার আমাদের ভাতার কোনও ব্যবস্থা করেনি । আমরা আজ পর্যন্ত কোনও সুযোগ-সুবিধা পাইনি । আগামী দিনে কী যে হবে ,জানি না ।"

আউশগ্রাম , 13 এপ্রিল : লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন আউশগ্রামের ক্ষুদ্র শিল্পীরা । সেখানকার অমরপুর এলাকার প্রায় 40টি পরিবার বাঁশের তৈরি সামগ্রী তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করে । লকডাউনের জেরে তারা গ্রাম থেকে বের হতে পারছে না । তাই সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তারা ।

অমরপুর গ্রামের ওই বাসিন্দারা আশপাশের গ্রাম থেকে বাঁশ কিনে আনেন ৷ পরে সেই বাঁশ কেটে পরিষ্কার করে ঝুড়ি, মোড়া তৈরি করেন । কেউ কেউ মহাজনদের মাধ্যমে তা বিক্রি করেন । আবার কেউ বিভিন্ন গ্রামে ঘুরে সেই জিনিস বিক্রি করেন । তাঁরা ক্ষেত মজুরের কাজও করেন । কিন্তু এবার লকডাউনের কারণে সব বন্ধ থাকায় তাঁদের ব্যবসাও বন্ধ হয়ে গিয়েছে ৷

তারক বাদ্যকর নামে একজন বলেন , "আমাদের তৈরি জিনিস বাইরে বিক্রি করতে যেতে পারছি না ৷ কী করে সংসার চালাব বুঝে উঠতে পারছি না । এদিকে হাতে অর্থ না থাকার জন্য কাঁচামাল কিনে আনতে পারছি না । ফলে নতুন করে জিনিস তৈরি হচ্ছে না ।"

বৃদ্ধ শিল্পী কাজল বাদ্যকর বলেন , "আমরা দিন আনি দিন খাই । সরকার আমাদের ভাতার কোনও ব্যবস্থা করেনি । আমরা আজ পর্যন্ত কোনও সুযোগ-সুবিধা পাইনি । আগামী দিনে কী যে হবে ,জানি না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.