ETV Bharat / state

বেসরকারি সংস্থার আধিকারিককে অপহরণ করে মুক্তিপণ দাবি, মালদা থেকে উদ্ধার, গ্রেপ্তার 4 - বেসরকারি সংস্থার আধিকারিককে অপহরণ

বেসরকারি সংস্থার এরিয়া ম্যানেজারকে অপহরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ উদ্ধার করা হয়েছে অপহৃত ওই এরিয়া ম্য়ানেজারকে ৷ পুলিশ ফোনের টাওয়ার লোকেশন ফলো করে মালদার ইংরেজবাজারের একটি হোটেল থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে ৷ সেখানেই সুজিত চক্রবর্তী নামে ওই আধিকারিককে অপহরণ করে রাখা হয়েছিল ৷

area manager of a privat company was kidnap on 27 january police rescu him from malda and 4 arrested
বেসরকারি সংস্থার আধিকারিককে অপহরণ করে মুক্তিপণ দাবি, মালদা থেকে উদ্ধার, গ্রেপ্তার 4
author img

By

Published : Jan 30, 2021, 5:20 PM IST

পূর্ব বর্ধমান, 29 জানুয়ারি : কোটি টাকার বেশি মুক্তিপণ চেয়ে এক বেসরকারি সংস্থার এরিয়া ম্যানেজারকে অপহরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ উদ্ধার করা হয়েছে পূর্ব বর্ধমানের অপহৃত ওই এরিয়া ম্য়ানেজারকে ৷ শুক্রবার অপহরণকারীদের মোবাইল লোকেশন ট্রেস করে মালদার একটি হোটেল থেকে অপহৃত সুজিত চক্রবর্তীকে উদ্ধার করে পুলিশ ৷ ধৃতেরা সবাই মালদার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, গত 27 জানুয়ারি বুধবার অফিসের গাড়িতে পূর্ব বর্ধমানের নবাবহাটে নামেন সুজিত চক্রবর্তীর ৷ এরপর থেকে তাঁকে আর ফোনে পাওয়া যায়নি ৷ এরপর রাতেই কোম্পানির প্রজেক্ট ম্য়াজারের কাছে সুজিতবাবুর জন্য় মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা ৷ তাঁর কাছে 1 কোটি 30 লক্ষ টাকা চাওয়া হয় ৷ এরপরেই পুলিশে যোগাযোগ করেন ওই বেসরকারি কোম্পানির প্রজেক্ট ম্য়ানেজার ৷ পুলিশের তদন্ত চলাকালীনই পরেরদিন আরও তিনবার ফোন করে অপহরণকারীরা ৷ সেখা 28 জানুয়ারি বেলা 12টার মধ্য়ে মুক্তিপণের টাকা পৌঁছে দিতে বলা হয় ৷ এরপর পুলিশ সেই ফোনের টাওয়ার লোকেশন ফলো করে মালদার ইংরেজবাজারের একটি জায়গা খুঁজে বের করে ৷ সেখানে একটি পুলিশের একটি দলকে পাঠানো হয় ৷ এরপর ইংরেজবাজার থানার মদতে শুক্রবার একটি হোটেল থেকে সুজিত চক্রবর্তীকে উদ্ধার করে পুলিশ ৷ গ্রেপ্তার করা হয় 4 জনকে ৷

আরও পড়ুন : দুবাইয়ে চাকরির প্রতিশ্রুতি, প্রতারণার প্রতিশোধ নিতেই অপহরণ ?

আজ সুজিতবাবু সহ ওই 4 অভিযুক্তকে পূর্ব বর্ধমানে নিয়ে আসা হয় ৷ পুলিশ ইপহরণকারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ কেন তারা ওই বেসরকারি কোম্পানির এরিয়া ম্য়ানেজারকে অপরহণ করেছিল ? এর পিছনে কোনও ব্য়ক্তিগত শত্রুতা না কি সংস্থার সঙ্গে লেনদেন সংক্রান্ত ঝামেলা? তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা ৷

পূর্ব বর্ধমান, 29 জানুয়ারি : কোটি টাকার বেশি মুক্তিপণ চেয়ে এক বেসরকারি সংস্থার এরিয়া ম্যানেজারকে অপহরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ উদ্ধার করা হয়েছে পূর্ব বর্ধমানের অপহৃত ওই এরিয়া ম্য়ানেজারকে ৷ শুক্রবার অপহরণকারীদের মোবাইল লোকেশন ট্রেস করে মালদার একটি হোটেল থেকে অপহৃত সুজিত চক্রবর্তীকে উদ্ধার করে পুলিশ ৷ ধৃতেরা সবাই মালদার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, গত 27 জানুয়ারি বুধবার অফিসের গাড়িতে পূর্ব বর্ধমানের নবাবহাটে নামেন সুজিত চক্রবর্তীর ৷ এরপর থেকে তাঁকে আর ফোনে পাওয়া যায়নি ৷ এরপর রাতেই কোম্পানির প্রজেক্ট ম্য়াজারের কাছে সুজিতবাবুর জন্য় মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারীরা ৷ তাঁর কাছে 1 কোটি 30 লক্ষ টাকা চাওয়া হয় ৷ এরপরেই পুলিশে যোগাযোগ করেন ওই বেসরকারি কোম্পানির প্রজেক্ট ম্য়ানেজার ৷ পুলিশের তদন্ত চলাকালীনই পরেরদিন আরও তিনবার ফোন করে অপহরণকারীরা ৷ সেখা 28 জানুয়ারি বেলা 12টার মধ্য়ে মুক্তিপণের টাকা পৌঁছে দিতে বলা হয় ৷ এরপর পুলিশ সেই ফোনের টাওয়ার লোকেশন ফলো করে মালদার ইংরেজবাজারের একটি জায়গা খুঁজে বের করে ৷ সেখানে একটি পুলিশের একটি দলকে পাঠানো হয় ৷ এরপর ইংরেজবাজার থানার মদতে শুক্রবার একটি হোটেল থেকে সুজিত চক্রবর্তীকে উদ্ধার করে পুলিশ ৷ গ্রেপ্তার করা হয় 4 জনকে ৷

আরও পড়ুন : দুবাইয়ে চাকরির প্রতিশ্রুতি, প্রতারণার প্রতিশোধ নিতেই অপহরণ ?

আজ সুজিতবাবু সহ ওই 4 অভিযুক্তকে পূর্ব বর্ধমানে নিয়ে আসা হয় ৷ পুলিশ ইপহরণকারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ কেন তারা ওই বেসরকারি কোম্পানির এরিয়া ম্য়ানেজারকে অপরহণ করেছিল ? এর পিছনে কোনও ব্য়ক্তিগত শত্রুতা না কি সংস্থার সঙ্গে লেনদেন সংক্রান্ত ঝামেলা? তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.