ETV Bharat / state

"তৃণমূলে শিক্ষার পরিবেশ আছে"; বিরোধীদের গোরু, কুকুর বলে মন্তব্য অনুব্রতর - CPM-কে কটাক্ষ অনুব্রতর

দিলীপ ঘোষকে বুড়ো গরু ও CPI(M)-কে কুকুরের সঙ্গে তুলনা করে অনুব্রত বললেন, তৃণমূলে শিক্ষার পরিবেশ আছে ।

Anubrata Mondal
তৃণমূলে শিক্ষার পরিবেশ আছে, বললেন অনুব্রত
author img

By

Published : Jan 20, 2020, 11:29 PM IST

বর্ধমান, 20 জানুয়ারি : দিলীপ ঘোষকে বুড়ো গরু বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । আজ বিকেলে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বেরেন্ডা ফুটবল ময়দানে NRC ও নাগরিকত্ব সংশোধনী আইলের প্রতিবাদ জানিয়ে জনসভা করে তৃণমূল । সেই মঞ্চ থেকে দিলীপ ঘোষকে আক্রমণ করেন অনুব্রত মণ্ডল ।

তিনি বলেন, "গ্রাম্য ভাষায় একটা কথা আছে, গোরুর যখন বয়স হয়ে যায় তখন সে আর হাল টানতে পারে না । তখন সেই গোরুকে বিশ্রাম দেওয়া হয় কিংবা তার পরিবর্তে নতুন গোরু আনা হয় । ওর তো বয়স হয়ে গেছে ৷ তাই ওই গোরুর আর কোনও দাম নেই ।"

কী বললেন অনুব্রত মণ্ডল ? দেখুন ভিডিয়ো...

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তাঁর মায়ের জন্মের প্রমাণ জোগাড় করতেও বলেন অনুব্রত মণ্ডল । তিনি বলেন, "তোমার মাযের বার্থ সার্টিফিকেট যেভাবে জোগাড় করবে, সাধারণ মানুষও সেভাবে বার্থ সার্টিফিকেট জোগাড় করবে । সেই প্রক্রিয়া যেন প্রধানমন্ত্রী দেখিয়ে দেন ।" অন্যদিকে, CPI(M)-কেও কুকুরের সঙ্গে তুলনা করে তিনি বলেন, তৃণমূলে শিক্ষার পরিবেশ আছে ।

বর্ধমান, 20 জানুয়ারি : দিলীপ ঘোষকে বুড়ো গরু বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । আজ বিকেলে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের বেরেন্ডা ফুটবল ময়দানে NRC ও নাগরিকত্ব সংশোধনী আইলের প্রতিবাদ জানিয়ে জনসভা করে তৃণমূল । সেই মঞ্চ থেকে দিলীপ ঘোষকে আক্রমণ করেন অনুব্রত মণ্ডল ।

তিনি বলেন, "গ্রাম্য ভাষায় একটা কথা আছে, গোরুর যখন বয়স হয়ে যায় তখন সে আর হাল টানতে পারে না । তখন সেই গোরুকে বিশ্রাম দেওয়া হয় কিংবা তার পরিবর্তে নতুন গোরু আনা হয় । ওর তো বয়স হয়ে গেছে ৷ তাই ওই গোরুর আর কোনও দাম নেই ।"

কী বললেন অনুব্রত মণ্ডল ? দেখুন ভিডিয়ো...

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তাঁর মায়ের জন্মের প্রমাণ জোগাড় করতেও বলেন অনুব্রত মণ্ডল । তিনি বলেন, "তোমার মাযের বার্থ সার্টিফিকেট যেভাবে জোগাড় করবে, সাধারণ মানুষও সেভাবে বার্থ সার্টিফিকেট জোগাড় করবে । সেই প্রক্রিয়া যেন প্রধানমন্ত্রী দেখিয়ে দেন ।" অন্যদিকে, CPI(M)-কেও কুকুরের সঙ্গে তুলনা করে তিনি বলেন, তৃণমূলে শিক্ষার পরিবেশ আছে ।

Intro:
দিলীপ ঘোষকে বুড়ো গরু ও সিপিএমকে কুকুরের সঙ্গে তুলনা করে অনুব্রত বললেন তৃণমূলে শিক্ষার পরিবেশ আছে

পুলক যশ , আউশগ্রাম

দিলীপ ঘোষকে বুড়ো গরু বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সোমবার বিকালে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম এর বেরেন্ডা ফুটবল ময়দানে এনআরসি ও সংশোধনী নাগরিকত্ব বিলের প্রতিবাদ জানিয়ে জনসভা করে তৃণমূল কংগ্রেস ।সেই মঞ্চ থেকে দিলীপ ঘোষকে একহাত নেন অনুব্রত মণ্ডল ।তিনি বলেন গ্রাম্য ভাষায় একটা কথা আছে, গরুর যখন বয়স হয়ে যায় তখন সে আর হাল টানতে পারে না । তখন সেই গরুকে বিশ্রাম দেওয়া হয় কিংবা তার পরিবর্তে নতুন গরু আনা হয়। ওর তো বয়স হয়ে গেছে তাই ওই গরুর আর কোন দাম নেই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তার মায়ের জন্ম সার্টিফিকেট জোগাড় করা নিয়েও কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন তোমার মাযের জন্ম সার্টিফিকেট যেভাবে জোগাড় করে সেই ভাবে সাধারণ মানুষও জন্ম সার্টিফিকেট জোগাড় করবে সেই প্রক্রিয়া যেন প্রধানমন্ত্রীর দেখিয়ে দেয়। অন্যদিকে সিপিএম কেউ কুকুরের সঙ্গে তুলনা করে একহাত নেন অনুব্রত ।


Body:দিলীপ ঘোষকে বুড়ো গরু ও সিপিএমকে কুকুরের সঙ্গে তুলনা করে অনুব্রত বললেন তৃণমূলে শিক্ষার পরিবেশ আছে


Conclusion:দিলীপ ঘোষকে বুড়ো গরু ও সিপিএমকে কুকুরের সঙ্গে তুলনা করে অনুব্রত বললেন তৃণমূলে শিক্ষার পরিবেশ আছে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.