বর্ধমান , 27 এপ্রিল : বর্ধমানের কোরোনা হাসপাতালে ফের মৃত্যু হল একজনের । তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি । তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে । অন্যদিকে , আজ নতুন করে কোরোনা হাসপাতালে আট জনকে ভরতি করা হয়েছে ৷
জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে , এখনও পর্যন্ত হাসপাতালে মোট 65 জন ভরতি রয়েছেন । তাঁদের মধ্যে আটজনকে CCU তে রাখা হয়েছে । আজ 23 জনকে সেখান থেকে ছুটি দেওয়া হয়েছে । এছাড়া 10 জনকে অক্সিজেন দিতে হচ্ছে ও আর একজনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে ।
অন্যদিকে, বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসোলেশনে দুইজনকে ভরতি করা হয়েছে ৷ কাটোয়ার আইসোলেশনে ভরতি করা হয়েছে একজনকে ।
উল্লেখ্য , গতকালই কোরোনা হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে ৷ তাঁরও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি ৷ তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি ৷