বর্ধমান, 17 নভেম্বর : মিড-ডে-মিলের আর্থিক অনুদানের টাকা তছরুপের অভিযোগ উঠল বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে । খবর পেয়ে বুধবার জেলা শিক্ষা বিভাগের আধিকারিকরা ঘটনার তদন্ত করতে স্কুলে যান । এই খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক শম্ভুনাথ চক্রবর্তী ।
বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাল আর্থিক তছরূপের এই অভিযোগ করেছেন ৷ হাই স্কুলের সেকেন্ডারি বিভাগের প্রধান শিক্ষক শম্ভুনাথ চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষা বিভাগে অভিযোগ জানান তিনি । সেই অভিযোগের ভিত্তিতেই আধিকারিকরা স্কুলে তদন্তে আসেন ৷ এর আগেও পুরনো গাছ কাটাকে কেন্দ্র করে প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক বর্ধমান থানায় সেকেন্ডারির প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন । যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল ।
আরও পড়ুন : Kali Puja 2021 : কালীমূর্তির পায়ে বেল কাঁটা ফুটিয়ে রক্ত বের করে প্রাণের প্রমাণ দেন সাধক কমলাকান্ত
এই বিষয়ে প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাল জানান, অভিভাবকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেওয়া হয়েছে । কিন্তু সেই টাকা সৎভাবে ব্যয় করা হয়নি । একটা গোষ্ঠী সেই টাকা আত্মসাৎ করেছে । মিড ডে মিলের টাকা তছরূপ হয়েছে । সেকেন্ডারির প্রধান শিক্ষক ডঃ শম্ভুনাথ চক্রবর্তী কখনও নিজের নামে কখনও অধঃস্তন কর্মচারীর নামে টাকাগুলো তুলে আত্মসাৎ করেছেন । নিজের নামে চেক তুলেছেন, যেটা একজন আধিকারিক করতে পারেন না । স্কুলের প্রধান শিক্ষক হয়ে কাজটা কী করে করেছেন সেটা উনিই বলতে পারবেন । রাজ্যের মধ্যে একটা নামকরা স্কুলে এইভাবে বদনাম হচ্ছে । উনি একদিকে যেমন প্রধান শিক্ষকের কাজ করেছেন অন্যদিকে তিনি কনট্রাকটরি করেছেন । আশাকরি তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
সেকেন্ডারি বিভাগের প্রধান শিক্ষক ডঃ শম্ভুনাথ চক্রবর্তী জানান, প্রাইমারি বিভাগের প্রধান শিক্ষকের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে আধিকারিকরা এসেছিলেন । তিনি মিড-ডে-মিল সংক্রান্ত বেশ কিছু অভিযোগ করেছেন । তদন্তকারীদের যা বলার সেগুলো বিভিন্ন ডকুমেন্ট দিয়ে জানিয়েছি । নতুন প্রধান শিক্ষক আসার পরে উনি একের পর এক অভিযোগ করে যাচ্ছেন । এরকম লোকজন ঢোকার জন্য স্কুলে সুনাম নষ্ট হচ্ছে ।অনেক পুরোনো নামকরা স্কুল এইভাবে বদনাম হলে স্কুলের গরিমা নষ্ট হবে ।
আরও পড়ুন : Elephant Attack : বৃষ্টিতে মশাল জ্বেলে কাজে সমস্যা, আউশগ্রামে হাতি তাড়াতে চিন্তায় হুলা পার্টি