গলসি, 22 নভেম্বর : দলীয় পতাকা ও ফেস্টুন টাঙানোর সময় BJP কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ পূর্ব বর্ধমানের গলসি 1 ব্লকের পোতনা গ্রামের ঘটনা ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।
স্থানীয় নেতা ঝুলন দত্তর উপস্থিতিতে পতাকা ও ফেস্টুন লাগানোর কাজ করছিলেন BJP কর্মী-সমর্থকরা ৷ সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের মারধর করে বলে অভিযোগ ৷ ঘটনায় জখম হন ঝুলন দত্ত ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ।
BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে ৷ রবিবার পোতনা গ্রামে মহিলা মোর্চার একটি বৈঠক হওয়ার কথা । তার প্রচার করার জন্য কর্মী-সমর্থকরা ফেস্টুন, দলীয় পতাকা টাঙানোর কাজ করছিল । অভিযোগ, সেই সময় তাঁদের লাঠি, রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারা হয় ৷
যদিও তৃণমূল কংগ্রেসের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাঁদের দাবি, এই ঘটনা BJP-র গোষ্ঠী কোন্দলের জন্যই ঘটেছে ৷