বর্ধমান, 12 জুলাই : বিজেপি করার 'অপরাধে' এক কর্মীর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বর্ধমানে ৷ রবিবার বর্ধমানের পুলিশ লাইন সংলগ্ন রাখাল পীরতলা এলাকায় ওই ভাঙা জায়গা পরিদর্শন করে এই অভিযোগ করেন বিজেপির রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় । যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাবি, দীর্ঘদিন ধরে অন্যজনের জায়গায় জোর করে ঘর বানিয়ে বসবাস করছিল ওই পরিবার । সেই জায়গার মালিকই ওই বাড়ি উচ্ছেদ করেছে । এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কিংবা রাজনীতির কোনও যোগ নেই । বিজেপি এটাকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে ।
বিজেপির অভিযোগ, গত দু'দিন আগে দলীয় কর্মী প্রশান্ত আইচের বাড়ি-ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেয় তৃণমূলের লোকজন । এই ঘটনায় বিজেপি কর্মী প্রশান্তবাবুর দাবি পরিবার-সহ ওই জায়গায় প্রায় 40 বছর ধরে বসবাস করছেন তাঁরা ৷ কিন্তু হঠাৎ মহম্মদ হোসেন নামে এক ব্যক্তি এসে দাবি করেন এই জায়গার মালিক তাঁকে জায়গাটি বিক্রি করেছে ৷ এরপরই সে বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে দেয় ৷
এমনকি বাড়ির জিনিসপত্রও লুঠ করা হয় বলে অভিযোগ করেন প্রশান্তবাবু । প্রতিবাদ করতে গেলে তাঁর ভাইকে মারধর করা হয় । প্রশান্তবাবুর মায়ের অভিযোগ, তাঁর ছেলে বিজেপি করে বলেই তাদের উপরে এই অত্যাচার । এখন এই অবস্থায় তাঁরা কোথায় থাকবেন ভেবে পাচ্ছেন না ।
আরও পড়ুন : সুদীপ্ত সেনের থেকে 80 কোটি টাকা কেড়ে নিয়েছিলেন মুকুল, বিস্ফোরক মনোজ নাগেল
এই ঘটনায় বিজেপির রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানান, শুধুমাত্র বিজেপি করার অপরাধে এক দলীয় কর্মীর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে । এই ঘটনার তীব্র নিন্দা করছি । বিষয়টি উচ্চ মহলে জানানো হবে । বিষয়টি নিয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।
জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত নেই । বিজেপি অহেতুক তৃণমূলকে দুষছে ৷"