ETV Bharat / state

রোগীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ কালনায়

চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হল রোগীর ৷ এমনই অভিযোগ উঠল কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে । ঘটনায় মৃত্যু হয়েছে ওই রোগীর ।

মৃত রোগী
author img

By

Published : Oct 13, 2019, 11:05 PM IST

কালনা, 13 অক্টোবর : যন্ত্রণায় কাতর রোগী । তবুও হেলদোল নেই চিকিৎসকের ৷ হাসপাতালের ঘরে বসে TV দেখতে ব্যস্ত চিকিৎসক । আসেননি রোগীকে দেখতে ৷ গাফিলতিতে মৃত্যু হল রোগীর ৷ এমনই অভিযোগ উঠল কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে । ঘটনায় মৃত্যু হয়েছে ওই রোগীর । নাম কিশোর দাস (34) ।

জ্বর ও বমির কারণে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হয়েছিলেন পূর্ব বর্ধমানের মেমারির আমোদপুরের বাসিন্দা কিশোর । আজ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে কিশোরের । নার্সদের কাছে গেলে তাঁরা জরুরি বিভাগের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন । সেইমতো জরুরি বিভাগের চিকিৎসকের কাছে যায় রোগীর পরিবার । অভিযোগ, বার বার ওই চিকিৎসককে ডাকলেও রোগী দেখতে আসেননি তিনি । বরং, নিজের ঘরে বসে TV দেখছিলেন ।

রোগীর আত্মীয় কৃষ্ণ মণ্ডল বলেন, "জরুরি বিভাগের চিকিৎসক ঘরে বসে টিভি দেখছিলেন । অনুরোধ করলেও আসেননি । পরে যখন উনি এলেন, ততক্ষণে রোগী মারা গেছে ।" রোগী মৃত্যুর এই খবর ছড়াতেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এ বিষয়ে হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, "রোগী মৃত্যুকে কেন্দ্র করে অশান্তির খবর শুনেছি । কিন্তু রোগীর পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ করা হয়নি । এই ঘটনায় চিকিৎসকের কোনও গাফিলতি আছে কি না তা তদন্ত করে দেখব । "

কালনা, 13 অক্টোবর : যন্ত্রণায় কাতর রোগী । তবুও হেলদোল নেই চিকিৎসকের ৷ হাসপাতালের ঘরে বসে TV দেখতে ব্যস্ত চিকিৎসক । আসেননি রোগীকে দেখতে ৷ গাফিলতিতে মৃত্যু হল রোগীর ৷ এমনই অভিযোগ উঠল কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে । ঘটনায় মৃত্যু হয়েছে ওই রোগীর । নাম কিশোর দাস (34) ।

জ্বর ও বমির কারণে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হয়েছিলেন পূর্ব বর্ধমানের মেমারির আমোদপুরের বাসিন্দা কিশোর । আজ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে কিশোরের । নার্সদের কাছে গেলে তাঁরা জরুরি বিভাগের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন । সেইমতো জরুরি বিভাগের চিকিৎসকের কাছে যায় রোগীর পরিবার । অভিযোগ, বার বার ওই চিকিৎসককে ডাকলেও রোগী দেখতে আসেননি তিনি । বরং, নিজের ঘরে বসে TV দেখছিলেন ।

রোগীর আত্মীয় কৃষ্ণ মণ্ডল বলেন, "জরুরি বিভাগের চিকিৎসক ঘরে বসে টিভি দেখছিলেন । অনুরোধ করলেও আসেননি । পরে যখন উনি এলেন, ততক্ষণে রোগী মারা গেছে ।" রোগী মৃত্যুর এই খবর ছড়াতেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থানে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এ বিষয়ে হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, "রোগী মৃত্যুকে কেন্দ্র করে অশান্তির খবর শুনেছি । কিন্তু রোগীর পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ করা হয়নি । এই ঘটনায় চিকিৎসকের কোনও গাফিলতি আছে কি না তা তদন্ত করে দেখব । "

Intro:যন্ত্রণায় ছটফট করতে করতে রোগী মরে গেল, চিকিৎসক দেখছেন টিভি, অভিযোগ পরিবারের

পুলক যশ, কালনা


রোগী বেডে যন্ত্রণায় ছটফট করছেন আর চিকিৎসক তখন টিভি দেখতে ব্যস্ত। রোগীর আত্মীয় পরিজন চিকিৎসককে হাতেপায়ে ধরেও রোগীর কাছে আনতে পারেননি। চিকিৎসক যখন দেখতে এলেন তার পাঁচ মিনিটের মধ্যেই মৃত্যু হল রোগীর। এমনই গুরুতর অভিযোগ করলেন মৃতের পরিবার। পূর্ব বর্ধমান জেলার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। হাসপাতাল সুপার জানিয়েছেন তার কাছে লিখিতভাবে কোন অভিযোগ জমা না পড়লেও তিনি ঘটনার কথা শুনেছেন বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে মেমারির আমাদপুরের বাসিন্দা কিশোর দাস (৩৪) জ্বর বমি উপসর্গ নিয়ে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়।
রোগীর পরিবারের লোকজনের দাবি রোগী যন্ত্রনায় কাতরালেও জরুরি বিভাগের চিকিৎসক টিভি দেখতে ব্যস্ত ছিলেন।বারবার ডেকেও তিনি আসেননি।এই বিষয়ে রোগীর আত্মীয় কৃষ্ণ মন্ডল বলেন,‘রোগী বেডে যন্ত্রনায় ছটপট করছিলো।চিকিৎসকের হাতেপায়ে ধরেও তিনি রুগী দেখতে যাননি।তাই বেডেই মৃত্যু হয় কিশোরের।এই বিষয়ে আমরা অভিযোগ জানাবো।’মৃত ব্যক্তির স্ত্রী সোমা দাস বলেন,‘গভীর রাতে স্বামীর অবস্থার অবনতি হয়।নার্সদের জানালে জরুরী বিভাগের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেয়।জরুরি বিভাগের চিকিৎসক তখন ঘরে বসে টিভি দেখছিলেন,অনুরোধ করেও আসেননি।ঠিকমতো চিকিৎসা হলে এই ঘটনা ঘটতো না।’
এদিকে রোগী মৃত্যুর পরে উত্তেজনা ছড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।এই বিষয়ে হাসপাতাল সুপার ডাঃ কৃষ্ণচন্দ্র বড়াই বলেন,‘ রোগী মৃত্যুকে কেন্দ্র করে ঝামেলার খবর শুনেছি। কিন্তু রোগীর পরিবার কোন লিখিত অভিযোগ এখনো করেনি। তবুও যেহেতু আমি ঘটনার কথা শুনেছি তাই কেন ও কিভাবে ঘটনা ঘটল। চিকিৎসকের গাফিলতি আছে কি না তা অবশ্যই তদন্ত করে দেখবো।'Body:যন্ত্রণায় Conclusion:ছটফট রোগীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.