কেতুগ্রাম, 12 মে: একশো দিনের টাকা কেন্দ্র অনৈতিকভাবে আটকে রেখেছে এই অভিযোগ ছিলই, এবার আর আবাস যোজনার টাকাও দিল্লি থেকে ছিনিয়ে আনা হবে বলে সাফ জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তবে এক্ষেত্রে এবার রাম মন্দির ইস্যুকে তুলে আনলেন অভিষেক ৷ তাঁর স্পষ্ট অভিযোগ, ঘটা করে রাম মন্দির হলেও রাজ্যের আবাস যোজনার টাকা বন্ধ ৷ কেন্দ্রের এই বিমাতৃসুলভ আচরণের সঙ্গেই শুক্রবার জনসমর্থনের নিরিখে 2026 সালে দল আরও কয়েকগুণ এগিয়ে যাবে বলেও চূড়ান্ত আশাবাদী দেখাল অভিষেককে ৷
পূর্ব বর্ধমানের কেতুগ্রামের পাঁচুন্দি মোড়ের জনসভা থেকে এদিন একের পর এক হুংকার দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তাঁর অভিযোগ, একশো দিনের কাজে 80 শতাংশ মানুষ টাকা পাচ্ছে না, বাংলা আবাস যোজনার টাকাও পাচ্ছে না। এরপরই এই ইস্যুতে অযোধ্য়ার রাম মন্দিরকে টেনে আনেন অভিষেক ৷ তিনি বলেন, "আজ রাম মন্দির হচ্ছে, অস্ত্রের ঝনঝনানি হচ্ছে কিন্তু আপনার আবাস যোজনার টাকা বন্ধ।" এগারো লক্ষ 36 হাজার পরিবার আবেদন করেও এই টাকা পায়নি বলেও দাবি করেন তিনি। কেন্দ্র ইচ্ছাকৃতভাবে বাংলার টাকা আটকে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে যেভাবে এদিন রাম মন্দিরকে টেনে আনলেন অভিষেক, তাতে রাজনৈতিক মহলের অনেকেই হতবাক ৷
গত বিধানসভায় পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেস 16টি আসনের মধ্যে সবকটিই তৃণমূল দখল করে ৷ তৃতীয় বারের জন্য রাজ্যে সরকার গড়তে সাহায্য হয়েছে। রাজ্যের অন্য কোনও জেলা এই ফলাফল দিতে পারেনি। এমনকী দক্ষিণ 24 পরগনাও নয়। আজ তা নিয়েও রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন অভিষেক ৷ পাশাপাশি ফের একবার আগামী লোকসভা ভোটের ডাকও এদিনের সভা থেকে দিয়েছেন অভিষেক ৷ তাঁর কথায়, "হিন্দু-মুসলিম বিভাজন যাতে না হয়, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্যই মানুষ মমতা বন্দ্যোপাধ্য়ায় সরকারকে ভোট দিয়েছে। অর্থাৎ প্রমাণ হয়ে গিয়েছে মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা শেষ কথা বলে না। তাই 2024 সালে জনগণই শেষ কথা বলবে।" এখানেই শেষ নয়, অভিষেকের সংযোজন, "এত ইডি-সিবিআই লাগিয়েছে, তাতে কী হয়েছে তৃণমূল কংগ্রেসের। কাঁচ কলা হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের নমুনা যেখানে যেখানে আছে মানুষ টের পাচ্ছে।"