কাটোয়া, 21 এপ্রিল : "নেতাজি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব । আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তুমি আমায় ৪২-এ ৪২ দাও, আগামী দিনে তোমায় আমি নতুন ভারতবর্ষ দেব । মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আজকে আমাদের শক্তিশালী করতে হবে ।" গতকাল কাটোয়ার জনসভায় বক্তব্য রাখতে এসে এইভাবেই নেতাজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় । কাটোয়ার গোবিন্দবাগান মাঠে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুনীলকুমার মণ্ডলের সমর্থনে নির্বাচনী জনসভা করতে এসেছিলেন অভিষেক । তিনি বলেন, "নেতাজি ইংরেজদের কাছে বশ্যতা স্বীকার করেননি । আর মমতা বন্দ্যোপাধ্যায়ও CPI(M)-এর কাছে আত্মসমর্পণ করেননি ।"
নেতাজি বলেছিলেন রক্ত দাও, মমতা বলছেন ৪২-এ ৪২ দাও : অভিষেক - netaji subhash chandra bose
"নেতাজি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব । আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তুমি আমায় ৪২-এ ৪২ দাও, আগামী দিনে তোমায় আমি নতুন ভারতবর্ষ দেব । মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আজকে আমাদের শক্তিশালী করতে হবে ।" গতকাল কাটোয়ার জনসভায় বক্তব্য রাখতে এসে এইভাবেই নেতাজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
কাটোয়া, 21 এপ্রিল : "নেতাজি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব । আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তুমি আমায় ৪২-এ ৪২ দাও, আগামী দিনে তোমায় আমি নতুন ভারতবর্ষ দেব । মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আজকে আমাদের শক্তিশালী করতে হবে ।" গতকাল কাটোয়ার জনসভায় বক্তব্য রাখতে এসে এইভাবেই নেতাজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় । কাটোয়ার গোবিন্দবাগান মাঠে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুনীলকুমার মণ্ডলের সমর্থনে নির্বাচনী জনসভা করতে এসেছিলেন অভিষেক । তিনি বলেন, "নেতাজি ইংরেজদের কাছে বশ্যতা স্বীকার করেননি । আর মমতা বন্দ্যোপাধ্যায়ও CPI(M)-এর কাছে আত্মসমর্পণ করেননি ।"
পুলক যশ, কাটোয়া
নেতাজি বলেছিলেন ‘তুমি আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব’ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তুমি আমায় ৪২ এ ৪২ দাও আগামী দিনে তোমায় আমি নতুন ভারতবর্ষ দেব। মমতা ব্যানার্জীর হাত আজকে আমাদের শক্তিশালী করতে হবে। শনিবার কাটোয়ার জনসভায় বক্তব্য রাখতে এসে এইভাবেই নেতাজির সঙ্গে মমতা ব্যানার্জীর তুলনা করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Body:প্রথম দু দফার ভোট প্রসঙ্গ তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইতিমধ্যে দু’দফার ভোট হয়ে গেছে । দু’দফার ভোটে তৃনমুল ৫-০ এগিয়ে গেছে । এখন লড়াইটা ৩৭ এ ৩৭ ।’ শনিবার দুপুরে দলীয় প্রার্থীর সমর্থনে কাটোয়ার জনসভায় এসে এমনই দাবি করলেন তৃনমুলের যুবনেতা তথা বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । এরপর তিনি বলেন, ‘প্রথম দফায় কোমড় ভেঙেছি । দ্বিতীয় দফায় ঘাড় ভেঙেছি । তৃতীয় দফায় পা ভাঙবো । চতুর্থ দফায় মাজা ভাঙবো । তারপর কনুই ভাঙবো । আর ২৩ মে বল হরি হরি বোল, ভারতীয় জনতা পার্টিকে খাটে তোল বলে এদের পরলোক গমন প্রক্রিয়াটাও বাংলার মানুষ করে দেবে ।’
Conclusion:অভিষেকের কথায়, ‘বর্ধমানে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোন প্রকল্পে উপকৃত হয়েছে । কিন্তু আপনি বুথে বুথে যান । কন্যাশ্রীর টাকা সবাই পেয়ে গেছে । সবুজ সাথী পেয়ে গেছে । রুপশ্রী পেয়ে গেছে । যুবশ্রী পেয়ে গেছে । মমতা ব্যানার্জীর মস্তিষ্ক প্রসুত কন্যাশ্রী আজকে বিশ্ববন্দিত হয়েছে ।’
এদিন কাটোয়ার পুর এলাকার গোবিন্দ বাগান মাঠে বর্ধমান পুর্ব লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুনীল কুমার মন্ডলের সমর্থনে নির্বাচনী জনসভা করতে আসেন তৃনমুলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ।