ETV Bharat / state

A Youth Died: খঞ্জন নিয়ে মহরম পালনের সময় মৃত্যু এক যুবকের - সেই সময় আঘাত সহ্য করতে না পেরে মৃত্যু এক যুবকের

খঞ্জন নিয়ে মহরম পালন চলছিল ৷ কিন্তু তার আঘাত সহ্য করতে না-পেরে মৃত্যু এক যুবকের। বছর একুশের ওই মৃত যুবকের নাম সাইরুল শেখ (A Youth Died while Celebrating Muharram)। তাঁর মৃত্যুতে কেতুগ্রামের আনখোনা গ্রামে নেমেছে শোকের ছায়া ৷

A Youth Died
খঞ্জন নিয়ে মহরম পালনের সময় মৃত্যু এক যুবকের
author img

By

Published : Aug 9, 2022, 10:24 PM IST

কেতুগ্রাম, 9 অগস্ট: মঙ্গলবার বিকালে মহরম উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের আনখোনা গ্রামে তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা চলতে চলতে হয় অঘটন ৷ মৃত্যু হয় এক যুবকের (A Youth Died while Celebrating Muharram)৷

এদিন খালি গায়ে যুবকরা ধারালো খঞ্জন চেনে বেঁধে নিজের পিঠে ও বুকে আঘাত করছিলেন। তাঁদের পিঠ ও বুক থেকে রক্ত ঝরে পড়ছিল ৷ এইভাবেই এগিয়ে চলছিল শোভাযাত্রা। শোভাযাত্রা দেখতে সাধারণ মানুষের ভিড়ও করেছিল। হঠাৎ দেখা যায় সাইরুল নামে ওই যুবক নিজের বুকে আঘাত করতে করতে মাটিতেই লুটিয়ে পড়েন।

তাঁকে তড়িঘড়ি কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, খঞ্জন নিয়ে যখন ওই যুবক নিজের পিঠে ও বুকে আঘাত করছিলেন তখন খঞ্জনের একটা ধারালো ফলা বুকের বাঁ-দিকের অংশে ঢুকে যায়। এরপরেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মৃতের পিশেমশাই আনু শেখ বলেন, "মহরমের শোভাযাত্রায় বেরিয়ে খঞ্জনের জন্য গায়ে আঘাত লাগে। তাঁকে গুরুতর আহত অবস্থায় কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্থাস্থ্যকেন্দ্রে ভরতি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়।"

আরও পড়ুন: আশুরার রাত কাটিয়ে আজ ‘দশই মহরম’, শোকে বিহ্বল শিয়ারা

কেতুগ্রাম, 9 অগস্ট: মঙ্গলবার বিকালে মহরম উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের আনখোনা গ্রামে তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা চলতে চলতে হয় অঘটন ৷ মৃত্যু হয় এক যুবকের (A Youth Died while Celebrating Muharram)৷

এদিন খালি গায়ে যুবকরা ধারালো খঞ্জন চেনে বেঁধে নিজের পিঠে ও বুকে আঘাত করছিলেন। তাঁদের পিঠ ও বুক থেকে রক্ত ঝরে পড়ছিল ৷ এইভাবেই এগিয়ে চলছিল শোভাযাত্রা। শোভাযাত্রা দেখতে সাধারণ মানুষের ভিড়ও করেছিল। হঠাৎ দেখা যায় সাইরুল নামে ওই যুবক নিজের বুকে আঘাত করতে করতে মাটিতেই লুটিয়ে পড়েন।

তাঁকে তড়িঘড়ি কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, খঞ্জন নিয়ে যখন ওই যুবক নিজের পিঠে ও বুকে আঘাত করছিলেন তখন খঞ্জনের একটা ধারালো ফলা বুকের বাঁ-দিকের অংশে ঢুকে যায়। এরপরেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মৃতের পিশেমশাই আনু শেখ বলেন, "মহরমের শোভাযাত্রায় বেরিয়ে খঞ্জনের জন্য গায়ে আঘাত লাগে। তাঁকে গুরুতর আহত অবস্থায় কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্থাস্থ্যকেন্দ্রে ভরতি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়।"

আরও পড়ুন: আশুরার রাত কাটিয়ে আজ ‘দশই মহরম’, শোকে বিহ্বল শিয়ারা

For All Latest Updates

TAGGED:

A Youth Died
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.