ETV Bharat / state

School Roof Collapsed: মিড ডে মিল খাওয়ার সময় ভেঙে পড়ল স্কুল ছাদের একাংশ - mangalkot news

দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই ভেঙে পড়ছে স্কুলবাড়ির একাংশ(School Roof Collapsed)৷ মঙ্গলবার মিড ডে মিল খাওয়ার সময়ই ফের এই ঘটনা ঘটে ৷ সেখানে সেই সময় কেউ না থাকায় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷ তবে শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা ৷

mangalkot
মিড ডে মিল খাওয়ার সময় ভেঙে পড়ল স্কুল ছাদের একাংশ
author img

By

Published : Aug 30, 2022, 10:53 PM IST

মঙ্গলকোট, 30 অগস্ট: ছাত্রছাত্রীরা তখন মিড-ডে মিল খেতে ব্যস্ত ৷ আর সেই সময়ই ভেঙে পড়ল স্কুলের ছাদের একটা অংশ(A part of school roof collapsed during mid day meal time)। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল ছাত্রছাত্রীরা । মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ মঙ্গলকোট(mangalkot news)অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৷

স্থানীয় ও স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলটি 1974 সালে তৈরির পর থেকে আর রক্ষণাবেক্ষণ হয়নি । এদিন যখন স্কুলের ছাত্রছাত্রীরা মিড-ডে মিল খেতে গিয়েছিল সেই সময় স্কুলের ছাদের একটা অংশ ভেঙে পড়ে । সেই সময় সেখানে কেউ না থাকায় কোনও বিপদ ঘটেনি । তবে এই ঘটনার জেরে আতঙ্কিত পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা । স্কুলের ছাদ-সহ বিভিন্ন অংশ ভেঙে পড়ছে মাঝেমধ্যেই । যে কোন সময় ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা বিপদে পড়তে পারেন ।

আরও পড়ুন : মিড-ডে মিল খেয়ে অসুস্থ পড়ুয়ারা, স্কুলে তালা ঝোলালেন অভিভাবকরা

এই বিষয়ে এক অভিভাবক রেশমা বিবি বলেন, "ছেলেকে লেখাপড়া শিখতে স্কুলে পাঠিয়েছি । কিন্তু সেখানে যদি বিপদ ঘটে কে দায়িত্ব নেবে । স্কুলের ছাদ ভেঙে পড়ছে । ছেলে স্কুলে যেতে চাইছে না । জোর করে স্কুলে পাঠাচ্ছি ৷ মনে কিন্তু ভয় রয়েই গিয়েছে । আমরা চাইছি স্কুলের ভবন সারাই করা হোক ।"

স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের কথায়, স্কুলটা অনেক পুরোনো । তাই বিভিন্ন অংশ ভেঙে পড়ছে । কিন্তু ছাত্রছাত্রীদের উপরে পড়েনি সেটাই রক্ষা । নাহলে বিপদ ঘটতে পারে । আমরা খুব আতঙ্কের মধ্যে আছি । প্রশাসনের তরফেও স্কুল দেখে গিয়েছে । তাঁরা ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন ।

আরও পড়ুন : নেই সরকারি বরাদ্দ, নিজেদের টাকায় পড়ুয়াদের মিড-ডে মিল খাওয়াচ্ছেন শিক্ষকরা

মঙ্গলকোট, 30 অগস্ট: ছাত্রছাত্রীরা তখন মিড-ডে মিল খেতে ব্যস্ত ৷ আর সেই সময়ই ভেঙে পড়ল স্কুলের ছাদের একটা অংশ(A part of school roof collapsed during mid day meal time)। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল ছাত্রছাত্রীরা । মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ মঙ্গলকোট(mangalkot news)অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ৷

স্থানীয় ও স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলটি 1974 সালে তৈরির পর থেকে আর রক্ষণাবেক্ষণ হয়নি । এদিন যখন স্কুলের ছাত্রছাত্রীরা মিড-ডে মিল খেতে গিয়েছিল সেই সময় স্কুলের ছাদের একটা অংশ ভেঙে পড়ে । সেই সময় সেখানে কেউ না থাকায় কোনও বিপদ ঘটেনি । তবে এই ঘটনার জেরে আতঙ্কিত পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা । স্কুলের ছাদ-সহ বিভিন্ন অংশ ভেঙে পড়ছে মাঝেমধ্যেই । যে কোন সময় ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা বিপদে পড়তে পারেন ।

আরও পড়ুন : মিড-ডে মিল খেয়ে অসুস্থ পড়ুয়ারা, স্কুলে তালা ঝোলালেন অভিভাবকরা

এই বিষয়ে এক অভিভাবক রেশমা বিবি বলেন, "ছেলেকে লেখাপড়া শিখতে স্কুলে পাঠিয়েছি । কিন্তু সেখানে যদি বিপদ ঘটে কে দায়িত্ব নেবে । স্কুলের ছাদ ভেঙে পড়ছে । ছেলে স্কুলে যেতে চাইছে না । জোর করে স্কুলে পাঠাচ্ছি ৷ মনে কিন্তু ভয় রয়েই গিয়েছে । আমরা চাইছি স্কুলের ভবন সারাই করা হোক ।"

স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের কথায়, স্কুলটা অনেক পুরোনো । তাই বিভিন্ন অংশ ভেঙে পড়ছে । কিন্তু ছাত্রছাত্রীদের উপরে পড়েনি সেটাই রক্ষা । নাহলে বিপদ ঘটতে পারে । আমরা খুব আতঙ্কের মধ্যে আছি । প্রশাসনের তরফেও স্কুল দেখে গিয়েছে । তাঁরা ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন ।

আরও পড়ুন : নেই সরকারি বরাদ্দ, নিজেদের টাকায় পড়ুয়াদের মিড-ডে মিল খাওয়াচ্ছেন শিক্ষকরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.