ETV Bharat / state

গুসকরায় পুলিশের তাড়া খেয়ে পুকুরে ঝাঁপ ব্যক্তির, পরে মৃত্যু - Gushkara incident

স্থানীয়দের অভিযোগ, পুলিশ জানার পরও ওই ব্যক্তিকে উদ্ধারের কোনও চেষ্টা করেনি ৷ পরে আজ বিকেলে স্থানীয়রা নিজেদের উদ্যোগে ওই ব্যক্তির খোঁজ শুরু করেন ৷ পরে তার মৃতদেহ উদ্ধার হয় ৷

পুলিশের তাড়া খেয়ে পুকুরে ঝাঁপ
পুলিশের তাড়া খেয়ে পুকুরে ঝাঁপ
author img

By

Published : Oct 20, 2020, 10:30 PM IST

গুসকরা, 20 অক্টোবর : জুয়ার ঠেকে পুলিশ অভিযান চালালে তাদের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দেয় এক ব্যক্তি ৷ আজ বিকেল তার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা ৷ এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা ৷

মৃতের নাম অনির্বাণ মণ্ডল (36) ৷ বাড়ি গুসকরায় ৷ গুসকরা শহরের 15 নম্বর ওয়ার্ডের ময়রাকল এলাকায় সোমবার রাতে জুয়ার আসর বসেছিল ৷ খবর পেয়ে গভীর রাতে জুয়ার ঠেকে হানা দেয় গুসকরা ফাঁড়ির পুলিশ । পুলিশের তাড়া খেয়ে তিনজন পুকুরে ঝাঁপ মারে ৷ পুলিশ তাদের উঠে আসতে বললে, দু'জন উঠে আসে ৷ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় ৷ কিন্তু ওই ব্যক্তি উঠতে পারেনি ৷ স্থানীয়দের অভিযোগ, পুলিশ তা জানার পরও ওই ব্যক্তিকে উদ্ধারের কোনও চেষ্টা করেনি ৷

পুলিশ চলে যাওয়ার পর স্থানীয়রা পুকুর পাড়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন ৷ আজ সকালেও তল্লাশি করা হয় ৷ কিন্তু অনির্বাণের কোনও খোঁজ না মেলায় স্থানীয়রাই অবশেষে উদ্যোগ নিয়ে পুকুরে নামেন ৷ বিকেলে তার মৃতদেহ উদ্ধার হয় ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ তাঁদের বক্তব্য, পুলিশ যদি গতরাতেই তার খোঁজ করত, তাহলে অকালে এভাবে মরতে হত না তাকে ৷

গুসকরা ফাঁড়ির পুলিশ জানিয়েছে, আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠানো হবে ৷ আজ সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি ৷

গুসকরা, 20 অক্টোবর : জুয়ার ঠেকে পুলিশ অভিযান চালালে তাদের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দেয় এক ব্যক্তি ৷ আজ বিকেল তার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা ৷ এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা ৷

মৃতের নাম অনির্বাণ মণ্ডল (36) ৷ বাড়ি গুসকরায় ৷ গুসকরা শহরের 15 নম্বর ওয়ার্ডের ময়রাকল এলাকায় সোমবার রাতে জুয়ার আসর বসেছিল ৷ খবর পেয়ে গভীর রাতে জুয়ার ঠেকে হানা দেয় গুসকরা ফাঁড়ির পুলিশ । পুলিশের তাড়া খেয়ে তিনজন পুকুরে ঝাঁপ মারে ৷ পুলিশ তাদের উঠে আসতে বললে, দু'জন উঠে আসে ৷ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় ৷ কিন্তু ওই ব্যক্তি উঠতে পারেনি ৷ স্থানীয়দের অভিযোগ, পুলিশ তা জানার পরও ওই ব্যক্তিকে উদ্ধারের কোনও চেষ্টা করেনি ৷

পুলিশ চলে যাওয়ার পর স্থানীয়রা পুকুর পাড়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন ৷ আজ সকালেও তল্লাশি করা হয় ৷ কিন্তু অনির্বাণের কোনও খোঁজ না মেলায় স্থানীয়রাই অবশেষে উদ্যোগ নিয়ে পুকুরে নামেন ৷ বিকেলে তার মৃতদেহ উদ্ধার হয় ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ তাঁদের বক্তব্য, পুলিশ যদি গতরাতেই তার খোঁজ করত, তাহলে অকালে এভাবে মরতে হত না তাকে ৷

গুসকরা ফাঁড়ির পুলিশ জানিয়েছে, আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠানো হবে ৷ আজ সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.