ETV Bharat / state

কোরোনা : বর্ধমানে নতুন করে আক্রান্ত 89 - বর্ধমানে নতুন করে আক্রান্ত 89

জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী জেলায় এখনও পর্যন্ত 538 জন কোয়ারানটিনে রয়েছেন । হোম কোয়ারানটিনে রয়েছেন 736 জন । নতুন করে আক্রান্ত হয়েছেন 89 । তাদের মধ্যে 11 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

ছবি
ছবি
author img

By

Published : Sep 5, 2020, 12:58 PM IST

বর্ধমান, 5 সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলায় ফের কোরোনায় আক্রান্ত 89 জন । এই নিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় তিন হাজারের কাছাকাছি । গত 24 ঘণ্টায় কোনও কোরোনা রোগীর মৃত্যু হয়নি ।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বর্ধমানে নতুন করে 89 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এর মধ্যে বর্ধমান পৌরসভা এলাকায় 24 জন,কাটোয়া পৌরসভা এলাকায় 7 জন, মেমারি পৌরসভা এলাকায় 2 জন, গুসকরা পৌরসভা এলাকায় 6 জন, আউশগ্রাম 2 নম্বর ব্লকে 1 জন, ভাতার ব্লকে 1 জন, বর্ধমান 1 নম্বর ব্লকে 15 জন, বর্ধমান 2 নম্বর ব্লকে 6 জন, গলসি 1 নম্বর ব্লকে 5 জন, কালনা 1 নম্বর ব্লকে 3 জন, কাটোয়া 1 নম্বর ব্লকে 1 জন, কাটোয়া 2 নম্বর ব্লকে 1 জন, কেতুগ্রাম 2 নম্বর ব্লকে 2 জন, মেমারি 1 নম্বর ব্লকে 8 জন, মঙ্গলকোটে 2 জন, মন্তেশ্বর ব্লকে 1 জন, পূর্বস্থলি 1 নম্বর ব্লকে 1 জন , পূর্বস্থলি 2 নম্বর ব্লকে 2 জন ও রায়না 1 ব্লকে 1 জন আক্রান্ত হয়েছেন ।

জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী জেলায় এখনও পর্যন্ত 538 জন কোয়ারানটিনে রয়েছেন । হোম কোয়ারানটিনে রয়েছেন 736 জন । কোরোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ এখনও পর্যন্ত 67 হাজার 435 জনের নমুনা সংগ্রহ করেছে । শেষ পাওয়া তথ্য অনুযায়ী এর মধ্যে পরীক্ষা করা হয়েছে 65 হাজার 706 টি নমুনা । 1 হাজার 867 জনের পজ়িটিভ রিপোর্ট পাওয়া গেছে । 38 জনের দু'বার করে পজ়িটিভ রিপোর্ট মিলেছে । 63 হাজার 187 জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । 614 টি নমুনা বিভিন্ন কারণে বাতিল হয়েছে ।

গতকাল যাদের পজ়িটিভ রিপোর্ট এসেছে তাদের মধ্যে 1 জন পরিযায়ী শ্রমিক । 89 জন আক্রান্তের মধ্যে 11 জনকে কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । 67 জনকে হোম আইসলেশনে পাঠানো হয়েছে । 11 জনকে রাখা হয়েছে সেফ হাউজ়ে ।

বর্ধমান, 5 সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলায় ফের কোরোনায় আক্রান্ত 89 জন । এই নিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় তিন হাজারের কাছাকাছি । গত 24 ঘণ্টায় কোনও কোরোনা রোগীর মৃত্যু হয়নি ।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বর্ধমানে নতুন করে 89 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এর মধ্যে বর্ধমান পৌরসভা এলাকায় 24 জন,কাটোয়া পৌরসভা এলাকায় 7 জন, মেমারি পৌরসভা এলাকায় 2 জন, গুসকরা পৌরসভা এলাকায় 6 জন, আউশগ্রাম 2 নম্বর ব্লকে 1 জন, ভাতার ব্লকে 1 জন, বর্ধমান 1 নম্বর ব্লকে 15 জন, বর্ধমান 2 নম্বর ব্লকে 6 জন, গলসি 1 নম্বর ব্লকে 5 জন, কালনা 1 নম্বর ব্লকে 3 জন, কাটোয়া 1 নম্বর ব্লকে 1 জন, কাটোয়া 2 নম্বর ব্লকে 1 জন, কেতুগ্রাম 2 নম্বর ব্লকে 2 জন, মেমারি 1 নম্বর ব্লকে 8 জন, মঙ্গলকোটে 2 জন, মন্তেশ্বর ব্লকে 1 জন, পূর্বস্থলি 1 নম্বর ব্লকে 1 জন , পূর্বস্থলি 2 নম্বর ব্লকে 2 জন ও রায়না 1 ব্লকে 1 জন আক্রান্ত হয়েছেন ।

জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী জেলায় এখনও পর্যন্ত 538 জন কোয়ারানটিনে রয়েছেন । হোম কোয়ারানটিনে রয়েছেন 736 জন । কোরোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ এখনও পর্যন্ত 67 হাজার 435 জনের নমুনা সংগ্রহ করেছে । শেষ পাওয়া তথ্য অনুযায়ী এর মধ্যে পরীক্ষা করা হয়েছে 65 হাজার 706 টি নমুনা । 1 হাজার 867 জনের পজ়িটিভ রিপোর্ট পাওয়া গেছে । 38 জনের দু'বার করে পজ়িটিভ রিপোর্ট মিলেছে । 63 হাজার 187 জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । 614 টি নমুনা বিভিন্ন কারণে বাতিল হয়েছে ।

গতকাল যাদের পজ়িটিভ রিপোর্ট এসেছে তাদের মধ্যে 1 জন পরিযায়ী শ্রমিক । 89 জন আক্রান্তের মধ্যে 11 জনকে কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । 67 জনকে হোম আইসলেশনে পাঠানো হয়েছে । 11 জনকে রাখা হয়েছে সেফ হাউজ়ে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.