ETV Bharat / state

Road Accident in Burdwan : জাতীয় সড়কে ডাম্পার-টোটো সংঘর্ষ, বর্ধমানে মৃত একই পরিবারের 4 জন

author img

By

Published : Apr 4, 2022, 10:21 AM IST

সোমবার ভোর পাঁচটা নাগাদ ঝিঙ্গুটি এলাকায় পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি টোটোর ৷ প্রাণ হারান 5 জন (5 died in a road accident at Burdwan-Siuri NH) ৷

Road Accident in Burdwan
জাতীয় সড়কে ডাম্পার-টোটো সংঘর্ষ, বর্ধমানে মৃত একই পরিবারের 4 জন

বর্ধমান, 4 এপ্রিল : বর্ধমান-সিউড়ি জাতীয় সড়কে বেপরোয়া ডাম্পারের গতি প্রাণ কাড়ল 5 জনের (5 died in a road accident at Burdwan-Siuri NH) ৷ তার মধ্যে রয়েছেন একই পরিবারের চার জন সদস্য ৷ সোমবার ভোর পাঁচটা নাগাদ ঝিঙ্গুটি এলাকায় পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি টোটোর ৷ চালক-সহ নিহতেরা প্রত্যেকেই ওই টোটোতে সওয়ারি ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ নিহতেরা হলেন - গঙ্গা সাঁতরা (65), সরস্বতী সাঁতরা (59), সীমা সাঁতরা (40), মামণি সাঁতরা (32) এবং টোটোচালক মঈনুদ্দিন মিদ্যা (36)।

পূর্ব বর্ধমান পালিতপুর গ্রামের একই পরিবারের 4 জন টোটোয় চেপে মাছ ধরার উদ্দেশে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ টোটোচালক মঈনুদ্দিনের বাড়ি সিজেপাড়া এলাকায় ৷ জানা গিয়েছে, বর্ধমান-সিউড়ি রোডে উঠতেই গুসকরার দিক থেকে ছুটে আসা একটি পাথর বোঝাই ডাম্পার সজোরে ধাক্কা মারে ওই টোটোকে ৷ দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটোচালক-সহ 5 জনের (Road Accident in Burdwan)।

আরও পড়ুন : ঝাড়খণ্ডে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মেদিনীপুরের দুই ভাইয়ের মৃত্যু

পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজে । ঘাতক ডাম্পারটি আটক হলেও পলাতক ডাম্পারের চালক এবং খালাসি ৷

বর্ধমান, 4 এপ্রিল : বর্ধমান-সিউড়ি জাতীয় সড়কে বেপরোয়া ডাম্পারের গতি প্রাণ কাড়ল 5 জনের (5 died in a road accident at Burdwan-Siuri NH) ৷ তার মধ্যে রয়েছেন একই পরিবারের চার জন সদস্য ৷ সোমবার ভোর পাঁচটা নাগাদ ঝিঙ্গুটি এলাকায় পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি টোটোর ৷ চালক-সহ নিহতেরা প্রত্যেকেই ওই টোটোতে সওয়ারি ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷ নিহতেরা হলেন - গঙ্গা সাঁতরা (65), সরস্বতী সাঁতরা (59), সীমা সাঁতরা (40), মামণি সাঁতরা (32) এবং টোটোচালক মঈনুদ্দিন মিদ্যা (36)।

পূর্ব বর্ধমান পালিতপুর গ্রামের একই পরিবারের 4 জন টোটোয় চেপে মাছ ধরার উদ্দেশে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে ৷ টোটোচালক মঈনুদ্দিনের বাড়ি সিজেপাড়া এলাকায় ৷ জানা গিয়েছে, বর্ধমান-সিউড়ি রোডে উঠতেই গুসকরার দিক থেকে ছুটে আসা একটি পাথর বোঝাই ডাম্পার সজোরে ধাক্কা মারে ওই টোটোকে ৷ দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটোচালক-সহ 5 জনের (Road Accident in Burdwan)।

আরও পড়ুন : ঝাড়খণ্ডে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মেদিনীপুরের দুই ভাইয়ের মৃত্যু

পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজে । ঘাতক ডাম্পারটি আটক হলেও পলাতক ডাম্পারের চালক এবং খালাসি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.