ETV Bharat / state

জামালপুরে বাজ পড়ে মৃত 4 - 4 killed in lightning strike in Jamalpur

মাঠে চাষ করাকালীন বাজ পড়ে মৃত্যু তিন চাষির ৷ মারা গিয়েছেন একজন গোয়ালাও ৷ জেলা প্রশাসন সূত্রে খবর, রবিবার মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে ৷

Lightning killed 4
জামালপুরে বাজ পড়ে মৃত 4
author img

By

Published : Jun 6, 2021, 7:19 AM IST

Updated : Jun 6, 2021, 7:32 AM IST

জামালপুর , 6 জুন : বাজ পড়ে মৃত্যু হল চারজনের । ঘটনাটি ঘটেছে জামালপুরে ৷ মৃতদের নাম শম্ভুচরণ বাগ (52), রঞ্জিত গোয়ালা (40), অধীর মালিক (49) ও অরূপ বাগ (40) ৷ এঁরা প্রত্যেকেই ছিলেন জামালপুরের বাসিন্দা ৷

শনিবার বিকেলে জামালপুরে শুরু হয়েছিল বজ্রবিদ্যুৎপাত সহ বৃষ্টি ৷ আর তখনই ঘটে বিপত্তি ৷ সেই সময় রঞ্জিত গোয়ালা ও আরও এক চাষি মাঠে কাজ করতে ব্যস্ত ছিলেন ৷ তখনই বাজ পড়লে গুরুতর আহত হন দু'জন ৷ তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রঞ্জিত গোয়ালাকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : হেস্টিংসে বিজেপি দলীয় কার্যালয়ের সামনে থেকে উদ্ধার 51 টি বোমা

অন্যদিকে, মাঠে চাষ করার সময়ে বাজ পড়ে মৃত্যু হয় অরূপ বাগ ও শম্ভুচরণ বাগের ৷ গোরু চড়িয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় অধীর মালিকের ।

জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার জানান, শনিবার জামালপুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে চারজনের । আহত হয়েছেন একজন । জেলা প্রশাসন সূত্রে খবর, রবিবার মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে ৷

জামালপুর , 6 জুন : বাজ পড়ে মৃত্যু হল চারজনের । ঘটনাটি ঘটেছে জামালপুরে ৷ মৃতদের নাম শম্ভুচরণ বাগ (52), রঞ্জিত গোয়ালা (40), অধীর মালিক (49) ও অরূপ বাগ (40) ৷ এঁরা প্রত্যেকেই ছিলেন জামালপুরের বাসিন্দা ৷

শনিবার বিকেলে জামালপুরে শুরু হয়েছিল বজ্রবিদ্যুৎপাত সহ বৃষ্টি ৷ আর তখনই ঘটে বিপত্তি ৷ সেই সময় রঞ্জিত গোয়ালা ও আরও এক চাষি মাঠে কাজ করতে ব্যস্ত ছিলেন ৷ তখনই বাজ পড়লে গুরুতর আহত হন দু'জন ৷ তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রঞ্জিত গোয়ালাকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : হেস্টিংসে বিজেপি দলীয় কার্যালয়ের সামনে থেকে উদ্ধার 51 টি বোমা

অন্যদিকে, মাঠে চাষ করার সময়ে বাজ পড়ে মৃত্যু হয় অরূপ বাগ ও শম্ভুচরণ বাগের ৷ গোরু চড়িয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় অধীর মালিকের ।

জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার জানান, শনিবার জামালপুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে চারজনের । আহত হয়েছেন একজন । জেলা প্রশাসন সূত্রে খবর, রবিবার মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে ৷

Last Updated : Jun 6, 2021, 7:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.