ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে ধাক্কা ট্রাকের, বর্ধমানে মৃত 4 - বর্ধমানে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত 4,

বুধবার বিকালে দুর্ঘটনা ঘটে বর্ধমানের পালসিট সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে ।

4-died-11-injured-in-a-truck-accident-on-the-national-highway-at-burdwan
4-died-11-injured-in-a-truck-accident-on-the-national-highway-at-burdwan
author img

By

Published : Feb 24, 2021, 8:28 PM IST

Updated : Feb 24, 2021, 9:05 PM IST

বর্ধমান, 24 ফেব্রুয়ারি : জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত 4 । আহত সাতজন । আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক । বুধবার বিকালে দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের পালসিট সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে ।

বুধবার বিকালে বর্ধমানের পালসিট সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে বাস ধরার জন্য বেশ কয়েকজন যাত্রী দাঁড়িয়েছিলেন । সেই সময় বর্ধমানগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরবাইক ও পরে একটি সাইকেলে ধাক্কা মারে ফুটপাথের দিকে নেমে যায় ৷ এরপরেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 11 জনকে পিষে দিয়ে পালিয়ে যায় ৷ প্রত্যেকেই গুরুতর আহত হয় ৷ স্থানীয়রাই দ্রুত পুলিশে খবর দেয় ৷ স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদের অনাময় হাসপাতালে নিয়ে যায় পুলিশ । সেখানে চিকিৎসকরা জানান আহতদের মধ্যে 4 জন মৃত ৷

আরও খবর : ঠাকুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত এক

পূর্ব বর্ধমান জেলা পুলিশের এসডিপিও (বর্ধমান দক্ষিণ ) আমিনুল ইসলাম খান বলেন, "বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কে একটা খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিছু মানুষকে ধাক্কা মারে । যাঁরা সম্ভবত বাস বা গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন ।"

বর্ধমান, 24 ফেব্রুয়ারি : জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত 4 । আহত সাতজন । আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক । বুধবার বিকালে দুর্ঘটনাটি ঘটে বর্ধমানের পালসিট সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে ।

বুধবার বিকালে বর্ধমানের পালসিট সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে বাস ধরার জন্য বেশ কয়েকজন যাত্রী দাঁড়িয়েছিলেন । সেই সময় বর্ধমানগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরবাইক ও পরে একটি সাইকেলে ধাক্কা মারে ফুটপাথের দিকে নেমে যায় ৷ এরপরেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা 11 জনকে পিষে দিয়ে পালিয়ে যায় ৷ প্রত্যেকেই গুরুতর আহত হয় ৷ স্থানীয়রাই দ্রুত পুলিশে খবর দেয় ৷ স্থানীয় মানুষের সহযোগিতায় আহতদের অনাময় হাসপাতালে নিয়ে যায় পুলিশ । সেখানে চিকিৎসকরা জানান আহতদের মধ্যে 4 জন মৃত ৷

আরও খবর : ঠাকুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত এক

পূর্ব বর্ধমান জেলা পুলিশের এসডিপিও (বর্ধমান দক্ষিণ ) আমিনুল ইসলাম খান বলেন, "বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কে একটা খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিছু মানুষকে ধাক্কা মারে । যাঁরা সম্ভবত বাস বা গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন ।"

Last Updated : Feb 24, 2021, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.